MCQ for Misc Exam - Geography of India with special reference to West Bengal Set - II

Submitted by administrator on Mon, 01/11/2016 - 14:53

Sample Questions Paper - III for WBCS Main Exam [ Practice Set - XIII based on Geography of India with special reference to West Bengal]

1.  ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ?

(ক) জল বিদ্যুৎ       (খ) তাপ বিদ্যুৎ        (গ) ডিজেল চালিত বিদ্যুৎ        (ঘ) পারমাণবিক বিদ্যুৎ

 

2.  জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে  ?

(ক) ১৯৪৫ সালে        (খ) ১৯৫০ সালে         (গ) ১৯৭৩ সালে         (ঘ) ১৯৭৫ সালে

 

3.  ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?

(ক) কর্ণাটকের শিবসমুদ্রম        (খ) দার্জিলিং-এর সিদ্রাপং        (গ) হিমাচলপ্রদেশের বয়রা শিউল         (ঘ) উত্তর প্রদেশের রিহান্দ

 

4.  ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল ?

(ক) ১৮৩০, তামিলনাড়ুর পোর্টোনোভা         (খ) ১৮৮৪, কুলটি        (গ) ১৯০৮,  জামসেদপুর        (ঘ) ১৯১৮, বার্নপুর

 

5.  বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় গড়ে তোলা হয়েছে ?

(ক) জার্মানী        (খ) পূর্বতন সোভিয়েত ইউনিয়্ন         (গ) ফ্রান্স        (ঘ) ব্রিটেন

 

6.  ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?

(ক) TISCO জামসেদপুর        (খ) IISCO কুলটি ও বার্নপুর         (গ) ভদ্রাবতী        (ঘ) কোনটিই নয়

 

7.  রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?

(ক) সোভিয়েতইউনিয়ন        (খ) ব্রিটেন         (গ) পশ্চিম জর্মানী        (ঘ) ফ্রান্স

 

8.  ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি  কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?

(ক) পূর্বতন সোভিয়েত ইউনিয়ন          (খ) ব্রিটেন         (গ) জার্মানী        (ঘ) ফ্রান্স

 

9.  ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ?

(ক) পশ্চিমবঙ্গের টেক্সম্যাকো

(খ) তামিলনাড়ুর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী

(গ) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াকর্স

(ঘ) ব্যাঙ্গালোরের ভারত আর্থ মুভারস

 

10.  ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?

(ক) তামিলনাড়ুর পেরাম্বুর        (খ) উত্তরপ্রদেশের বারাণসী        (গ) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন         (ঘ) ঝাড়খণ্ডের জামসেদপুর

 

11. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?

(ক) তামিলনাড়ুর পেরাম্বুর        (খ) উত্তরপ্রদেশের বারাণসী        (গ) ঝাড়খণ্ডের জামসেদপুর        (ঘ) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন

 

12.  পশ্চিমবঙ্গের ‘জেসপ এ্যান্ড কোং’ নাম সরকারী সংস্থায় কী তৈরী হয় ?

(ক) বিমানপোত্        (খ) মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি         (গ) জাহাজ নির্মাণের সামগ্রী          (ঘ) মোটর গাড়ি

 

13. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ?

(ক) বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড

(খ) কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড শিপ ইয়ার্ড ইঞ্জিনিয়ার্স

(গ) কোচিনের কোচিন শিপ ইয়ার্ড

(ঘ) মুম্বাই-এর মাজাগাঁও ডক

 

14. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ?

(ক) আহমেদাবাদ         (খ) বিজয়ওয়াড়া         (গ) ঘুসুড়ি        (ঘ) হুগলী

 

15.  কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় ?

(ক) নাগপুর        (খ) বরোদা         (গ) আহমেদাবাদ        (ঘ) সুরাট

 

16.  ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?

(ক) পশ্চিমবঙ্গ        (খ) গুজরাট         (গ) তামিলনাড়ু         (ঘ) গোয়া

 

17.  ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?

(ক) অন্ধ্রপ্রদেশের গুন্টুরে        (খ) ত্রিপুরার অরুন্ধতীতে        (গ) পশ্চিমবঙ্গের রিষড়ায়         (ঘ) আসামের শিলাঘাটে

 

18.  প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরকে তার জনসংখ্যা কত ?

