তাপের ঘটনাসমূহ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 23:00

তাপের ঘটনাসমূহ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ

 

1. পদার্থ কে উত্তপ্ত করলে তার ---

A. সংকোচন হয়    B. প্রসারণ হয়  C. ঘনত্ব অপরিবর্তিত থাকে   D. আকার অপরিবর্তিত থাকে

2. রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. °C-1     B. m    C. m-1     D. °C

3. পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --

A. ইস্পাতের   B. লোহার    C. তামার    D. পিতলের

4. γr, γa  এবং γg  এর মধ্যে সম্পর্ক টি হল ---

A. γa = γr + γg         B. γr = γa + γ         C. γg = γa + γr          D. γr = γa - γg

5. কোনটির তাপ পরিবাহিতা ( cal cm-1 s-1 K-1 এককে ) সর্বোচ্চ ?

A. তামা     B.  সোনা     C. লোহা      D.  হিরে

6. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

A. 1/273 °C-1     B. 273 °C-1   C. 273 K   D. 1

7. পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় ---

A. কঠিন পদার্থে    B. তরল পদার্থে   C. গ্যাসীয় পদার্থে    D. শূন্যে

8. রূপা তামা লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ---

A. তামার     B. লোহার     C. রুপোর     D.    কাচের

9. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়     B. হ্রাস পায়    C. অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

10. তাপ পরিবাহিতার একক  ----

A. cal-1 s-1 cm-1 °C-1   B. cal s cm °C    C. cal-1 s cm °C-1      D. cal s-1 cm °C-1

11. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. K       B. K-1         C. m2       D. m-2

12. তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এর ---

A. সমান হয়      B. বেশি হয়       C. কম হয়     D.  বেশি অথবা কম হতে পারে

13. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হল  --

A. m-3    B. m3    C. °F      D. °F-1

14. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিন টির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়   B. হ্রাস পায়       C. অপরিবর্তিত থাকে      D. বৃদ্ধি বা হ্রাস পায়

15. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে ---

A. হ্রাস পায়     B. বৃদ্ধি পায়    C.অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

16. নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?

A. উষ্ণতা     B. দৈর্ঘ্য     C. উপাদানের প্রকৃতি      D. প্রস্থচ্ছেদ

 

 

 

Comments

Related Items

পর্যায়, শ্রেণি ও উপশ্রেণি

আধুনিক পর্যায়-সারণিতে মেন্ডেলিফ, ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলিকে পর পর কতকগুলি অনুভূমিক সারিতে রাখেন । এর ফলে একই ধর্মের মৌলগুলি এক একটি উলম্ব স্তম্ভের মধ্যে পড়ে যায় । আবার মৌলগুলিকে এইভাবে সাজাবার ফলে যে অনুভূমিক সারিগুলি পাওয়া যায় ...

মেন্ডেলিফের পর্যায়সূত্র ও আধুনিক পর্যায়সূত্র

1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ এবং পৃথকভাবে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে প্রায় একই সময়ে পর্যায়-সূত্র প্রকাশ করেন । বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে ...

পর্যায় সারণির ত্রয়ী সূত্র ও অষ্টক সূত্র

জল, বায়ু, আকাশ, মাটি নিয়ে এই যে অসীম বিশ্বপ্রকৃতি - এর মাঝে কত না বৈচিত্র্য, কিন্তু এই বিভিন্ন বৈচিত্র্যের মাঝেও সেই অনাদিকাল থেকেই মানুষ খুঁজতে চেয়েছে ছন্দ খুঁজতে চেয়েছে মিল । পর্যায় সারণিও মানুষের বিভিন্ন ধরনের প্রচেষ্টার একটি ফসল । রসায়ন বিজ্ঞানের ক্রমান্বয়ে ...

নিউক্লীয় সংযোজন (Nuclear fusion)

যে নিউক্লীয় বিক্রিয়ায় কয়েকটি হালকা পরমাণুর নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ শক্তির উদ্ভব ঘটে, তাকে নিউক্লীয় সংযোজন বলে । 4টি হাইড্রোজেন পরমাণুকে সংযোজিত করে 1টি হিলিয়াম পরমাণুর গঠন নিউক্লীয় ...

নিউক্লীয় বিভাজন (Nuclear fission)

যে নিউক্লীয় বিক্রিয়ায় কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে উপযুক্ত শক্তিসম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাত করলে, ভারী পরমাণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি প্রায় সমভর বিশিষ্ট টুকরায় পরিণত হয় এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, সেই ঘটনাকে নিউক্লীয় ...