ছোটো প্রশ্ন ও উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বরাজনীতি
প্রশ্ন:- জাতিসংঘের প্রতিষ্ঠা কবে হয় ?
উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দের জানুয়ারী মাসে জাতিসংঘের প্রতিষ্ঠা হয় ।
প্রশ্ন:- আটলান্টিক সনদ আইন কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ই অগাস্ট তারিখে আটলান্টিক সনদ আইন স্বাক্ষরিত হয়।
প্রশ্ন:- আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয় ?
উত্তর:- আটলান্টিক মহাসাগরে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়।
প্রশ্ন:- ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ।
প্রশ্ন:- রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠনে কোন কোন দেশের বিশেষ ভুমিকা ছিল ?
উত্তর:- রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের বিশেষ ভুমিকা ছিল ।
প্রশ্ন:- ইউ.এন.ও (UNO) চার্টার কবে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪শে অক্টোবর ইউ.এন.ও (UNO) চার্টার কার্যকর হয়।
প্রশ্ন:- 'সম্মিলিত জাতিপুঞ্জ দিবস' বছরের কোন দিন উদযাপিত হয় ?
উত্তর:- ২৪শে অক্টোবর 'সম্মিলিত জাতিপুঞ্জ দিবস' উদযাপিত হয়।
প্রশ্ন:- সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ?
উত্তর:- নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ।
প্রশ্ন:- আন্তর্জাতিক বিচারশালা কোথায় অবস্থিত ?
উত্তর:- নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারশালা অবস্থিত ।
প্রশ্ন:- আন্তর্জাতিক আদালতের কাজ কী ?
উত্তর:- আন্তর্জাতিক আদালতের কাজ হল আন্তর্জাতিক আইনের পরিপেক্ষিতে বিভিন্ন দেশের মধ্যে বিরোধের মিমাংসা করা ।
প্রশ্ন:- কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ?
উত্তর:- ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ।
প্রশ্ন:- জাতিপুঞ্জের সাধারণসভা কাদের নিয়ে গঠিত ?
উত্তর:- জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের (বর্তমানে ১৯১) নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণসভা গঠিত ।
প্রশ্ন:- জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ?
উত্তর:- জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫ জন ।
প্রশ্ন:- কোন কোন দেশ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ প্রজাতন্ত্র, ব্রিটেন, ফ্রান্স, ও চিন —এই পাঁচটি দেশ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ।
প্রশ্ন:- জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ মোট ক'টি রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে গঠিত ?
উত্তর:- ৫টি স্থায়ী সদস্য ও ১০ টি অস্থায়ী সদস্য মোট ১৫ টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ গঠিত ।
প্রশ্ন:- রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রাষ্ট্রসংঘের সদর দপ্তর অবস্থিত ।
প্রশ্ন:- 'ঠান্ডা যুদ্ধ' কথাটি কার উক্তি ?
উত্তর:- 'ঠান্ডা যুদ্ধ' কথাটি ওয়াল্টার লিপম্যান -এর উক্তি ।
প্রশ্ন:- ১৯৪৫ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়ে ঠান্ডা যুদ্ধের স্নায়ুকেন্দ্র কোথায় ছিল ?
উত্তর:- ১৯৪৫ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়ে ঠান্ডা যুদ্ধের স্নায়ুকেন্দ্র ছিল ইউরোপ মহাদেশে ।
প্রশ্ন:- রাশিয়ার আগ্রাসী কার্যকলাপকে 'লৌহ যবনিকার আচ্ছাদন' কে বলেন ?
উত্তর:- ব্রিটিশ রাষ্ট্রনীতিবিদ ও প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল রাশিয়ার আগ্রাসী কার্যকলাপকে বলেন 'লৌহ যবনিকার আচ্ছাদন' ।
প্রশ্ন:- 'ট্রুম্যান তত্ত্ব' কাকে বলা হয় ?
উত্তর:- দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তীকালে সোভিয়েত আগ্রাসনকে প্রতিহত করার জন্য মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের নীতিকে 'ট্রুম্যান তত্ত্ব' বলা হয়
প্রশ্ন:- মার্শাল পরিকল্পনা কাকে বলা হয় ?
উত্তর:- সাম্যবাদকে প্রতিহত করার জন্য ট্রুম্যান তত্ত্বকে অর্থনৈতিক দিক থেকে প্রয়োগ করার জন্য মার্শাল উদ্ভাবিত মার্কিন নীতিকে মার্শাল পরিকল্পনা বলা হয় ।
প্রশ্ন:- চার্চিল কে ছিলেন ?
উত্তর:- চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ।
প্রশ্ন:- দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ?
উত্তর:- দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা ।
প্রশ্ন:- শ্রীলঙ্কা কবে স্বাধীনতা অর্জন করে ?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জন করে ।
প্রশ্ন:- ব্রহ্মদেশ কবে স্বাধীনতা লাভ করে ?
উত্তর:- ১৯৪৮ খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ স্বাধীনতা লাভ করে ।
প্রশ্ন:- ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ?
