ইংরেজিতে কথা বলার অনুশীলন :- দ্বিতীয় পাঠ

Submitted by tushar pramanick on Wed, 12/13/2017 - 01:57

ইংরেজিতে কথা বলার অনুশীলন :- দ্বিতীয় পাঠ [Practice for Speaking English]

1. বাঃ বেশ ! / সাবাস ! / বাঃ, সুন্দর ! → Marvellous ! /Well done ! / Beautiful ! → মারভেলাস ! /ওয়েল ডান ! / বিউটিফুল !

2. তাই নাকি ? / সত্যি ? / খুবই সুন্দর ! /কি মিষ্টি ! → Oh ! / Is it ? / Really ? / Excellent ! /How sweet ! → ওহ্ ! /ইজ ইট ? / রিয়েলি ? /এক্সিলেন্ট !/হাউ সুইট !

3. বিদায় !/ আসুন ! / আবার আসবেন → Good bye ! / Bye – bye → গুড্ বাই ! /বাই – বাই

4. হায় ! / হায় ভগবান → My God !/ Oh God ! → মাই গড !/ ওহ্ গড !

5. সুন্দর হয়েছে তো !/ নিশ্চয়ই !/ ঈশ্বরকে ধন্যবাদ !/ঈশ্বরের কৃপাতে !/কৃপায় → Done wonderfully !/ Of course !/ Thank God ! By God's grace ! → ডান্ ওয়াণ্ডারফুলি /অফ্ কোর্স ! /থ্যাঙ্ক গড ! /বাই গডস গ্রেস !

6. অন্যন্ত দুঃখের ব্যাপার ! / অত্যন্ত খুশির খবর ! → How sad ! / How joyful ! → হাউ স্যাড !/ হাউ জয়্ফুল !

7. ঈশ্বর তোমার মঙ্গল করুন/ঈশ্বর আপনাকেও মঙ্গল করুন ! → May God bless You ! → মে গড ব্লেস্ ইউ !

8. আপনাকেও / তোমাকেও → Same to you → সেম্ টু ইউ

9. অভূতপূর্ব বিজয় ! → What a great victory ! → হোয়াট্ এ গ্রেট ভিকট্রি !

10. এই যে !/শুনুন !/একটু তাড়াতাড়ি করুন বা তাড়াতাড়ি চলুন → Hello ! /Hurry up, please → হ্যালো !/ হারি আপ্, প্লিজ

11. কি ভীষণ ! / কি ভয়ানক ! → How terrible ! → হাউ টেরিবল্ !

12. ছিঃ অত্যন্ত পরিতাপের বিষয় → How disgraceful → হাউ ডিসগ্রেসফুল

13. প্রলাপমাত্র / অসম্ভব → How absurd / how impossible → হাউ অ্যাবসরড / হাউ ইম্পসিবল

14. কি আস্পর্ধা ! → How dare he ! → হাউ ডেয়ার হি !

15. চুপ করুন ! → Quiet please / Please keep quiet ! → কোয়ায়েট্ প্লিজ / প্লিজ কিপ্ কোয়ায়েট্ !

16. এই দিন বার বার ফিরে আসুক ! → Many happy returns of the day ! → মেনি হ্যাপি রিটার্নস্ অফ্ দ ডে !

17. কি সুন্দর ! / বেশ / খুব ভাল → How lovely ! /Very well. → হাউ লাভলি !/ভেরি ওয়েল

18. ঈশ্বরের অসীম কৃপা ! /অভিনন্দন ! → Thank God ! /Congratulations ! → থ্যাঙ্ক গড !/ কনগ্রাচুলেশনস্ !

19. ঠিকই তো ! / অদ্ভুত ! → Yes, it is ! / Wonderful ! → ইয়েস্, ইট্ ইজ ! / ওয়াণ্ডারফুল !

20. আমি জিতে গেছি ! → Hurrah ! I have won ! → হুররে, আই হ্যাভ্ ওয়ন্ !

21. আপনার সুস্বাস্থ্য কামনা করে ! → For your good health ! → ফর ইয়োর গুড্ হেলথ্ !

22. কি বাজে বকো !/ কি লজ্জার কথা ! → What nonsense ! / What a shame ! → হোয়াট ননসেন্স্ ! /হোয়াট এ শেম !

23. সর্বনাশ ! /হঠাৎ যে ! → How tragic ! / What a surprise ! → হাউ ট্র্যাজিক ! / হোয়াট এ সারপ্রাইজ !

24. ছিঃ ! / দুঃখের বিষয় ! → How disgusting  !/What a pity ! → হাউ ডিজ্ গাস্টিং ! /হোয়াট এ পিটি !

25. থামো / বলো / শোনো → Stop / Speak. /  Listen. → স্টপ্ / স্পিক / লিসন্

26. কি বুদ্ধি ! → What an idea ! → হোয়াট অ্যান আইডিয়া !