(ক) ৫০ হাজারের বেশী কিন্তু ১ লক্ষের কম

(খ) ১ লক্ষের বেশী

(গ) ২০ হাজারের বেশী কিন্তু ৫০ হাজারের কম

(ঘ) ১০ হাজারের বেশী কিন্তু ২০ হাজারের কম

 

19.  মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা -

(ক) ৫ লক্ষের বেশী         (খ) ১০ লক্ষের বেশী        (গ) ১৫ লক্ষের বেশী        (ঘ) ২০ লক্ষের বেশী

 

20.  ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?

(ক) নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা

(খ) জওহরলাল নেহেরু আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই

(গ) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী

(ঘ) মীনম্ব্ক্কম আন্তর্জাতিক বিমানবন্দর, মাদ্রাজ

 

21.  ‘ভারতের প্রবেশ দ্বার’ বলা হয় কোন শহরকে ?

(ক) কলকাতা       (খ) দিল্লী       (গ) ব্যাঙ্গালোর       (ঘ) মুম্বাই

 

22.  ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ?

(ক) কলকাতাকে        (খ) দিল্লীকে        (গ) ব্যাঙ্গালোরকে        (ঘ) মুম্বাইকে

 

23. ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ?

(ক) কলকাতায়      (খ) মুম্বাইয়ে        (গ) হায়দ্রাবাদে        (ঘ) ব্যাঙ্গালোরে

 

24.  ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত হয় ?

(ক) ১৯০৮ সালে        (খ) ১৯০৯ সালে        (গ) ১৯১০ সালে        (ঘ) ১৯১১ সালে

 

25.  ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত ?

(ক) দিল্লীতে        (খ) কলকাতায়        (গ) হায়দ্রাবাদে        (ঘ) ব্যাঙ্গালোরে

 

26.  ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ?

(ক) আহমেদাবাদ        (খ) ব্যাঙ্গালোর        (গ) চন্ডিগড়        (ঘ) হায়দ্রাবাদ

 

27.  সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত ?

(ক) সেকেন্দ্রাবাদে         (খ) মুম্বাইয়ে         (গ) হায়দ্রাবাদে        (ঘ) চন্ডিগড়ে

 

28.  হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ?

(ক) সেকেন্দ্রাবাদ         (খ) আমেদাবাদ         (গ) ব্যাঙ্গালোর        (ঘ) চন্ডিগড়

 

29.  হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

(ক) মুসী নদীর তীরে        (খ) যমুনা নদীর তীরে        (গ) গঙ্গা নদীর তীরে        (ঘ) কৃষ্ণা নদীর তীরে

 

30.  কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ?

(ক) হায়দ্রাবাদকে        (খ) ব্যাঙ্গালোরকে         (গ) কলকাতাকে        (ঘ) পুনেকে

 

31.  ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি ?

(ক) হায়দ্রাবাদে        (খ) আহমেদাবাদে        (গ) ব্যাঙ্গালোরে         (ঘ) পুণেতে

 

32.  আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

(ক) লুনি নদীর তীরে        (খ) সবরমতী নদীর তীরে        (গ) গঙ্গা নদীর তীরে       (ঘ) কৃষ্ণা নদীর তীরে

 

33.  উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি ?

(ক) কানপুর         (খ) লক্ষ্ণৌ      (গ) এলাহাবাদ         (ঘ) কোনটিই নয়

 

34.  লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

(ক) যমুনা নদীর তীরে        (খ) গোমতী নদীর তীরে         (গ) কৃষ্ণা নদীর তীরে        (ঘ) গোদাবরী নদীর তীরে

 

35.  কোন শহরকে ‘গোপালী শহর’ বলা হয় ?

(ক) জয়পুরকে         (খ) নাগপুরকে          (গ) কানপুরকে          (ঘ) কোচিনকে

 

36.  ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

(ক)কলকাতায় (গার্ডেনরিচে)         (খ) বিশাখাপত্তনমে         (গ) কোচিনে         (ঘ) মুম্বাইয়ে

 

37.  কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত ?

(ক) এলাহাবাদ         (খ) কলকাতায়        (গ) কোচিনে        (ঘ) পুণেতে

 

38.  বরোদা শহরের নতুন নাম কী ?

(ক) কোচি        (খ) ইন্দোর         (গ) ভাদোদরা        (ঘ) ভোপাল

 

39.  দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির ‘মিনাক্ষী মন্দির’ কোথায় অবস্থিত ?

 (ক) ভূপাল        (খ) মাদুরাইতে        (গ) ইন্দোরে         (ঘ) কোচিতে

 

40.  কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়  ?

