সিংহল (Srilanka) : ভারতের মতো সিংহল দ্বীপটিও ব্রিটিশদের উপনিবেশ ছিল । পরে ব্রিটিশ কমনওয়েলথ -এর সদস্য হিসেবে সিংহল প্রথমে ডোমিনিয়ান স্ট্যাটাস বা স্বশাসিত রাষ্ট্রের মর্যাদা লাভ করে । ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে সিংহল স্বাধীনতা আইন পাশ হয় এবং ১৯৪৮ খ্রিস্টাব্দের ৪ঠা ফেব্রুয়ারি সিংহল স্বাধীনতা লাভ করে । সিংহলের নতুন নাম হয় শ্রীলঙ্কা । সেনানায়েক শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন ।
*****
- 526 views