তাপের ঘটনাসমূহ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 23:00

তাপের ঘটনাসমূহ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ

 

1. পদার্থ কে উত্তপ্ত করলে তার ---

A. সংকোচন হয়    B. প্রসারণ হয়  C. ঘনত্ব অপরিবর্তিত থাকে   D. আকার অপরিবর্তিত থাকে

2. রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. °C-1     B. m    C. m-1     D. °C

3. পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --

A. ইস্পাতের   B. লোহার    C. তামার    D. পিতলের

4. γr, γa  এবং γg  এর মধ্যে সম্পর্ক টি হল ---

A. γa = γr + γg         B. γr = γa + γ         C. γg = γa + γr          D. γr = γa - γg

5. কোনটির তাপ পরিবাহিতা ( cal cm-1 s-1 K-1 এককে ) সর্বোচ্চ ?

A. তামা     B.  সোনা     C. লোহা      D.  হিরে

6. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

A. 1/273 °C-1     B. 273 °C-1   C. 273 K   D. 1

7. পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় ---

A. কঠিন পদার্থে    B. তরল পদার্থে   C. গ্যাসীয় পদার্থে    D. শূন্যে

8. রূপা তামা লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ---

A. তামার     B. লোহার     C. রুপোর     D.    কাচের

9. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়     B. হ্রাস পায়    C. অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

10. তাপ পরিবাহিতার একক  ----

A. cal-1 s-1 cm-1 °C-1   B. cal s cm °C    C. cal-1 s cm °C-1      D. cal s-1 cm °C-1

11. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. K       B. K-1         C. m2       D. m-2

12. তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এর ---

A. সমান হয়      B. বেশি হয়       C. কম হয়     D.  বেশি অথবা কম হতে পারে

13. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হল  --

A. m-3    B. m3    C. °F      D. °F-1

14. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিন টির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়   B. হ্রাস পায়       C. অপরিবর্তিত থাকে      D. বৃদ্ধি বা হ্রাস পায়

15. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে ---

A. হ্রাস পায়     B. বৃদ্ধি পায়    C.অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

16. নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?

A. উষ্ণতা     B. দৈর্ঘ্য     C. উপাদানের প্রকৃতি      D. প্রস্থচ্ছেদ

 

 

 

Comments

Related Items

জৈব যৌগ ও জৈব রসায়ন

কার্বনের যে সমস্ত যৌগ প্রধানত জীবজগতে উত্পন্ন হয় এবং যে সমস্ত যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত এবং বৃত্তাকার শৃঙ্খলে যুক্ত থেকে বিভিন্ন সমধর্মী যৌগের শ্রেণি গঠন করতে পারে, সেই সমস্ত যৌগকে সামগ্রিকভাবে জৈব যৌগ বলে ...

কয়েকটি বিশিষ্ট ধাতু-সংকর ও তার ব্যবহার

পিতল, কাঁসা, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম-ব্রোঞ্জ, জার্মান সিলভার, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, স্টেইনলেস স্টিল, বাসনপত্র, নল, টেলিস্কোপ, মূর্তি, ব্যারোমিটার, বিভিন্ন যন্ত্রের অংশ, তুলাদন্ড, বিমানের কাঠামো, জলের কল প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার হয় । ...

ধাতু সংকর (Alloy)

দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশে যে সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ উত্পন্ন করে, সেই কঠিন ধাতব পদার্থকে ধাতু সংকর বা সংকর ধাতু বলে । যেমন - তামা ও টিনের মিশ্রণে উত্পন্ন কাঁসা হল একটি সংকর ধাতু । অনেক ক্ষেত্রে ধাতু-সংকরে অধাতু থাকতে পারে । ...

তামা বা কপার (Copper)

অতি প্রাচীন কাল থেকে তামা বা কপারের ব্যবহার চলে আসছে । কানাডার লেক সুপিরিয়রের কাছে এবং সাইবেরিয়ার পর্বতে মুক্ত অবস্থায় তামা বা কপার পাওয়া যায় । বেশির ভাগ ক্ষেত্রে কপারকে বিভিন্ন যৌগরূপে প্রকৃতিতে পাওয়া যায় । কপারের প্রধান আকরিকগুলি হল ...

লোহা বা আয়রন (Iron)

আয়রনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না । পৃথিবীতে বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে আয়রনের আকরিক পাওয়া যায়। ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে লোহার আকরিক পাওয়া যায় । ভূ-ত্বকে আয়রনের পরিমাণ 4.12 শতাংশ। ...