লেন্স কর্তৃক আলোর প্রতিসরণ এবং ফোকাসিং ক্রিয়া (Refraction of light by lens and focusing action)
একটি উত্তল কিংবা অবতল লেন্সকে কয়েকটি ছোটো ছোটো খন্ডিত প্রিজমের সমষ্টি বলে মনে করা যেতে পারে । উত্তল লেন্সের ক্ষেত্রে এই প্রিজমগুলির ভূমি লেন্সের কেন্দ্রের দিকে অভিমুখী এবং লেন্সের কেন্দ্র থেকে যে প্রিজমটি যত দূরবর্তী তার প্রতিসারক কোণ তত বেশি । আবার আলোকরশ্মি কাচের প্রিজমের ভিতর দিয়ে গেলে ভূমির দিকে বেঁকে যায় এবং যে প্রিজমের প্রতিসারক কোণ যত বেশি তার ক্ষেত্রে আপতিত রশ্মির চ্যুতিও তত বেশি । তাই উত্তল লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হলে সমান্তরাল রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং একটি বিন্দুতে মিলিত হয় । একেই লেন্সের ফোকাসিং ক্রিয়া বলে । এজন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় ।
এইভাবে অবতল লেন্সে প্রিজমগুলির ভূমি লেন্সের কেন্দ্র থেকে বিপরীত দিকে থাকে । এক্ষেত্রে রাশ্মিগুলির চ্যুতি বিপরীত হবে । ফলে সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসৃত হওয়ার পর মনে হবে যেন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে অর্থাৎ, সমান্তরাল রশ্মিগুচ্ছ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে । এজন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় ।
দ্রষ্টব্য : লেন্সের চারপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হলে, উত্তল ও অবতল লেন্সের ওপরে বর্ণিত ক্রিয়া উল্টে যাবে— অর্থাৎ উত্তল লেন্স অপসারী এবং অবতল লেন্স অভিসারী হবে । সুতরাং উত্তল লেন্স মাত্রই অভিসারী আর অবতল লেন্স মাত্রই অপসারী হবে— একথা ঠিক নয় । লেন্সের অপসারী ও অভিসারী হওয়ার ক্ষমতা লেন্সের পারিপার্শ্বিক মাধ্যমের ওপর নির্ভর করে ।
*****
- 2730 views