প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি
ছোটো প্রশ্ন ও উত্তর ( Short questions and answers) -
১) প্রশ্ন:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য কী কী ছিল ?
উত্তর:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য ছিল (১) বিভিন্ন রকম মসলা এবং (২) মসলিন বস্ত্র ।
২) প্রশ্ন:- মৌর্যযুগে প্রধান অভ্যন্তরীণ জলপথ কী কী ছিল ?
উত্তর:- গঙ্গা, যমুনা, গোদাবরী ও সিন্ধুনদ ছিল মৌর্যযুগের প্রধান অভ্যন্তরীণ জলপথ ।
৩) প্রশ্ন:- মৌর্যযুগে স্থল নিয়ামক কাকে বলা হত ?
উত্তর:- স্থলপথে বণিকদের পথ দেখাবার জন্য এক শ্রেণির সরকারি কর্মচারীকে মৌর্যযুগে স্থল নিয়ামক বলা হত ।
৪) প্রশ্ন:- মৌর্যোত্তর যুগের কোন শিলালিপি থেকে তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ?
উত্তর:- নাসিক গুহালিপি থেকে মৌর্যোত্তর যুগের তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ।
৫) প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন যুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ?
উত্তর:- প্রাচীন ভারতের গুপ্তযুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ।
৬) প্রশ্ন:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় কি বলা হয়েছে ?
উত্তর:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় ব্রাত্য ক্ষত্রিয় বলা হয়েছে ।
৭) প্রশ্ন:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি কোন শ্রেণির মানুষ ছিল ?
উত্তর:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি ইউ-চি নামে যাযাবর শ্রেণির মানুষ ছিল ।
৮) প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের পরে ভারতীয় সমাজে নারীর মর্যাদা কেমন ছিল ?
উত্তর:- পরবর্তী বৈদিকযুগের পর থেকে ভারতীয় সমাজে নারীর মর্যাদা ক্রমশ কমতে থাকে ।
৯) প্রশ্ন:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা কোন সময় থেকে চালু হয় ?
উত্তর:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা পরবর্তী বৈদিকযুগের পর থেকে চালু হয় ।
১০) প্রশ্ন:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল ?
উত্তর:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম ছিল বঙ্গ, কাশী, কঙ্কোন ও মহীশূর ।
১১) প্রশ্ন:- গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ?
উত্তর:- গুপ্তযুগে ভারতবর্ষের বস্ত্রশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ।
১২) প্রশ্ন:- অশ্বঘোষ কে ছিলেন ?
উত্তর:- অশ্বঘোষ ছিলেন কুষাণযুগের প্রখ্যাত নাট্যকার ।
১৩) প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ?
উত্তর:- কুষাণ রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ।
১৪) প্রশ্ন:- কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ?
উত্তর:- গুপ্তযুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ।
১৫) প্রশ্ন:- বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ।
১৬) প্রশ্ন:- হরিচরিত কাব্য কে রচনা করেন ?
উত্তর:- চতুর্ভুজ হরিচরিত কাব্য রচনা করেন ।
১৭) প্রশ্ন:- অতীশ দীপঙ্কর কে ছিলেন ?
উত্তর:- অতীশ দীপঙ্কর ছিলেন একজন জগৎবিখ্যাত পন্ডিত, বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা ।
১৮) প্রশ্ন:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হল আর্যভট্ট ।
১৯) প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হল সেন রাজা বল্লালসেন ।
২০) প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ কোন যুগে রচিত হয়েছিল ?
উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ সেনযুগে কোন যুগে রচিত হয়েছিল ।
২১) প্রশ্ন:- মৃচ্ছকটিক কে রচনা করেন ?
উত্তর:- কুষাণযুগের নাট্যকার শূদ্রক মৃচ্ছকটিক রচনা করেন ।
২২) প্রশ্ন:- স্বপ্নবাসবদত্তা নাটকটি কে রচনা করেন ?
উত্তর:- স্বপ্নবাসবদত্তা নাটকটি ভাস রচনা করেন ।
২৩) প্রশ্ন:- কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কী উপাধিতে ভূষিত হয়েছিল ?
