SSC General Knowledge - 2008 (Morning Set)

Submitted by administrator on Wed, 11/16/2011 - 21:09

স্কুল সার্ভিস কমিশন - ২০০৮ 

(Held on ২১ -১২-২০০৮)

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

1.   কোনো ষড়ভুজের কর্ণ সংখ্যা কটি ?

    (A)  7       (B)  8      (C)  9      (D) 10

 

2.  50 টি বাক্স A-গুদাম থেকে B –গুদামে নিয়ে যেতে হবে । P একবারে 3টি বাক্স নিয়ে 10 মিনিটে A থেকে B–তে যেতে পারে । Q একবারে মাত্র 2 টি বাক্স নিতে পারে ।  কিন্তু তাঁর পৌছাতে 8 মিনিট লাগে ।  দুজনে একসঙ্গে কাজ করলে ও তাদের B থেকে A-তে ফেরার সময় না, ধরলে, A থেকে সবকটি বাক্স B তে নিয়ে যেতে কতক্ষণ সময় লাগবে ?

     (A) 90 মিনিট      (B) 96 মিনিট       (C) 100 মিনিট      (D) 104 মিনিট

 

3.  একটি সংখ্যাকে 20% বাড়ানো হল । নতুন সংখ্যাটিকে কত শতাংশ কমালে আগের সংখ্যাটি পাওয়া যাবে ?

    (A) 16.66%       (B)  20%        (C) 18.66       (D) 22.66

 

4.  Answer figure এর কোন চিহ্নটি ‘Problem figure’ এর চিত্রটি সম্পূর্ণ করবে ?

        Image removed.

           (A)          (B)         (C)        (D)

 

5.   আমার কাছে যা ফল আছে তার 3টি বাদ দিলে সবকটা আপেল । 3টি বাদ দিলে সবকটা আম ।  3টি বাদ দিলে সবকটা পেয়ারা । 3টি বাদ দিলে সবকটা কমলালেবু । আমার কাছে কটা ফল আছে ?

     (A)  3      (B) 4      (C) 9      (D) 12

 

6.   নিচের কোন শব্দটি Serene শব্দের প্রতিশব্দ ?

     (A) Tranquil        (B) Beautiful       (C) Joyous      (D) Innocuous

 

7.  ‘‘Kleptomania’’ মানে কি ?

        (A) A desire to commit suicide       (B) A tendency to get angry     (C) The fear of fiying     (D) An impulse to steal

 

8.  ইনসুলিন শকের কারণ কি ?

      (A)  রক্তে গ্লুকোজে স্বল্পতা      (B)  রক্তে গ্লুকোজের আধিক্য      (C)  রক্তে গ্লুকোজে স্বল্পতা বা,আধিক্য       (D)  কোনোটাই নয়।

 

9.  নীচের কোনটি গ্রীণ হাউস গ্যাস নয় ?

      (A)  অক্সিজেন        (B) মিথেন        (C) ওজোন     (D) জলীয় বাষ্প

 

10.  একটি বস্তুর দুদিকে বিপরীত মুখী অসমান শক্তি প্রয়োগ করলে। 

       (A) বস্তুটি স্থির থাক      (B) বস্তুটি শুধু ঘুরবে     (C) বস্তুটি সামনের দিকে এগোবে    (D) বস্তুটি ঘুরবে ও সামনের দিকে এগোবে।

 

11.   মরিশাস দ্বীপ কোথায় অবস্থিত ? 

       (A)  প্রশান্ত মহাসাগর       (B) ভারত মহাসাগর      (C) অতলান্তিক মহাসাগর      (D)  ভূ-মধ্যসাগর

 

12.  A শহর B শহরের 60o পূর্বে । একটি প্লেন A থেকে স্থানীয় সময় সকাল 10 টায় যাত্রা শুরু করে বেলা 12 টায় B তে পৌঁছায়। একই সময়ে B থেকে একটি প্লেন একই গতিতে A–র দিকে যাত্রা শুরু করে । মাঝপথে প্লেন দুটি যখন একে অপরকে পার হয় তখন B শহরে কটা বেজেছিল ?

      (A) সকাল 7 টা      (B) সকাল 8 টা       (C) সকাল 9 টা       (D) সকাল 10 টা

 

13.   ‘‘The Gift of the Magi’’  –কার লেখা ? 

       (A) Guy de Maupassant      (B) O. Henry      (C) Gragam Greene       (D) Edgar Alan Poe

 

14.   ‘অদ্ভুতুড়ে সিরিজ’ কার বইয়ের সংকলন ?

      (A) হিমানীশ গোস্বমী      (B) হেমেন্দ্র কুমার রায়       (C) শীর্ষেন্দু মুখোপাধ্যায়      (D) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

 

15.  The choice is between glorious death --- shameful life.

        (A) or     (B)  and      (C) but      (D) to

 

16.   চাঁদের উদ্দেশ্যে পাঠানো ভারতের প্রথম মহাকাশয়ান ‘চন্দ্রায়ণ -১’ কবে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় ?

       (A) Oct, 22, 2008        (B) Oct, 30, 2008     (C) Nov, 8, 2008       (D) Nov, 14, 2008

 

17.  প্রখ্যাত ব্রাজিলিয়ান আয়ার্টন সেনা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

      (A) ফুটবল     (B) অ্যাথলেটিক্স      (C) বাস্কেটবল      (D) মোটর স্পোর্ট

 

18.   বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান কোন দেশের ?

       (A) আমেরিকা      (B) ইংল্যান্ড      (C) ভারত     (D) চীন

 

19.   দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানি আবার কবে সংযুক্ত হয় ?      

      (A) 1949      (B) 1968      (C) 1990      (D) 2001

 

20.   কোন অঞ্চলে অহমরা  600 বছরের বেশি সময় রাজত্ব করে ?

       (A) বিহার      (B) অসম      (C) ত্রিপুরা       (D) অরুণাচল প্রদেশ

***

Answer:-

 
1- C 2- B 3- A 4- C 5- B 6- A 7- D 8- A 9- D 10- B
11- C 12- D 13- B 14- C 15- B 16- A 17- D 18- C 19- C 20- D

**

 

Comments

Related Items

SSC General Knowledge - 2009 (Morninig Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৯ 

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

1.  রেটিনা ও অপটিক নার্ভ-এর সংযোগ স্থলকে কী বলে ?

     (A) ইয়োলো স্পট      (B) ব্লাইন্ড স্পট      (C) সক্লেরোটিক      (D) কোরয়েড

 

SSC General Knowledge - 2006 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৬

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।  একটা ইলেক্ট্রোম্যাগনেটের শক্তি বাড়ানো যায়

SSC General Knowledge - 2006 (Morninig Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৬

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

১।   A, D-এর মা এবং B-এর বোন । B-এর C নামে এক কন্যা আছে, যার F-এর সঙ্গে বিয়ে হয়েছে। G আবার A-এর স্বামী । G, D-এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত ? 

SSC General Knowledge - 2008 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৮ 

(Held on ২১ -১২-২০০৮)

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।  ‘‘Misanthropist’’  কথাটির অর্থ কি ?

SSC General Knowledge - 2007 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৭ 

(Held on ২০-০১-২০০৮ )

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১.  প্রথম কোন ভারতীয় দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নর্ম পান ?