27. আসুন আসুন ! → Welcome, Sir ! → ওয়েলকাম্, স্যার !

28. আমি এই আসছি / সবে এসেছি → Just coming. → জাস্ট্ কামিং

29. ঠিক আছে → It’s fine / very good . → ইটস্ ফাইন্ / ভেরি গুড

30. আপনি যা বলেন / আপনার যেমন ইচ্ছে → As you like / As you please. → এ্যাজ ইউ লাইক /  এ্যাজ ইউ প্লিজ

31. আর কিছু [বলার আছে] ? থাক্ থাক্ যথেষ্ট হয়েছে → Anything else ? That’s enough . → এনিথিং এলস্ ? দ্যাটস্ এনাফ্

32. আমাকে সম্মান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ → Thanks for this honour. → থ্যাঙ্কস্ ফর্ দিস্ অনার

33. আচ্ছা / কেন হবেনা ? বা কেন নয় ? / একটুও না → O.K./ Why not ? / Not a bit → ও.কে./ হোয়াট নট ? / নট এ বিট্

34. আচ্ছা চলি / কাল দেখা হবে → Ta – Ta / See you tomorrow → টা – টা / সি ইউ টুমরো

35. হাঁ , হাঁ, নিশ্চয়ই → Yes, by all means.→ ইয়েস, বাই অল মিনস্

36. আর কিছুই নেই বা আর কিছু বলার নেই/তেমন বা বিশেষ কিছু নেই → Nothing more./ Nothing special.→ নাথিং মোর / নাথিং স্পেশাল

37. অনেক হয়েছে  / তাতে কি হয়েছে → Too much. / Never mind বা Doesn’t matter. → টু মাচ্ / নেভার মাইণ্ড বা ডাজন্ট ম্যাটার

38. নমস্কার / সেলাম / সত্শ্রী অকাল /সুপ্রভাত/ শুভরাত্রি ! → Good morning /after noon / evening / night → গুড্ মর্ণিং / আফটার নুন / ইভনিং / নাইট

39. কখনই নয় / একটুও নয় → No, not at all ./ Not the least → নো, নট্ অ্যাট্ অল / নট দ্য লিস্ট

40. হাঁ , মশাই / আসুন, আসুন → Yes sir / Welcome → ইয়েস, স্যার / ওয়েলকাম্

41. আমার ওপর ভরসা করতে পারেন → Rest assured. → রেস্ট্ অ্যাশিয়োরড্

42. এখানে অপেক্ষা করো / এদিকে এসো /এদিকে দেখো → Wait here. / Come here / Look here. → ওয়েট্ হিয়ার / কাম্ হিয়ার / লুক্ হিয়ার

43. এই নাও /কাছে এসো /বাইরে অপেক্ষা করো → Take it./ Come near / Wait outside. → টেক্ ইট / কাম্ নিয়ার /ওয়েট আউট্ সাইড

44. ওপরে যাও  / নীচে যাও / নেমে যাও বা নামো → Go up / Go down / Get down.→ গো আপ্ / গো ডাউন / গেট্ ডাউন

45. তৈরী হয়ে নাও → Be ready / Get ready.→ বি রেডি / গেট্ রেডি

46. আমায় জ্বালাতন কোরো না → Don’t trouble me বা Don't tease me বা Don't disturb me → ডোন্ট ট্রাবল্ মি বা ডোন্ট টিজ্ মি বা ডোন্ট ডিস্টর্ব মি

47. সাবধান → Be careful / Be cautious → বি কেয়ারফুল /  বি কশাস্

48. আস্তে আস্তে যাও → Go slowly / walk slowly.→ গো স্লোলি / ওয়াক্ স্লোলি

49. এখনই যাও / এখানে থামো → Go at once / Stop here → গো অ্যাট্ ওয়ানস্ /স্টপ্ হিয়ার

50. সোজা চলে যাও / এখান থেকে চলে যাও → Go straight / Go away বা Get out → গো স্ট্রেট / গো এ্যাওয়ে বা গেট্  আউট্

51. ভালো করে পরিষ্কার কর → Clean properly → ক্লিন প্রপারলি

52. যেয়ো না / ভুলো না / এটাকে ভেঙো না → Don’t go /Don’t forget /Don’t break it → ডোন্ট গো /ডোন্ট ফরগেট্ /ডোন্ট ব্রেক্ ইট্

53. আর একবার চেষ্টা করে দেখো  → Try again  → ট্রাই এগেন

54. শুরু করুন / ন’ড়ো না → Go ahead / Don’t move → গো এ্যাহেড্ / ডোন্ট মুভ্

55. তুমি এ কথা বলার সাহস কি করে পাও → How dare you say that → হাউ ডেয়ার ইউ সে দ্যাট !

****

 

Comments

Related Items