এসকার (Esker) : হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে নানা রকম ভূমিরূপের সৃষ্টি হয়, এসকার হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপের নিদর্শন । উচ্চ পার্বত্য অঞ্চলের পাদদেশে হিমবাহের বহন করে আনা বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড, নুড়ি, কাদা, বালি, কাঁকর প্রভৃতি হিমবাহগলিত জলধারার মাধ্যমে পরিবাহিত হয়ে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে দীর্ঘ অনুচ্চ সংকীর্ণ শৈলশিরার মতো আঁকা-বাঁকা ভূমিরূপ গড়ে তোলে, তাকে এসকার বলে । এসকার -এর দৈর্ঘ্য ১ কিমি. থেকে কয়েকশো কিমি. এবং উচ্চতা ৩ মি. থেকে ৫ মি. হয়ে থাকে ।
ফিনল্যান্ডর পুনকাহারয়ু এসকারের উল্লেখযোগ্য উদাহরণ ।
*****