উদাহরণ ১২৷ a,b,c বাস্তব হলে প্রমান করো যে , 1x−a+1x−b+1x−c=0 সমীকরণের বীজগুলি সর্বদা বাস্তব এবং a=b=c না হলে বীজ দুটি সমান হতে পারে না। [Jt. Ent. ‘86]
সমাধানঃ সমীকরণটি হল
1x−a+1x−b+1x−c=0⇒(x−a)(x−b)+(x−b)(x−c)+(x−c)(x−a)=0⇒x2−x(a+b)+ab+x2−x(b+c)+bc+x2−x(c+a)+ca=0⇒3x2−x(a+b+b+c+c+a)+ab+bc+ca=0⇒3x2−2x(a+b+c)+ab+bc+ca=0→(1)
(1) নং সমীকরণের নিরূপক হল
4(a+b+c)2−4×3(ab+bc+ca)=4(a2+b2+c2+2ab+2ac+2bc)−12(ab+bc+ca)=4(a2+b2+c2)−4(ab+bc+ca)=4(a2+b2+c2−ab−bc−ca)=2(2a2+2b2+2c2−2ab−2bc−2ac)=2[(a2−2ab+b2)+(b2−2bc+c2)+(c2−2ca+a2)]=2[(a−b)2+(b−c)2+(c−a)2]→(1)=0
অতএব দেখা যাচ্ছে নিরূপকের মান ধনাত্মক। সুতরাং সমীকরণের বীজ গুলি সর্বদা বাস্তব হবে।
যদি a=b=c হয় তবে (1) নং থেকে পাই
2[(a−b)2+(b−c)2+(c−a2)]=2[(a−a)2+(b−b)2+(c−c)2]=0
তাহলে নিরূপকের মান শূন্য হবে। সুতরাং a=b=c হলে বীজ দুটি সমান হবে, না হলে হবে না।