রক্ত তঞ্চন (Blood Coagulation)
সংজ্ঞা - যে প্রক্রিয়ায় রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মত পদার্থে পরিণত হয়, তাকে রক্ত তঞ্চন বলে ।
সময়কাল - 3-8 মিনিট
রক্ত তঞ্চন পদ্ধতি
প্রাণীদেহে রক্ত তঞ্চন পদ্ধতিটি নিম্ন আলোচনা করা হল
যখন রক্তপাত ঘটে তখন ওই কাটা স্থান এবং ভাঙা অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাসটিন নিঃসৃত হতে থাকে ।
ক্ষত অংশের কলাকোষ + ভাঙা অণুচক্রিকা থ্রম্বোপ্লাসটিন
এই থ্রম্বোপ্লাসটিন রক্তের প্রোথ্রমবিন ও ক্যালসিয়াম আয়নকে থ্রমবিনে পরিণত করে ।
প্রোথ্রমবিন + ক্যালসিয়াম আয়নক + ভিটামিন K + থ্রম্বোপ্লাসটিন থ্রমবিন
থ্রনবিন রক্তস্থিত ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিনে পরিণত হয় । ফাইব্রিন ঘন জালকের আকারে রক্তকণিকা গুলিকে আবদ্ধ করে; ফলে রক্ত জমাট বেঁধে যায় ।
থ্রমবিন + ফাইব্রিনোজেন +ক্যালসিয়াম আয়ন + ভিটামিন K ফাইব্রিন ( তঞ্চন )
রক্ত তঞ্চন বিরোধী পদার্থ
রক্তে অবস্থিত হেপারিন জোঁকের দেহে অবস্থিত হিরুডিন, এছাড়া কৃতিম অ্যান্টিকোয়াগুলেন্ট সোডিয়াম অক্সালেট, পটাসিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট ইত্যাদি ।
রক্ত বাহে রক্ত তঞ্চিত হয় না কেন ?
রক্ত বাহে রক্ত তঞ্চিত না হওয়ার কারণ
১৷ রক্তে রক্ত তঞ্চক রোধক পদার্থ হেপারিন থাকে ।
২৷ রক্ত বাহের অন্তঃপ্রাচীর মসৃন হওয়ায় অণুচক্রিকার ভাঙন ঘটে না, ফলে থ্রম্বোপ্লাসটিন নিঃসৃত হয় না ।
৩৷ রক্ত বাহে অবিরাম রক্ত স্রোত থাকে ।
*****
- 16867 views