বহিঃধৌত সমভূমি (Outwash plains) : হিমবাহ ও হিমবাহগলিত জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, বহিঃধৌত সমভূমি হল তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । উচ্চ পর্বতের পাদদেশে হিমবাহ এসে পৌঁছালে তা গলে গিয়ে জলে পরিণত হয়, তখন বরফগলা জলপ্রবাহের মাধ্যমে হিমবাহবাহিত প্রস্তরখণ্ড, পলি, বালি, নুড়ি, কাঁকর প্রভৃতি পদার্থসমূহকে পর্বতের পাদদেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত করে সমপ্রায়ভূমি গড়ে তোলে । এরূপ সমপ্রায়ভূমিকে বহিঃধৌত সমভূমি বলে । আইসল্যাণ্ডে ইহা সান্দুর নামে পরিচিত ।
উত্তর আমেরিকার কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ হ্রদ অঞ্চলে এরূপ সমভূমি দেখা যায় ।
*****