(ক) মাদুরাই         (খ) পাটনা        (গ) লক্ষ্ণৌ        (ঘ) ইন্দোর

 

41.  কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?

(ক) এলাহাবাদে         (খ) লক্ষ্ণৌয়ে         (গ) বারাণসীতে         (ঘ) কোচিনে

 

42.  হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত ?

(ক) বারাণসীতে        (খ) লুধিয়ানায়         (গ) বিশাখাপত্তনমে         (ঘ) ভূপালে

 

43.  হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ?

(ক) নদী বন্দর         (খ) সমুদ্র বন্দর         (গ) হ্রদ বন্দর          (ঘ) স্বাভাবিক পোতাশ্রয়

 

44.  বোম্বাই বন্দর কোন ধরণের বন্দর ?

(ক) সমুদ্র বন্দর        (খ) হ্রদ বন্দর        (গ) নদী বন্দর         (ঘ) কৃত্রিম পোতাশ্রয়

 

45. ভারতের সর্বশ্রেষ্ঠ্র সামুদ্রিক বন্দর কোনটি ?

(ক) মুম্বাই        (খ) কলকাতা        (গ) খান্ডালা        (ঘ) মার্মাগাঁও

 

46.  যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান ?

(ক) মুম্বাই        (খ) কলকাতা        (গ) খান্ডালা        (ঘ) মাদ্রাজ

 

47.  মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম ?

(ক) মুম্বাই        (খ) কলকাতা        (গ) খান্ডালা        (ঘ) মাদ্রাজ

 

48.  ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ?

(ক) চেন্নাই         (খ) মুম্বাই        (গ) কলিকাতা        (ঘ) হলদিয়া

 

49.  ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ?

(ক) মুম্বাই        (খ) খান্ডালা        (গ) মার্মাগাঁও        (ঘ) পারাদ্বীপ

 

50.  ভারতে অধিকাংশ লৌহ-আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয়  ?

(ক) মার্মাগাঁও        (খ) পারাদ্বীপ        (গ) কোচিন        (ঘ) খান্ডালা 

 

51.  ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত ?

(ক) প্রথম         (খ) দ্বিতীয়        (গ) চতুর্থ        (ঘ) পঞ্চম

 

52.  ‘ডলফিনস নোজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটির নাম কী ?

(ক) কোচিন        (খ) বিশাখাপত্তনম         (গ) খান্ডালা         (ঘ) নিউ তুতিকোরিন

 

53.  ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি ?

(ক) নিউ ম্যাঙ্গালোর        (খ) নিউ তুতিকোরিন         (গ) নভসেবা         (ঘ) খান্ডালা

 

54.  নভসেবা বন্দরটির নতুন নাম কি ?

(ক) জওহরলাল নেহেরু বন্দর         (খ) নেগাপত্তনম         (গ) মসুলীপত্তনম         (ঘ) নিউ ম্যাঙ্গালোর

 

55.  ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

(ক) মহারাষ্ট্র         (খ) গুজরাট         (গ) কর্ণাটক         (ঘ) তামিলনাড়ু

 

56.  ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?

(ক) টিটাগড়ে        (খ) শ্রীরামপুরে         (গ) ত্রিবেণীতে        (ঘ) বাঁশবেড়িয়ায়  

 

57.  ভারতের বৃহত্তম টায়ার নির্মান কারখানা ‘ডানলপ ইন্ডিয়া লিমিটেড” কোথায় অবস্থিত ?

(ক) বেলঘরিয়ায়         (খ) সাহাগঞ্জে         (গ) উত্তরপাড়ায়        (ঘ) দুর্গাপুরে

 

58.  ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি ?

(ক) পরেশনাথ        (খ) শুশুনিয়া       (গ) রাজমহল        (ঘ) দলমা

 

59.  যাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায় ?

(ক) অভ্র        (খ) অ্যালুমিনিয়াম       (গ) ইউরেনিয়াম       (ঘ) লৌহ

 

60.  পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয় কোনটি ?

(ক) কোডার্মা মালভূমির উত্তরাংশ        (খ) দামোদর উপত্যকা         (গ) হাজারীবাগ মালভূমি         (ঘ) বাঘেলখন্ড মালভূমি

 

61.  ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি ?

