HTML Tutorials
Full Name: Hypertext Markup Language (HTML)
Html দিয়ে তুমি একটি কমপ্লিট ওয়েব সাইট তৈরি করতে পারো । html একটি ব্রাউজার side language অর্থাৎ কোন ওয়েব ব্রাউজারেই html code নিজের রূপে পরিবর্তিত হবে ওয়েব ব্রাউজার ছাড়া অন্য কোন জায়গায় html code একটি সাধারণ টেক্সট content এর মত দেখতে লাগে।
Html খুবই সহজ-সরল language এবং শেখার জন্য অত্যন্ত সোজা। html language কে মার্কআপ language বলে কারণ html দিয়ে সাধারনত কনটেন্টের structure বা গঠন ঠিক করা হয় যেমন টেবিল তৈরি আলাদা কোন প্যারাগ্রাফ তৈরি কোন বক্সের মধ্যে আরেকটা বক্স বা কোন কক্সকে তিনটি ভাগে ভাগ করা ইত্যাদি।
একটি সাধারন html পেজ দেখতে কেমন হয় তা নিচে দেখানো হলো
<!DOCTYPE html> <html> <head> <title>
শিরোনাম</title> </head> <body> <h1>My First Heading</h1> <p>My first paragraph.</p> </body> </html>