উদাহরণ ১৩৷ (১) k এর যে সব মানের জন্য x2−kx−21=0 এবং x2−3kx+35=0 সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকবে তা নির্ণয় কর। [H.S ‘87]
(২) প্রমান করো যে, x2+px+qr=0 এবং x2+qx+pr=0(p≠q,r≠0) সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকলে p+q+r=0 [H.S ‘99]
সমাধানঃ (১) মনে করি α হল x2−kx−21=0 এবং x2−3kx+35=0 সমীকরণ দুটির একটি সাধারণ বীজ।
অতএব
α2−kα−21=0→(1)α2−3kα+35=0→(2)(1)−(2)2kα−56=0⇒2kα=56⇒kα=28→(3)
kα- এর মান (1) নং সমীকরণে বসিয়া পাই
α2−28−21=0⇒α2−49=0⇒α=±7
অতএব k -এর মান গুলি হবে
kα=28⇒k=28α=28±7=±4
(২)মনে করি α হল x2+px+qr=0 এবং x2+qx+pr=0(p≠q,r≠0) সমীকরণ দুটির একটি সাধারণ বীজ।
তাহলে আমরা পাই
α2+pα+qr=0→(1)α2+qα+pr=0→(2)(1)−(2)(p−q)α+(q−p)r=0⇒α=r→(3)
α=r (1) নং সমীকরণে বসিয়ে পাই
r2+pr+qr=0⇒p+q+r=0(proved)