HTML CSS সম্পর্কে আলোচনা

Submitted by tushar pramanick on Mon, 08/15/2011 - 09:58

HTML CSS

Css কথার অর্থ cascading style sheets।

Html element ওয়েব পেজের মধ্যে দেখতে কেমন হবে তা ঠিক করা হয় css দিয়ে।

সিএসএস ব্যবহার করে multipage সাইটের layout কন্ট্রোল করা হয় অর্থাৎ css দিয়ে একই রকমের বৈশিষ্ট্যযুক্ত html element গুলিকে দেখতে কেমন হবে তা সেট করা। css ওয়েবসাইটের কোডিং করার প্রচুর সময় বাঁচিয়ে দেয়।

কোন html element কে দেখতে কেমন হবে তা html attribute দিয়ে বর্ণনা করা হয়। CSS html attribute এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটি অত্যন্ত সোজা এবং কার্যকরী। ওয়েব পেজ তৈরির অনেকটা সময় বাঁচিয়ে দেয়।

Css ব্যবহার করা অত্যন্ত সোজা একটি ফাইলের মধ্যে  বিভিন্ন html  elements এর জন্য  বিভিন্ন ধরনের স্টাইল বর্ণনা করে  ফাইলটিকে attach করে দিতে হবে।

 

Comments

Related Items

HTML Tables সম্পর্কে আলোচনা

HTML Tables

ছক আকারে কোন কিছু দেখাতে গেলে আমরা html table ব্যবহার করি যেমন খেলাধুলার ওয়েবসাইটে statistics scoreboard ক্যালেন্ডার ইত্যাদি ছক আকারে দেখানোর জন্য আমরা টেবিল ব্যবহার করি।

Html টেবিল দেখানোর জন্য আমরা নিম্নলিখিত ট্যাগগুলো ব্যবহার করি

 

HTML Images সম্পর্কে আলোচনা

HTML Images

ওয়েব পেজে কোন ছবি দেখানোর জন্য আমরা img tag ব্যবহার করি। ওয়েব পেজে ছবির ব্যবহার খুবই জনপ্রিয়় একটি বিষয়়। ছবিটিকে ঠিকঠাক দেখানোর জন্য আইএমজি ত্যাগের সাথে বিভিন্ন ধরনের এট্রিবিউট ব্যবহার করা হয় যেগুলি সম্পর্কে নিচেে বলা হল