চুম্বক
চৌম্বক পদার্থ কাকে বলে দুটি চৌম্বক পদার্থের নাম লেখ যেটি অসম্ভব পদার্থের নাম লেখ চুম্বক এর ইংরেজি নাম ম্যাগনেট খোলো কেন স্বাধীনভাবে ঝুলে থাকে একটি চুম্বক কোন দিক বরাবর তাকে চুম্বকের নির্দেশক গুলি নির্দেশ ধর্ম কি ধর্ম কাকে বলে সমুদ্রের কোন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবথেকে বেশি হয় চুম্বকের যে জায়গায় আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম তাকে কি বলে সম্বোধন চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখ একটি চুম্বক এর উত্তর মেরুর কাছে অপর একটি চুম্বক এর উত্তর মেরু করলে কি ঘটবে একটি লোহার টুকরো একটি শক্তিশালী যুবকের কাছে আনলে সাময়িকভাবে একটি চুম্বকের মত আচরণ করে এটি চুম্মা কোন ধর্মের জন্য হয় আকর্ষণ ও আবেশ এর মধ্যে কোনটি করার পূর্বে ঘটে তোমার কষ্টগুলো করা হলো মোট কটা মেরু তৈরি হবে একটা চুম্বক কে সমান পাঁচটি টুকরো করা হলে কটা মেরু তৈরি হবে একটি মেরু বিশিষ্ট চুম্বক কি সম্ভব তড়িৎ চুম্বক তৈরি করতে কি কি লাগে এটিএম কার্ড এ কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয় ইলেকট্রিক কলিংবেলে কোন জাতীয় চুম্বক ব্যবহৃত হয় অ্যালেন বিকিরণ বলয় কোথায় তৈরি হয় মহাজাগতিক রশ্মি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া-প্রতিক্রিয়ার জন্য মেরু অঞ্চলে কি সৃষ্টি হয়
- 514 views