H.S Exam 2009: Accountancy (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 14:29

HIGHER SECONDARY EXAM, 2009  ACCOUNTANCY    (Bengali Version)

 

বিভাগ-‘ক’

১) সঠিক উত্তরটি চিহ্নিত কর ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ): ১ x ১০ = ১০

 i) কু-ঋণ আদায় ক্রেডিট করা হয়

 ক) কু-ঋণ হিসাবে   খ) কু-ঋণের জন্য সংস্থান হিসাবে   গ) লাভক্ষতির হিসাবে   ঘ) কোনটিই নয়  

 

ii) স্থায়ী সম্পত্তির উপর অবচয় হল

 ক) নগদ লেনদেন   খ) অভ্যন্তরীন লেনদেন   গ) বহিঃ লেনদেন  ঘ) কোন লেনদেন নয়  

         অথবা ,  কোনটি অবচয়ের কারণ নয়?

 ক) সময়ের আর্বতন   খ) মূল্য হ্রাসবৃ্দ্ধি   গ)অপ্রচলন    ঘ) স্বাভাবিক ক্ষয়ক্ষতি

 

iii) বকেয়া চাঁদা হল প্রকৃ্তপক্ষে

 ক) একটি আয়    খ) একটি ব্যয়   গ) একটি দায়  ঘ) একটি সম্পত্তি

 

iv) নীট লাভ - কার্যকলাপ থেকে সৃষ্ট নয় এমন আয় + কার্যকলাপে ব্যবহৃত নয় এমন খরচ =   

ক) মোট লাভ   খ)কার্যকর লাভ    গ) বিনিয়োগের ওপর ফেরত লাভ   ঘ) বন্টনযোগ্য মুনাফা  সঠিক বা ভুল বলঃ

v) আদান-প্রদান হিসাব নগদান বই-য়ের বিকল্প নয় ।   অথবা ,  আয়-ব্যয়ের হিসাব লাভক্ষতি হিসাবের বিকল্প নয়।

vi) পূরণমূলক ভুল হল প্রকৃ্তপক্ষে একাধিক ভুলের সমন্বয় ।

vii) যৌথ মূলধনী কোম্পানীর আইনগত পৃথক সত্তা আছে।   অথবা ,  ঘরোয়া সীমাবদ্ধ কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন।

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

***

Comments

Related Items