PART- B
দ্বাদশ শ্রেণি
বাংলা ‘ক’ ভাষা (নতুন পাঠক্রম)
সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে । ডানপাশে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে ।
১। ঠিক উত্তরটি নির্বাচন করো । ১ x ১৮ = ১৮
১.১ ‘এ অপরাধের প্রায়শ্চিত্ত কী’ – কোন অপরাধের কথা বলা হয়েছে –
ক) সব জেনে শুনে ঘরে বসে থাকা
খ) সব জেনে শুনেও এতকাল চারবেলা খাওয়া
গ) সব জেনে শুনে লঙ্গরখানা না খোলা
ঘ) সব শুনেও কিছু না বলা ।
১.২ ‘ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়’- একথার বক্তা হলেন –
ক) মৃত্যুঞ্জয়
খ) নিখিল
গ) টুনুর মা
ঘ) লেখক নিজে
১.৩ ‘কনকপানি’ চালের ভাত খান –
ক) বড়বাবু
খ) মেজবাবু
গ) ছোট বাবু
ঘ) পিসিমা
১.৪ ‘একসময় দাগি ডাকাত’ ছিল –
ক) ফজলু শেখ
খ) নিবারণ বাগদি
গ) করিম ফরাজি
ঘ) নকড়ি নাপিত
১.৫ ‘বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়’-
ক) পউষে বাদলা
খ) ডাওর
গ) কালবৈশাখী
ঘ) ফাঁপি
১.৬ ‘ভারতবর্ষ’ গল্পে বাজারের পিছনে আছে একটি –
ক) চায়ের দোকান
খ) ভাঙা কারখানা
গ) ইট ভাটা
ঘ) ফাঁকা মাঠ
১.৭ ‘The night is calling me’ –সংলাপটি কার লেখা –
ক) বার্নাড শ
খ) শেলী
গ) শেক্সপীয়র
ঘ) বায়রন
১.৮ রজনীকান্ত বাবু রামব্রীজকে কত টাকা ‘বক্শিস’ দিয়েছিলেন ?
ক) চার টাকা
খ) তিন টাকা
গ) দু টাকা
ঘ) এক টাকা
১.৯ ‘বহুরুপী তখন লাটে উঠবে’ – বহুরূপী একটি –
ক) বিদ্যালয়
খ) পাঠশালা
গ) নাট্যগোষ্ঠী
ঘ) গ্রাম
১.১০ ‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত...’
ক) অভাব
খ) বিভাব
গ) গীতিনাট্য
ঘ) প্রহসন
১.১১ ‘মহুয়ার দেশ’ কবিতায় রাতের নির্জন- নিঃসঙ্গতাকে আলোড়িত করে –
ক) নিশাচরের কোলাহল
খ) শিকারির পদসঞ্চার
গ) অবসন্ন মানুষের আনাগোনা
ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাস
১.১২ কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম –
ক) সোনার তরী
খ) ঝরাপালক
গ) জলপাই কাঠের এসরাজ
ঘ) সোনার মাছি খুন করেছি
১.১৩ ‘নাই যদি হয় ক্রোধ’ – ক্রোধের কারণ –
ক) দুর্নীতি
খ) ভাইয়ে ভাইয়ে লড়াই
গ) ধর্মদ্রোহীতা
ঘ) নিহত ভাইয়ের শবদেহ
১.১৪ ‘অলৌকিক’ গল্পে নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছিল –
ক) দুষ্কৃতিরা
খ) ফিরিঙ্গিরা
গ) সৈন্যরা
ঘ) আতঙ্কবাদীরা
১.১৫ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় লিমা হল –
ক) পেরুর রাজধানী
খ) চিলির রাজধানী
গ) চীনের রাজধানী
ঘ) মিশরের রাজধানী
১.১৬ বাংলা বর্নমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি –
ক) ৭ টি
খ) ৯ টি
গ) ১১ টি
ঘ)১২ টি
১.১৭ একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন –
ক) লালন
খ) রামপ্রসাদ
গ) হরু ঠাকুর
ঘ) গোবিন্দদাস
১.১৮ ভারতীয় চলচিত্রের জনক বলা হয় –
ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ) নজরুল ইসলামকে
গ) দাদা সাহেব ফালকেকে
ঘ) অমিতাভ বচ্চনকে
২। কমবেশি ২০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ১x১২=১২
২.১ ‘তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে ।’- কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল ?
উত্তরঃ
২.২ পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরনো ‘বচন’ কী ?
উত্তরঃ
২.৩ ‘সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন’ – সেটা মাথায় পড়বে কেন ?
উত্তরঃ
২.৪ ‘এই রে – পুলিশ আসছে । লাগল ঝঞ্ঝাটা ।’- পুলিশ আসছিল কেন ?
উত্তরঃ
২.৫ ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘মৃত্যুতে সকল দেনা’ কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন ?
উত্তরঃ
২.৬ ‘সুন্দর বাদামী হরিণ’ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন্ কোন্ বনে ঘুরেছিল ?
উত্তরঃ
২.৭ ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে ?