(ক) পালামৌর খনি অঞ্চল         (খ) সিংভূমের খনি অঞ্চল         (গ) বাঘেলখন্ড মালভূমি অঞ্চল        (ঘ) মুঙ্গেরের খনি অঞ্চল

 

62.  ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত ?

(ক) যাদুগোড়া         (খ) মৌভাণ্ডার         (গ) রামগড়        (ঘ) আওরং

 

63.  ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরীর কারখানাটি কোথায় অবস্থিত ?

(ক) টুডুতে       (খ) ধানবাদে       (গ) সিন্ধ্রীতে        (ঘ) গাংপুরে

 

64.  পাত্রাতু–জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত ?

(ক) হলদিয়া শিল্পাঞ্চলে       (খ) ছোটনাগপুর শিল্পাঞ্চলে        (গ) হুগলী শিল্পাঞ্চলে        (ঘ) দাক্ষিণাত্য শিল্পাঞ্চলে

 

65.  দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?

(ক) মধ্যপ্রদেশে        (খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ        (গ) গোয়া        (ঘ) ঝাড়খন্ড

 

66.  ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত  ?

(ক) এলাহাবাদ         (খ) জব্বলপুর         (গ) পোর্টব্লেয়ার         (ঘ) কোচিন

 

67.  গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি  ?

(ক) গোরক্ষনাথ        (খ) হিডন পিক        (গ) গ্যাসের ড্রুম-2        (ঘ) সান্দাকফু 

 

68.  সিন্ধুনদের সিয়োক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?

(ক) বালটোরা        (খ) রিমো        (গ) জেমু        (ঘ) মিলাম

 

69. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?

(ক) জেমু        (খ) বিয়াফো       (গ) হিসপার        (ঘ) মিলাম

 

70. সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(ক) কর্ণাটক        (খ) রাজস্থান        (গ) গুজরাট         (ঘ) অন্ধ্রপ্রদেশ

 

71. নল সরোবর নীচের option গুলির মধ্যে কোনটি ?

(ক) পক্ষী অভয়ারণ্য        (খ) হ্রদ        (গ) নদী        (ঘ) সেচ প্রকল্প

 

72. ভারতের বৃহত্তম পেট্রোলিয়ায় কমপ্লেক্সটি কোথায় অবস্থিত ?

(ক) হলদিয়া         (খ) মুম্বাই        (গ) বরোদা         (ঘ) সারকথা

 

73. ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল ) গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত ?

(ক) আলং        (খ) আনন্দ ও হিম্মত নগর         (গ) কয়ালী        (ঘ) দ্বারকা

 

74. ‘অলিফিন কমপ্লেক্স’ কোন শিল্পের জন্য বিখ্যাত ?

(ক) দুগ্ধ উৎপাদন শিল্প        (খ) পেট্রোকেমিক্যাল শিল্প         (গ) সার তৈরীর কারখানা        (ঘ) রাসায়নিক শিল্প

 

75.  দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কী ?

(ক) মহাকাল         (খ) সহ্যাদ্রি         (গ) হরিশ্চন্দ্র          (ঘ) পরেশনাথ

 

76.  ভীমা, কয়লা ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী ?

(ক) গোদাবরী        (খ) কৃষ্ণা         (গ) কাবেরী       (ঘ) তাপী

 

77.  প্রবর, মিধকণা, পূর্ণা কোন নদীর উপনদী ?

(ক) গোদাবরী       (খ) কৃষ্ণা        (গ) কাবেরী        (ঘ) পেনগঙ্গা

 

78.  ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?

(ক) ছোটনাগপুর শিল্পাঞ্চল        (খ) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল         (গ) জামসেদপুর         (ঘ) হলদিয়া

 

79.  প্লাস্টিক শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে ?

(ক) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল (দাক্ষিণাত্য )        (খ) পাঞ্জাব       (গ) হলদিয়া        (ঘ) গুজরাট

 

80.  ইলেকট্রনিক্স শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে ?

(ক) মধ্যপ্রদেশ         (খ) কলকাতা        (গ) দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল        (ঘ) গুজরাট সমভূমি অঞ্চল

 

81.  মামা-ভাগ্নে পাহাড়টি পশ্চিম বঙ্গের কোন জেলায় অবস্থিত ?

(ক) দার্জিলিং        (খ) মেদিনীপুর        (গ) বীরভূম         (ঘ) পুরুলিয়ায়

 

82.  পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি ?

