ইংরেজিতে কথা বলার অনুশীলন :- প্রথম পাঠ [Practice for English Speaking]
কাহারও সঙ্গে প্রথমে দেখা হলে বলতে হয়- ভোরবেলা থেকে দুপুর পর্য্যন্ত
1. সুপ্রভাত, রাম বাবু → Good morning, Rambabu → গুড্ মর্নিং, রামবাবু
2. সুপ্রভাত, বাবা → Good morning, dad → গুড্ মর্নিং, ড্যাড
3. সুপ্রভাত, মহাশয় → Good morning, sir → গুড্ মরনিং, স্যার
বেলা একটা থেকে পাঁচটা পর্য্যন্ত কাহারও সঙ্গে দেখা হলে বলতে হয়-
1. নমস্কার, শ্যামবাবু → Good afternoon, Shyam Babu → গুড্ আফটারনুন শ্যামবাবু
2. নমস্কার, বাবা → Good afternoon, Papa → গুড্ আফটারনুন, পাপা
3. কাকা, নমস্কার → Good afternoon, uncle → গুড্ আফটারনুন, কাকা
বিকেলে পাঁচটা থেকে রাত ১১টা পর্য্যন্ত কাহারও সঙ্গে দেখা হলে বলতে হয়-
1. কাকা, নমস্কার → Good evening, uncle → গুড্ ইভিনিং, কাকা
2. শ্যামবাবু, নমস্কার → Good evening, Shyam Babu → গুড্ ইভিনিং, শ্যামবাবু
3. শুভ সন্ধ্যা, সোনামনি → Good evening, my child → গুড্ ইভনিং, মাই চাইল্ড
রাত্রে বিদায় নেওয়ায় সময় বলতে হয়-
1. শুভ রাত্রি, রামবাবু → Good night, Rambabu → গুড নাইট রামবাবু
2. শুভ রাত্রি, শ্যামবাবু → Good night, Shyambabu → গুড নাইট শ্যামবাবু
3. শুভ রাত্রি, মহাশয় → Good night, Sir → গুড নাইট, স্যার
দিনে বা রাত্রে যে কোনো সময়ে বিদায় নেওয়ায় সময় বলা যায় -
1. আজকের মত তাহলে আসি, স্যার → Good day to you, Sir → গুড্ ডে টু ইউ,স্যার
যাওয়ার সময় /বা বিদায় নেওয়ার সময় বলতে হবে -
1. যাই বন্ধু /আসি বন্ধু → Good bye, friend → গুড বাই ফ্রেন্ড
2. যাচ্ছি/বিদায় ম্যাডাম → Bye, Bye Madam → বাই বাই ম্যাডাম
3. আবার দেখা হবে, স্যার → Hope to see you again → হোপ টু সি ইউ এগেন
ইংরেজিতে কথায় কথায় আপনি আজ্ঞে করার প্রচলন নেই | গুরুজনদের তুমি [you, ইউ ] বলেই সম্বোধন করা হয়ে থাকে । এতে ইংরেজি ভাষাতে শিষ্টাচারের অভাব হয় না । please [ প্লীজ ], thanks [ থ্যাঙ্কস্], Welcome [ ওয়েলকাম ], with great pleasure [ উইথ্ গ্রেট প্লেজার ], allow me [ এলাও মি ], after you [ আফটার ইউ ], sorry [ সরি ], excuse me [ একসকিউজ মী ], pardon [ পারডন্ ], no mention [ নো মেনশন্ ], It’s my pleasure [ ইটস্ মাই প্লেজার ] এই শব্দগুলো ইংরেজ ভাষায় বিনয়্শীলতার প্রতীক । সঠিক ভাবে এই শব্দ গুলির প্রয়োগের গুরুত্ব অপরিসীম ।
1. আপনার কলমটা একটু দিন → your pen, please / May I have your pen, please → ইয়োর পেন, প্লিজ/ মে আই হ্যাভ ইয়োর পেন্ প্লিজ
2. আমাকে এক গ্লাস জল দাও → A glass of water please / Give me a glass of water, please → এ গ্লাস অফ্ ওয়াটার্ প্লিজ/ গিভ্ মি এ গ্লাস্ ওয়াটার , প্লিজ
3. এখন কটা বাজে ? → Time, please/ What is the time, please ? → টাইম্ প্লিজ/ হোয়াট ইজ দা টাইম্ প্লিজ
(a) কেউ যদি আপনার জন্য নিতান্ত সামান্য একটা কাজও করে দেয়, যেমন কটা বেজেছে বলা বা বাড়ির ঠিকানা জানিয়ে দেওয়া, তবে তাঁকে thank you [ থ্যাঙ্ক ইউ] বা thanks [ থ্যাঙ্কস্ ] বলতে ভুলবেন না । এছাড়া Many, many thanks [ মেনি, মেনি থ্যাঙ্কস্ ] বা Thank you very much [ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ্ ] ও বলতে পারেন ।
(b) কেউ যদি আপনাকে কিছু দিতে চান, আর আপনি তা নিতে অনিচ্ছুক হন, তবে বলতে হবে- No, thanks [ নো, থ্যাঙ্কস্ ] ।
(c) আপনি কারও কোন সামান্য কাজ করে দিলেন আর সেই ব্যক্তি আপনাকে বললেন ‘thank you’ ,তখন আপনাকে বলতে হবে – It’s all right [ ইটস্ অল রাইট ], ঠিক আছে বা -No mention [ নো মেনশন্ ] এ আর এমন কি, অথবা - It’s fine [ ইটস্ ফাইন ] সব ঠিক আছে বা -My pleasure [ মাই প্লেজার ] আমার আনন্দ বা -You’re welcome [ ইউ আর ওয়েলকাম ] – আমি আর কি কিছু করতে পারি আপনার জন্য ? ইত্যাদি ।
(d) যদি আপনি কাউকে কোনো জিনিষ দিতে রাজি হয়ে যান তো বাংলায় বলবেন, আচ্ছা নিন | ইংরেজিতে বলবেন, With great pleasure [ উইথ্ গ্রেট প্লেজার ] ।
(e) আপনি যদি কাউকে কোনো রকমের সাহায্য করতে চান, যেমন কোন মহিলার কাছ থেকে শিশুকে কোলে নেওয়া বা কোন বৃদ্ধকে তাঁর ভারি জিনিষ বইতে সাহায্য করতে চান, তবে বলবেন – Allow me ... [ এ্যালাও মি ] – আমি কি ... করতে পারি ?