উত্তরঃ
২.৮ ‘আমি তা পারিনা’ – কে কী পারেন না ?
উত্তরঃ
২.৯ ‘...... স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব ।’ – কেন ফিলিপ কেঁদেছিল ?
উত্তরঃ
২.১০ সমাস কাকে বলে ?
উত্তরঃ
২.১১ উপসর্গ কাকে বলে ?
উত্তরঃ
২.১২ লোক- নিরুক্তি কাকে বলে ?
উত্তরঃ
২.১৩ ক্র্যানবেরি রূপমূল বলতে কী বোঝ ?
উত্তরঃ
২.১৪ মুন্ডমাল শব্দ কাকে বলে ?
উত্তরঃ
২.১৫ বিভক্তি বলতে কী বোঝ ?
উত্তরঃ
২.১৬ উপসর্গ কাকে বলে ?
উত্তরঃ
২.১৭ অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝ ?
উত্তরঃ
PART-B
দ্বাদশ শ্রেণি
বাংলা ‘ক’ ভাষা (নতুন পাঠক্রম)
সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে । ডানপাশে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে ।
৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
৩.১ ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্রটির ব্যাখ্যা দাও ।
৩.২ ‘কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে- ’- সে বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন ?
৩.৩ ‘সে সময় এলো এক বুড়ি’ – কোন সময়ের কোথা বলা হয়েছে ? বুড়িটির পরিচয় দাও ।
৩.৪ ‘হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’- কোন্ দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে ?
৩.৫ ‘তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য’ – এখানে অদ্ভুত দৃশ্যটা নিজের ভাষায় লিখ ।
৩.৬‘এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।’- বক্তা কে ? কেন বাঁচানো যায় না ব্যাখ্যা করো ।
৩.৭‘দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে,’- কে দেরি করে আপিসে আসে ? কেন সে দেরিতে আপিসে আসে ? উক্ত ঘটনায় চরিত্রের কোন দিকটি ফুটে উঠে ?
৩.৮‘নিখিল চরিত্রের প্রয়োজন ও পরিমিতি কতটা রক্ষিত হয়েছে ‘কে বাঁচে, কে বাঁচায়’ গল্প অবলম্বনে আলোচনা করো ।
৩.৯ ‘দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই জগতে ।’ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর ।
৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
৪.১ ‘কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই’ - বক্তা কে ? বক্তার এরকম মনে করার কারণ কী ? ১+৪
৪.২ ‘আমাদের দিন ফুরিয়েছে!’ – কে , কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন ? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো । ২+৩
৪.৩ ‘নানা রঙের দিন’ নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের সম্পর্কে রজনীবাবুর কী মতামত এবং কেন?
৪.৪ “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’- তারা সব গাধা”- বক্তার এই মনোভাবের কারণ কী?
৪.৫“তোমার ওই পাবলিক… কাউকে বিশ্বাস করিনা”- বক্তার বিশ্বাস না করার কারণ কী ?
৪.৬ ‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব’ নাটক ।’- এই মন্তব্যের আলোকে বিভাব কোন্ অর্থে যথার্থ নামকরণের মর্যাদা লাভ করে বলে তোমার মনে হয় , তা সংক্ষেপে আলোচনা কর ।
৪.৭ ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ?’- কোন ঘটনায় কেন লোকের হাসি পাবে ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর ।
৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
৫.১ ‘রুপনারাণের কূলে’ কবিতায় কবির এক গভীর দার্শনিক চেতনার প্রকাশ ঘটেছে – আলোচনা কর ।
৫.২ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় চিত্রিত হয়েছে একটি নিরীহ হরিণের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা, অন্যদিকে হৃদয়হীন মানুষের রসনাপ্রিয় মানসিকতা – কবিতা অনুসরণে তার পরিচয় দাও ।
৫.৩ ‘আমি কি তাকাব আকাশের দিকে ।’ কোন কবিতার অংশ ? কে আকাশের দিকে তাকাবে ? কেন তিনি আকাশের দিকে তাকাবেন ?
৫.৪ ‘কেন তবে লেখা, কেন গান গাওয়া ।’ বক্তা কোন প্রসঙ্গে বলেছেন তা ব্যাখ্যা কর ।
৫.৫ রবীন্দ্রনাথের অন্তিম জীবনের ছায়াপাত ঘটেছে ‘রূপনারানের কূলে’ কবিতায় – ব্যাখ্যা কর ।
৫.৬ ‘জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।’- বক্তা কে ? তিনি কীভাবে জেনেছিলেন ‘এ জগৎ’ স্বপ্ন নয় ?
৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
৬.১ ‘রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?’- প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা কর । ১+৪
৬.২ ‘’সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারিনি’ – বক্তা কে ? তিনি মুখে জল দিতে পারেননি কেন ? ১+৪
৬.৩ ‘কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থীব্স?’ – ‘থীব্স’ কী ? এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা কর ।
৬.৪ ‘পাতায় পাতায় জয়,
জয়োৎসবের ভোজ বানাত কারা ?’- ‘পাতায় পাতায় জয়’ কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন ? জয়োৎসবের ভোজ যারা বানাত তাদের সম্পর্কে কবির কী বক্তব্য ?
৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
৭.২ ‘... চেংমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে ।’ – চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল ? ১+৪
৭.২ ‘আমার বাংলা’ গ্রন্থ অনুসারে হাজং সমাজের যে পরিচয় আমরা পাই, তা সংক্ষেপে লিখ । ৫
৭.৩ ‘এক ফোঁটা দুধের জন্য পরের দুয়োরে হাত পাততে হয়।’- কার হাত পাততে হয় ? কেন তারা হাত পাতে?
‘পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং’ হাজং শব্দের অর্থ কী ? কেন তাদের হাজং বলা হয়?
৭.৪ ‘তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো ।’- কার দিকে হাত বাড়ানোর কথা বলা হয়েছে ? তাকে কেন এবং কীভাবে সাহায্য করতে হবে বলে লেখক মনে করেন ?
৭.৫ ‘ছাতির বদলে হাতী’ গদ্যাংশটির তাৎপর্য আলোচনা কর ।
৭.৬ ‘শহরে নাকি খুব আলো?’- এ কথা কে বলেছে ? যে ইচ্ছা প্রসঙ্গে সে একথা বলেছে তা বিবৃত করে তাঁর ইচ্ছাপূরণ না হওয়ার কারণ আলোচনা কর ।
৭.৭ সুভাষ মুখোপাধ্যায়ের ‘আমার বাংলা’ গ্রন্থের ‘ভূমিকা’ অংশটির গুরুত্ব আলোচনা কর ।
৮। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন দুটি প্রশ্নের উত্তর দাও । ৫x২=১০
৮.১ বাংলা সঙ্গীতের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা কর ।
৮.২ বাঙালীর বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান সংক্ষেপে লিখ ।
৮.৩ চলচ্চিত্রের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখ ।
৮.৪ ‘পট’ বলতে কী বোঝ ? বাঙালীর শিল্পকলার ইতিহাসে পট চিত্রের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর ।
৮.৫ ‘তথ্যচিত্র’ বলতে কী বোঝ ? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা কর ।
৮.৬ লোকক্রীড়া বলতে কী বোঝ ? তোমার এলাকায় প্রচলিত কয়েকটি লোকক্রীড়া সম্পর্কে সংক্ষেপে লিখ ।
৮.৭ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের অবদান সংক্ষেপে লিখ ।
৮.৮ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সূচিত্রা সেনের অবদান সংক্ষেপে লিখ ।
৮.৯ বাংলা সঙ্গীতের ইতিহাসে মান্না দের ভূমিকা নিরূপন কর ।
৮.১০ চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
৮.১১ বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
৯। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
৯.১ বাক্য কাকে বলে ? বাক্যের উদ্দেশ্য অংশ ও বিধেয় অংশ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও ।
৯.২ ‘তৎসম’, ‘তদ্ভব’ ও ‘অর্ধতৎসম’ শব্দ কাকে বলে ? উদাহরণ সহ বুঝিয়ে দাও ।
৯.৩ ধ্বনির আগম কয় প্রকার ও কী কী ? স্বরাগম বলতে কী বোঝ ? আদি ও মধ্য স্বরাগম উদাহরণসহ আলোচনা করো ।
৯.৪ বাক্যতত্ব কী ? বাক্যের পদক্রমে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে আলোচনা করো ।
৯.৫ বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
৯.৬ শব্দার্থের অপকর্ষ বা অবনতি বলতে কী বোঝ ? উদাহরসহ আলোচনা কর ।
৯.৭ ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ আলোচনা করো ।
৯.৮ শৈলী কী এবং কেন – আলোচনা করো ।
৯.৯ শব্দার্থের পরিবর্তনের মূল কারণগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৯.১০ বাংলা অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা কর।
৯.১১ রূপ বলতে কী বোঝ ? রূপ এবং দলের মধ্যে পার্থক্যটি বুঝিয়ে দাও ।
৯.১২ সহরূপ বলতে কী বোঝ ?’রূপমুল যদি একটি ধারনা হয়, রূপ তার বাস্তব’ বিষয়টি বুঝিয়ে দাও ।
১০। কমবেশি ৪০০ শব্দের মধ্যে যে- কোন ১ টি প্রবন্ধ রচনা করো । ১০x১=১০
১০.১ মোবাইল ফোনের ব্যবহার ও ছাত্রসমাজ ।
১০.২ পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় ।
১০.৩ পরিবেশ দূষণ ও তার প্রতিকার ।
১০.৪ সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও জাতীয় সংহতি ।
১০.৫ ছাত্রজীবনে খেলাধূলার গুরুত্ব ।
১০.৬ বর্তমান সময়ে নারীর অবস্থা ।
১০.৭ সাহিত্যিক সুনীল ।
১০.৮ বর্তমান সময়ে বিজ্ঞানের ব্যবহার ।
১০.৯ গণমাধ্যম ।