(ক) ফালুট        (খ) সান্দাকফু         (গ) টাইগার হিল        (ঘ) ঋষিলা

 

83.  কোন পর্বতটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে ?

(ক) সিঙ্গালিলা        (খ) ঘুম পাহাড়        (গ) দুরবিনদারা         (ঘ) টাইগার হিল

 

84.  পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈলাবাস ও পর্যটন কেন্দ্র দার্জিলিং কোন শৈলশিরাটির উপর অবস্থিত ?

(ক) ডাউহিল         (খ) দার্জিলিং-লেবং          (গ) ঘুম পাহাড়        (ঘ) সিঙ্গলিলা

 

85.  কার্শিয়াং পর্যটন কেন্দ্র কোন শৈলশিরার উপর অবস্থিত  ?

(ক) তাকদহ –পেশক         (খ) ডাউহিল         (গ) ঘুম পাহাড়        (ঘ) সিঙ্গলিলা

 

86.  দার্জিলিং-হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কোনটি ?

(ক) টাইগার হিল        (খ) মণিভঞ্জন         (গ) ঋষিলা        (ঘ) টাংলু

 

87.  দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান নদীর নাম কী ?

(ক) তিস্তা        (খ) জলঢাকা         (গ) মহানন্দা         (ঘ) মেচি

 

88. ‘বাদা’ কাকে হলা হয় ?

(ক) পশিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী বালুকাময় তটভূমিকে

(খ) পশিমবঙ্গের রাঢ় সমভূমি অঞ্চলকে 

(গ) দার্জিলিং-হিমালয় পার্বত্য অঞ্চলের স্থানীয় নাম

(ঘ) সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি ও বনভূমিকে

 

89. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

(ক) গোরগাবুরু        (খ) সবর গ্রাম         (গ) মণিভঞ্জন         (ঘ) টাংলু

 

90.  ‘বাংলার দুঃখ’ বলা হত কোন নদীকে ?

(ক) মাথাভাঙ্গা        (খ) মহানন্দা         (গ) দামোদর        (ঘ) অজয়

 

91.  ইচ্ছামতি ও চুর্নী কোন নদীর দুটি শাখা ?

(ক) বিদ্যাধরী       (খ) জলঙ্গী       (গ) মাথাভাঙ্গা       (ঘ) ভৈরব

 

92.  জলঢাকা নদীটির  উৎপত্তিস্থল কোনটি ?

(ক) ভুটানের বিদাং হ্রদ        (খ) জেমু হিমবাহ         (গ) দার্জিলিং-এর ঘুম পাহাড়        (ঘ) কোনটিই নয়

 

93.  পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?

(ক) মালদহ জেলা        (খ) মেদিনীপুর জেলা         (গ) বীরভুম জেলা        (ঘ) পুরুলিয়া জেলা

 

94.  পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি ?

(ক) মেদিনীপুর         (খ) জলপাইগুড়ি জেলার বক্সাডুয়ার্স        (গ) কোচবিহার জেলার মেখলী গঞ্জ       (ঘ) দার্জিলিং

 

95.   গঙ্গানদী ভারতীয় নদী বাহিত জলের কত শতাংশ বহন করে ?

(ক) ৫০%        (খ) ২০%        (গ) ২৫%        (ঘ) ৪০%

 

96.  ভারতের বৃহত্তম নদী কোনটি ?

(ক) গঙ্গা       (খ) ব্রহ্মপুত্র       (গ) গোদাবরী       (ঘ) মহানদী

 

97.  দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি ?

(ক) মহানদী       (খ) গোদাবরী         (গ) কৃষ্ণা        (ঘ) কাবেরী

 

98.  ভারতের মোট আয়তনের কত শতাংশ জমি কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়  ?

(ক) ৭০ %       (খ) ৬০%        (গ) ৪৬%        (ঘ) ৪০%

 

99.  ভারতের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল  ?

(ক) ৩০%         (খ) ১৫%         (গ) ২৬%        (ঘ) ২২%

 

100.  ভারতের পতিত (অনাবাদী) জমির পরিমাণ কত ?

(ক) ১০%        (খ) ২০%        (গ) ৮%       (ঘ) ৩০%

 

101.  ভারতের কৃষিকাজে ব্যবহৃত জলের কত অংশ খাল (canal) বাহিত জলের সাহায্যে সম্পাদিত হয় ?

(ক) ৫০%        (খ) ৩৯%       (গ) ৩০%        (ঘ) ৬০%

***