অন্নদাশঙ্কর রায়
মার্চ ১৫, ১৯০৪ - অক্টোবর ২৮, ২০০২
অন্নদাশঙ্কর রায়, একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। তিনি একজন বিখ্যাত ছড়াকারও। অন্নদাশঙ্কর রায় সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬২), আনন্দ পুরস্কার (দুইবার-১৯৮৩, ১৯৯৪), বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার (১৯৯৫), রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জেবুন্নিসা পুরস্কার লাভ করেন ।
উপন্যাস
যার যেথা দেশ
অজ্ঞাতবাস
কলঙ্কবতী
দুঃখমোচন
মর্ত্যের স্বর্গ
অপসারন
আগুন নিয়ে খেলা
অসমাপিকা
পুতুল নিয়ে খেলা
না
কন্যা
প্রবন্ধ
তারুন্য
আমরা
জীবনশিল্পী
একহারা
জীয়নকাঠি
দেশিকালপাত্র
প্রত্যয়
নতুন করে বাঁচা
আধুনিকতা
ছোটগল্প
প্রকৃতির পরিহাস
দু কান কাটা
হাসন শখী
মন পাহন
যৌবন জ্বালা
কামিনি কাঞ্চন
রুপের দায়
গল্প