উত্তর:- ১৯৪৯ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে ।
প্রশ্ন:- ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তর:- ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন ডঃ সুকর্নো ।
প্রশ্ন:- ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:- ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ সুকর্নো ।
প্রশ্ন:- উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট রাষ্ট্র কবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট রাষ্ট্র আন্তর্জাতিক স্বীকৃতি পায় ।
প্রশ্ন:- ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন ?
উত্তর:- ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন ডঃ হো-চি-মিন ।
প্রশ্ন:- ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক কে ছিলেন ?
উত্তর:- ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন ডঃ হো-চি-মিন ।
প্রশ্ন:- ভিয়েতনাম কবে ঐক্যবদ্ধ রাষ্ট্রের মর্যাদা পায় ?
উত্তর:- ১৯৭৬ খিস্টাব্দে ভিয়েতনাম ঐক্যবদ্ধ রাষ্ট্রের মর্যাদা পায় ।
প্রশ্ন:- কোরিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দে কোরিয়ার যুদ্ধ শুরু হয় ।
প্রশ্ন:- কার নেতৃত্বে চিনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- মাও-সে-তুঙের নেতৃত্বে চিনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- চিনে কমিউনিস্ট সরকার কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৯ খ্রিস্টাব্দে চিনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৭ জুলাই পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় ।
প্রশ্ন:- আলজিরিয়া কবে স্বাধীনতার লাভ করে ?
উত্তর:- ১৯৬২ খ্রিস্টাব্দে আলজিরিয়া স্বাধীনতার লাভ করে ।
প্রশ্ন:- আলজিরিয়া কার কাছ থেকে স্বাধীনতার অধিকার পায় ?
উত্তর:- আলজিরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতার অধিকার পায় ।
প্রশ্ন:- রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয় ?
উত্তর:- রাশিয়ায় লেলিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয় ।
প্রশ্ন:- রাশিয়ায় কবে সাম্যবাদী সরকারের অবলুপ্তি হয় ?
উত্তর:- ১৯৯১ খ্রিস্টাব্দে রাশিয়ায় সাম্যবাদী সরকারের অবলুপ্তি হয় ।
প্রশ্ন:- স্টালিন কে ছিলেন ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার কমিউনিস্ট রাষ্ট্রপ্রধান ছিলেন স্টালিন ।
প্রশ্ন:- কোন বছরকে 'আফ্রিকার বৎসর" বলা হয় ?
উত্তর:- ১৯৬০ খ্রিস্টাব্দকে 'আফ্রিকার বৎসর" বলা হয় ।
প্রশ্ন:- জোট-নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হলেন জোট-নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা ।
প্রশ্ন:- আনুষ্ঠানিকভাবে বিশ্বে কবে জোট-নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় ?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বান্দুং সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বে জোট-নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় ।
প্রশ্ন:- জোট-নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় হয়েছিল ?
উত্তর:- ১৯৬১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট-নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ।
প্রশ্ন:- ভারতের জোট-নিরপেক্ষ পররাষ্ট্রনীতির মূল কথা কী ?
উত্তর:- ভারতের জোট-নিরপেক্ষ পররাষ্ট্রনীতির মূল কথা হল —গতিশীল জোট নিরপেক্ষ ।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালত ক’জন বিচারপতিকে নিয়ে গঠিত ?
উত্তর : আন্তর্জাতিক আদালত ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত ।
প্রশ্ন : জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তর : জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি।
প্রশ্ন : আটলান্টিক চার্টার (সনদ) কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর : ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট আটলান্টিক চার্টার (সনদ) স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন : আটলান্টিক চার্টার (সনদ) কোথায় স্বাক্ষরিত হয় ?
উত্তর : আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধজাহাজে আটলান্টিক চার্টার (সনদ) স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন : আটলান্টিক চার্টার (সনদ) কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল -এর মধ্যে আটদফা সুত্র সম্বলিত আটলান্টিক চার্টার (সনদ) স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন : সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য কারা ?
উত্তর : সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্যদেশ ‘সাধারণ সভার’ সদস্য ।
প্রশ্ন : ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে জনপ্রিয় করে তোলেন ?
উত্তর : মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ঠান্ডা লড়াই কথাটিকে সর্বপ্রথম জনপ্রিয় করে তোলেন ।
প্রশ্ন : কোন দুটি দেশ ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন ?
উত্তর : ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েট ইউনিয়ন ।
প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ।
প্রশ্ন : জোট নিরপেক্ষ নীতির প্রধান তত্ত্ব উল্লেখ কর ।
উত্তর : জোট নিরপেক্ষ নীতির প্রধান তত্ত্ব হল পৃথিবীর সমস্ত শক্তিজোটের সঙ্গে ‘সম-বন্ধুত্ব ও সম-দুরত্বের নীতি’ বজায় রাখা ।
প্রশ্ন : মার্শাল টিটো কে ছিলেন ?
উত্তর : মার্শাল টিটো ছিলেন যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ও জোট নিরপেক্ষ আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেতা ।
*****
- 9563 views