উদাহরণ ১১৷ দেখাও যে a(b−c)x2+b(c−a)x+c(a−b)=0 সমীকরণের বীজ দুটি সমান হলে 1a,1b,1c সামান্তর প্রগতিতে থাকবে। [H.S ‘96]
সমাধানঃ
মনে করি
p=a(b−c),q=b(c−a),r=c(a−b)p+q+r=a(b−c)+b(c−a)+c(a−b)⇒p+q+r=ab−ac+bc−ab+ca−cb⇒p+q+r=0⇒p+r=−q→(1)
নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে
px2+qx+r=0→(2)
(2) নং সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত হল নিরূপকটির মান যদি শূন্য হয়।
অতএব
q2−4pr=0⇒{−(p+r)}2−4pr=0[by(1)]⇒(p+r)2−4pr=0⇒(p−r)2=0⇒p=r⇒a(b−c)=c(a−b)⇒ab−ac=ac−bc⇒ab+bc=2ac⇒1a+1c=2b(proved)