হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম

Submitted by arpita pramanik on Sun, 02/24/2013 - 21:53

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম (Properties of Hydrogen Chloride) :

ভৌত ধর্ম:-

[i] হাইড্রোজেন ক্লোরাইড (HCl) বর্ণহীন, শ্বাসরোধী, ঝাঁঝালো গন্ধযুক্ত, অম্লস্বাদ বিশিষ্ট গ্যাস ।  

[ii] হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বাতাসের চেয়ে প্রায় 1.3 গুণ ভারী, এর বাষ্পীয় ঘনত্ব 18.25 ।

[iii] এই গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, 0°C উষ্ণতায় এবং প্রমাণ চাপে 1 সিসি জলে 450 সিসি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস (HCl) দ্রবীভূত হয় ।

[iv] হাইড্রোক্লোরিক অ্যাসিড আর্দ্র বাতাসে সাদা ধোঁয়া উৎপন্ন করে ।

[v] 40 বায়ুমণ্ডলের চাপে ও 10°C উষ্ণতায় HCl গ্যাস তরলে পরিণত হয় ।  

[vi] তরল HCl গ্যাসের স্ফুটনাঙ্ক হল 83°C এবং  হিমাঙ্ক হল 113°C  ।

রাসায়নিক ধর্ম :-

[i] হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস (HCl) দাহ্য নয় বা দহনে সহায়ক নয় ।

[২] অ্যাসিড ধর্ম :- হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সমযোজী যৌগ বলে, শুষ্ক অবস্থায় তড়িৎ পরিবহণ করে না, কিন্তু জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয় । কারণ HCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে । সেইজন্য HCl -এর জলীয়দ্রবণ তড়িৎ পরিবহণ করে ।

   [tex] HCl \rightleftharpoons {H^ + } + C{l^ - } [/tex] ; এটি একটি তীব্র একক্ষারী অ্যাসিড । হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে । ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ ও জল উত্পন্ন করে ।

     NaOH + HCl = NaCl + H2O

ধাতুর উপর ক্রিয়া :-

[i] Ca,  Zn,  Mg,  Fe, Al,  Sn প্রভৃতি ধাতুর সঙ্গে (তড়িৎ রাসায়নিক শ্রেণিতে যে ধাতুগুলি H2 -এর ওপরে আছে ) বিক্রিয়া ঘটে অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত করে এবং ক্লোরাইড লবণ উৎপন্ন করে ।

     Fe + 2HCl = FeCl2 + H2 ↑,   Mg + 2HCl = MgCl2 + H2 ↑,    2Al + 6HCl = 2AlCl3 + 3H2 ↑ 

[ii] লেড, কপার এবং সিলভারের সঙ্গে লঘু HCl -এর বিক্রিয়া হয় না, তবে বাতাস বা O2 -এর উপস্থিতিতে গাঢ় এবং উত্তপ্ত HCl -এর বিক্রিয়া ঘটে ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হয় ।   2Cu + 4HCl + O2 = 2CuCl2 + 2H2O

[iii] সোনা, প্লাটিনাম প্রভৃতি ধাতুর সঙ্গে কোনো অবস্থায় বিক্রিয়া হয় না ।

কার্বনেট লবণের সঙ্গে ক্রিয়া :- ধাতব কার্বনেট এবং বাই-কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস (CO2) উৎপন্ন করে ।

     CaCO3 + 2HCl = CaCl2 + CO2 ↑+ H2O

     NaHCO3 + HCl = NaCl + CO2 ↑+ H2

অ্যামোনিয়ার সঙ্গে ক্রিয়া :-  হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস (HCl) অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া উৎপন্ন করে । এই বিক্রিয়া হল দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ (NH4Cl) উৎপন্ন হওয়ার উদাহরণ ।

     NH3 + HCl = NH4Cl

জারক পদার্থের উপর ক্রিয়া :- MnO2, KMnO4, K2Cr2O7 প্রভৃতি জারক পদার্থ দ্বারা গাঢ় HCl জারিত হয়ে সবুজাভ হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস উৎপন্ন করে । এই বিক্রিয়াগুলিতে HCl জারক পদার্থগুলিকে বিজারিত করে । বিক্রিয়াগুলি HCl -এর বিজারণ ধর্মের উদাহরণ ।

     MnO2 + 4HCl = MnCl2 + Cl2 + 2H2O

নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ক্রিয়া :- তিনভাগ আয়তনের গাঢ় HCl -এর সঙ্গে একভাগ আয়তনের গাঢ় HNO3 মেশালে, উৎপন্ন অ্যাসিড মিশ্রণকে অম্লরাজ (aqua regia) বলে । বিক্রিয়ার ফলে নাইট্রোসিল ক্লোরাইড এবং জায়মান ক্লোরিন উৎপন্ন হয় । এতে সোনা এবং প্লাটিনাম দ্রবীভূত হয় ।

     3HCl + HNO3 = NOCl + 2Cl + 2H2O

ক্ষারকের সঙ্গে ক্রিয়া :- ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয় ।

     NaOH + HCl = NaCl + H2O ;  Ca(OH)2 + 2HCl = CaCl2 + 2H2O

*****

Related Items

পরমাণুর ইলেক্ট্রনের বন্টন

ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ...

সৌর জগৎ ও পরমাণুর গঠন

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ...

মৌলের ইলেকট্রন বিন্যাস

হাইড্রোজেন, হিলিয়াম (নিষ্ক্রিয়), লিথিয়াম, বেরিলিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন (নিষ্ক্রিয়), সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন (নিষ্ক্রিয়), পটাশিয়াম, ক্যালশিয়াম ...

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই । নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন [nucleon] বলা হয় । ...

পরমাণুর ধারণা ও পরমাণুর গঠন

1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডালটন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বটি ডালটনের পরমাণুবাদ (Dalton's Atomic Theory) নামে খ্যাত । পরমাণুবাদের মূল কথাগুলি হল : ...