(f) বাংলাতে আমরা দুঃখ প্রকাশ করি সাধারণতঃ কোন বড় রকমের ভুল হয়ে গেলে যেমন কাউকে সময় দিয়ে অনুপস্থিত থাকা, অসময়ে কারও সাথে দেখা করতে যাওয়া, ইত্যাদি | ইংরেজিতে কথায় কথায় sorry [সরি], excuseme [এক্সকিউজ মি], pradon [ পারডন ] ইত্যাদি বলার রেওয়াজ আছে ।
[g] যদি কারও হাতে অনিচ্ছাকৃত ভাবে আপনার হাত লেগে যায় তো সঙ্গে সঙ্গে বলবেন – sorry [ সরি ]
[h] যদি রাস্তায় দুজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে থাকেন ও আপনাকে ওঁদের মধ্যে দিতে যেতে হয়, তবে বলবেন ‘ excuse me’ [ এক্সকিউজ মি ] অথবা অনেক ব্যক্তির মাঝ থেকে যদি অল্প সময়ের জন্য আপনাকে অন্যত্র যেতে হয় , তখনও বলবেন excuse me ।
[i] যদি আপনি কারও সঙ্গে ফোনে বা মুখোমুখি বসে কথা বলছেন, কিন্তু অপর ব্যক্তি কি বলছেন তা ঠিক ভাবে শুনতে পাচ্ছেন না, তখন বলতে হবে pardon [পারডন] বা I beg your pardon [ আই বেগ ইওর পারডন ] ।
[j] কারোও ঘরে ঢুকতে গেলে প্রথমে বলবেন আমি কি আসতে পারি ভেতরে ? May I Come in sir ? [ মে আই কাম্ ইন্ স্যার ? ] |
[k] ঘরের ভিতরে যিনি বসে আছেন তিনি তৎক্ষণাৎ বলবেন Certainly [ সার্টেনলি ] বা With great pleasure [ উইথ্ গ্রেট প্লেজার, অথবা of course [ অফ্ কোর্স ] | ইত্যাদি ।
1. আমি অত্যন্ত দুঃখিত → I’m very sorry → আই’ম ভেরি সরি
2. নির্দ্ধারিত সময়ে না আসতে পারার জন্য আমি দুঃখিত → I’m sorry, I couldn’t make it in time → আই’ম সরি, আই কুডন্ট মেক্ ইট ইন টাইম
3. দেরি হওয়ার জন্য মাফ চাইছি → I’m sorry, I got little late → আই’ম সরি, আই গট লিটল লেট
4. আমি সময় নিয়েও না আসতে পারার জন্য দুঃখিত → I’m sorry, I couldn’t make it that day → আই’ম সরি, আই কুডন্ট মেক্ ইট দ্যাট ডে
5. ভুল হয়ে গেছে । মাফ করবেন । → It was all by mistake. Please excuse me → ইট্ ওয়াজ অল মাই মিস্টেক্ প্লিজ এক্সকিউজ মি
6. আপনার কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা করবেন → Sorry to have disturbed you → সরি টু হ্যাভ ডিস্টারবড্ ইউ
7. মাফ্ করবেন I → I beg your pardon → আই বেগ ইওর পারডন
8. আপনি যদি অনুমতি দেন তো বলি → Allow me to say → এলাও মি টু সে
9. আপনি যদি একটু এদিকে নজর দেন → May I have your attention please → মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন্ প্লিজ
10. এ সমস্ত আপনার জন্য → It’s all yours →ইটস্ অল ইয়োরস্
11. আমি কি কিছু বলতে পারি ? → Will you please permit me to speak → উইল ইউ প্লিজ পারমিট্ মি টু স্পিক
12. আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি ? → Let me help you → লেট্ মি হেলপ্ ইউ
13. একটু সরে বসবেন স্যার ? → Will you please make a move, sir → উইল ইউ প্লিজ মেক এ মুভ, স্যার
14. একটু আস্তে বলবেন ? → Will you please speak slowly ? → উইল ইউ প্লিজ স্পিক স্লোলি ?
***