উত্তর:- কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধিতে ভূষিত হয়েছিল ।
২৪) প্রশ্ন:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম হল বসুবন্ধু ।
২৫) প্রশ্ন:- কোন ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ?
উত্তর:- পালযুগের মাগধী অপভ্রংশ ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ।
২৬) প্রশ্ন:- লক্ষ্মণসেনের সভাকবির নাম কী ?
উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নাম জয়দেব ।
২৭) প্রশ্ন:- গীতগোবিন্দ কে রচনা করেন ?
উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নাম জয়দেব গীতগোবিন্দ রচনা করেন ।
২৮) প্রশ্ন:- পালযুগে বৌদ্ধধর্মের কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ?
উত্তর:- পালযুগে বৌদ্ধধর্মের সহজযান বা সহজিয়া মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ।
২৯) প্রশ্ন:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কী ?
উত্তর:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল মগধে প্রতিষ্ঠিত বিক্রমশীলা মহাবিহার ।
৩০) প্রশ্ন:- পাল যুগের একজন ভাস্করের নাম লেখো ?
উত্তর:- পাল যুগের একজন ভাস্করের নাম ধীমান ।
৩১) প্রশ্ন:- কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ?
উত্তর:- পল্লব রাজা নরসিংহবর্মনের আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ।
৩২) প্রশ্ন:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম লেখো ?
উত্তর:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম ইলোরার কৈলাসনাথ মন্দির ।
৩৩) প্রশ্ন:- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা হল বিলহণ ।
৩৪) প্রশ্ন:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর কোন রচনার জন্য খ্যাত ?
উত্তর:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থ রচনার জন্য খ্যাত ।
৩৫) প্রশ্ন:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা কে ?
উত্তর:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা হল বিজ্ঞানেশ্বর ।
৩৬) প্রশ্ন:- বিক্রমশীলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- বিক্রমশীল উপাধিধারী পাল রাজা ধর্মপালের নাম অনুসারে বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠিত হয় ।
৩৭) প্রশ্ন:- সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
উত্তর:- সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিত গ্রন্থের লেখক ।
৩৮) প্রশ্ন:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কী ?
উত্তর:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত ।
৩৯) প্রশ্ন:- বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তর:- সেনরাজা বল্লালসেন বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন করেন ।
৪০) প্রশ্ন:- মহাবলীপুরমের রথ কী ?
উত্তর:- মহাবলীপুরমের রথ হল পল্লবযুগে মামল্ল শিল্পরীতি অনুসরণ করে একটি পাথর কেটে নির্মিত রথাকৃতি মন্দির ।
৪১) প্রশ্ন:- দায়ভাগ কে রচনা করেন ?
উত্তর:- জীমুতবাহন দায়ভাগ রচনা করেন ।
৪২) প্রশ্ন:- প্রাচীন ভারতের কবি ভারবী তাঁর কোন রচনার জন্য খ্যাত ?
উত্তর:- কবি ভারবী তাঁর কিরাতার্জুনীয় গ্রন্থ রচনার জন্য খ্যাত ।
৪৩) প্রশ্ন:- চরক কে ছিলেন ?
উত্তর:- চরক ছিলেন কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ।
৪৪) প্রশ্ন:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ?
উত্তর:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ হল চরক-সংহিতা ।
৪৫) প্রশ্ন:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা হল চরক ।
৪৬) প্রশ্ন:- ধন্বন্তরী কে ছিলেন ?
উত্তর:- ধন্বন্তরী ছিলেন গুপ্তযুগের একজন চিকিৎসা বিজ্ঞানী ।
৪৭) প্রশ্ন:- অদ্বৈতবাদ কে প্রচার করেছিলেন ?
উত্তর:- জগৎগুরু শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেছিলেন ।
৪৮) প্রশ্ন:- পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম কী ?
উত্তর:- পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয় ।
৪৯) প্রশ্ন:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম হল আর্যভট্ট ও বরাহমিহির ।
৫০) প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন গ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ?
উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ।
৫১) প্রশ্ন:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্টের লেখা ।
৫২) প্রশ্ন:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম লেখো ?
উত্তর:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হল হস্তায়ুর্বেদ এবং অশ্বশাস্ত্র ।
*****
- 8077 views