(i) কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25 : 28 হলে, বার্ষিক সুদের হার —
(a) 3% (b) 12% (c) [tex]10 {5 \over 7}[/tex]% (d) 8%
(ii) কোন শর্তে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে ?
(a) a = 0 (b) b = 0 (c) c = 0 (d) কোনোটিই নয়
(i) If the ratio of principal and yearly amount be in the ratio 25 : 28, then the yearly rate of interest is —
(a) 3% (b) 12% (c) [tex]10 {5 \over 7}[/tex]% (d) 8%
(ii) Under what condition one root of the quadratic equation ax2 + bx + c = 0 is zero ?
(a) a = 0 (b) b = 0 (c) c = 0 (d) none of these
1.1 Which of the following is not a greenhouse gas ? (a) methane (b) water vapour (c) carbon dioxide (d) oxygen
1 2 Which of the following is the SI unit of pressure ? (a) Nm2 (b) Nm-2 (c) Nm (d) N
1.3 Vapour density of a gas is 32. Which of the following is its molecular weight ? (a) 8 (b) 16 (c) 32 (d) 64
1.1 Some flowers open after sunrise and close after sunset, this is— (a) Photonasty (b) Seismonasty (c) Chemonasty (d) Thermonasty
1.2 A person affected with Diabetes Mellitus is unable to secrete which of the following hormone in adequate quantity ?
(a) Adrenaline (b) Insulin (c) Thyroxine (d) Testosterone
ভূমিকা:— আধুনিক প্রযুক্তি বিদ্যার নবতম আবিষ্কার হল ইন্টারনেট, ই-মেল ও মোবাইল ফোন । যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন । আজকের দিনে কোনো আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব বা অন্য কাউকে চিঠি লিখি তার উত্তরের প্রতীক্ষায় ডাক-পিয়নের পথ চেয়ে বসে থাকতে হয় না ।
বিভাগ—ক ১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২০ =২০ ১.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি— (ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী ১.২ 'সোমপ্রকাশ' ছিল একটি— (ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা
বিভাগ —ক ১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১৪ = ১৪ ১.১ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়— (ক) ক্যানিয়ন (খ) "V" আকৃতির উপত্যকা (গ) মন্থকূপ (ঘ) ধান্দ ১.২ পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে— (ক) নীলনদের মোহানায় (খ) হোয়াংহোর মোহানায় (গ) সিন্ধুনদের মোহানায় (ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x ১৭ = ১৭ ১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান— (ক) একদিন (খ) দুদিন (গ) চারদিন (ঘ) পাঁচ দিন
১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