লিভার ও লিভারের শ্রেণীবিভাগ (Lever and Classes of levers)
লিভার (Lever)
লিভার একটি সোজা বা বাঁকা শক্ত দণ্ড যার একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ঐ বিন্দুর চারদিকে অবাধে ঘটতে পারে । এই স্থির বিন্দুকে আলম্ব বলে । আলম্বের একই দিকে অথবা উভয় দিকে দুটি বিন্দুর একটিতে বল এবং অন্যটিতে ভার বা লোড (Load) প্রয়োগ করা হয় । আলম্ব থেকে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলবাহু (power arm) এবং আলম্ব থেকে ভার বা লোডের প্রয়োগ বিন্দুর দূরত্বকে রোধবাহু (load arm) বলে ।
লিভারের প্রকারভেদ (Classes of levers)
লিভার সাধারণত তিন শ্রেণীর হয় -
- প্রথম শ্রেণীর লিভার
- দ্বিতীয় শ্রেণীর লিভার
- তৃতীয় শ্রেণীর লিভার
প্রথম শ্রেণীর লিভার (Class 1 Lever)
এ শ্রেণীর লিভারে ভার আলম্বের একদিকে থাকে এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে ।
প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage of Class 1 Lever)
দ্বিতীয় শ্রেণীর লিভার (Class 2 Lever)
এই শ্রেণীর লিভারে দন্ডের এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় । ভার এই দুই প্রান্তের মাঝের যে কোন বিন্দুতে ক্রিয়া করে ।
দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage of Class 2 Lever)
তৃতীয় শ্রেণীর লিভার (Class 3 Lever)
এর শ্রেণীর লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে ভার ক্রিয়া করে । এই দুই প্রান্তের মাঝের যে কোন বিন্দুতে বল প্রয়োগ করা হয় ।
তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage of Class 3 Lever)
*****