স্কুল সার্ভিস কমিশন - ২০১০
General Knowledge(Compulsory 2nd Paper)
(Afternoon Set)
১। গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সম্প্রতি কোন দেশের ক্যাবিনেট জলের নীচে একটি বৈঠক করে ?
(ক) মরিশাস (খ) ম্যাডাগাস্কার (গ) মালদ্বীপ (ঘ) নালটা
২। all powerful কথাটিকে কোন শব্দে প্রকাশ করা যায় ?
(ক) omnipotent (খ) omnivorous (গ) omniscient (ঘ) omnipresent
৩। একটি তাকে ৮টি বই আছে, যার মধ্যে ২ টি লাল, ২ টি নীল এবং একটি করে সবুজ, হলুদ, বাদামি এবং কালো । একটি লাল বই নীল দুটির বাঁদিকে এবং অন্য লাল বইটি নীল বই দুটির ডানদিকে আছে । হলুদ বইটি একটি লাল বই এবং একটি নীল বইয়ের মাঝখানে আছে । বাদামি বইটির বাঁদিকে হলুদ বইটি এবং ডানদিকে একখানা মাত্র নীল বই আছে । সবুজ বইটির বাঁদিকে বাদামি এবং ডানদিকে কালো বইটি আছে । তাহলে বাঁদিক থেকে তৃতীয় বইটির রং কী ?
(ক) লাল (খ) নীল (গ) হলুদ (ঘ) বাদামি
৪। ইউনিয়ন ও কনফেডারেসিদের মধ্যে আমেরিকার গৃহযুদ্ধ হয় ....... সালে ।
(ক) ১৭৭৪ - ১৭৭৮ (খ) ১৮০৫ - ১৯০৯ (গ) ১৮৩২ - ১৮৩৬ (ঘ) ১৮৬১ - ১৮৬৫
৫। নিম্নোক্ত কোন উপন্যাস-লেখক জোড়াটি ভূল ?
(ক) ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট : দস্তয়েভস্কি (খ) গুড আর্থ : হেমিংওয়ে (গ) নাদাম বোভারি : ফ্লবেয়ার (ঘ) ইউলিসিস : জয়েস
৬। নিম্নোক্ত কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি ?
(ক) সাদা (খ) লাল (গ) হলুদ (ঘ) নীল
৭। Oar is to row-boat as foot is to
(ক) running (খ) sneaker (গ) skate-board (ঘ) jumping
৮। কুড়ি জনের একটি ক্লাসে ছাত্রদের গড় বয়স ১২ বছর । যদি নতুন পাঁচজন ছেলে যাদের গড় বয়স ৭ বছর তাদের এই ক্লাসে ভর্তি করা হয়, তবে ক্লাসের ছেলেদের গড় বয়স কত হবে ?
(ক) ১২ বছর (খ) ৯ বছর (গ) ১০ বছর (ঘ) ১১ বছর
৯। বিশ্বনাথন আনন্দ কাকে হারিয়ে ২০১০-এর বিশ্ব দাবা প্রতিযোগিতা জিতেছেন ?
(ক) ভ্যাসেলিন টোপালভ (খ) আনাটলি কারপভ (গ) গ্যারি কাসপারভ (ঘ) ভল্যাডিমির ক্র্যামনিক
১০। যে জ্যোতির্বিজ্ঞানী প্রমাণ করেছিলেন যে মহাকাশে অনেক গ্যালাক্সি আছে এবং তারা পরস্পরের থেকে দূরে সরে যায়, তাঁর নাম কী ?
(ক) গ্যালিলিও (খ) কোপারনিকাস (গ) এডউইন হাবল (ঘ) নীল আর্মস্ট্রং
১১। ড্যানিউব নদী জার্মানি থেকে শুরু হয়ে শেষ হয় -
(ক) বাল্টিক সাগরে (খ) ব্ল্যাক সাগরে (গ) ভুমধ্যসাগরে (ঘ) কাস্পিয়ান সাগরে
১২। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী কোন জনপ্রিয় নেতার নামে আমেথি জেলার নতুন নামকরণ করতে চান ?
(ক) মহাত্মা গান্ধী (খ) জাজিব গান্ধী (গ) সর্দার বল্লভভাই প্যাটেল (ঘ) ছত্রপতি সাহুজি মহারাজ
১৩। 'দেশপ্রাণ' নামে কে পরিচিত ?
(ক) কার্তিক শাসমল (খ) বীরেন্দ্রনাথ শাসমল (গ) মুকুন্দরাম চক্রবর্তী (ঘ) যতীন্দ্রনাথ মুখার্জী
১৪। কোন ধাতু কোনো তাপমানেই অক্সাইডে পরিণত হয় না ?
(ক) প্ল্যাটিনাম (খ) সোনা (গ) অ্যালুমিনিয়াম (ঘ) রূপা
১৫। ঝাড় খন্ডের কোডারমা জায়গাটির খ্যাতি --
(ক) অভ্রখনির কেন্দ্র হিসাবে (খ) ছবির সামগ্রীর জন্য (গ) সিমেন্ট কারখানার জন্য (ঘ) চামড়ার সামগ্রীর জন্য
১৬। কোন শহরে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত মিউরাল " দি লাস্ট সাপার " আছে ?
(ক) রোম (খ) প্যারিস (গ) ভেনিস (ঘ) মিলান
১৭। "ট্রেন টু পাকিস্তান " কর লেখা ?
(ক) অনিতা দেশাই (খ) আজিজুল হক (গ) খুশবন্ত সিং (ঘ) সলমন রুশদি
১৮। নিম্নোক্ত কোনটি সঠিক ?
(ক) He is suffering for three days
(খ) He was suffering for three days
(গ) He has been suffering for three days
(ঘ) He shall be suffering for three days
১৯। ১৫৫৬ এর ,,,,,,,,,,,, পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেন ।
(ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ
২০। দুটি শহর A এবং B-এর মধ্যে দুরত্ব ১০০ কিমি । একই সময়ে যাত্রা শুরু করে এবং একই গতিতে ৪০ কিমি/ঘন্টা গিয়ে কুনাল A থেকে B-তে যায়, ১ ঘন্টায় তার কাজ করে আবার A -তে ফিরে আসে । আর কুমার B থেকে A -তে যায়, ২ ঘন্টায় তার কাজ করে B-তে ফিরে আসে । যদি যাবার সময় তাদের C -তে এবং ফেরার সময় D -তে দেখা হয়, তবে C এবং D -এর মধ্যে দুরত্ব কত ?
(ক) ২০ কিমি (খ) ৬০ কিমি (গ) ৪০ কিমি (ঘ) ৫০ কিমি
****
Answer:
(১)- গ | (২)- ক | (৩)- খ | (৪)- ঘ | (৫)- খ | (৬)- খ | (৭)- ক | (৮)- ঘ | (৯)- ক | (১০)- গ |
(১১)- খ | (১২)- ক | (১৩)- খ | (১৪)- ক | (১৫)- ক | (১৬)- খ | (১৭)- গ | (১৮)- গ | (১৯)- খ | (২০)- ক |
****