হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

Submitted by arpita pramanik on Fri, 03/15/2013 - 21:59

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ :

 

বিকারক অ্যাসিড পর্যবেক্ষণ
(1) BaCl2 দ্রবণে HCl কোনো অধঃক্ষেপ উৎপন্ন হয় না ।
H2SO4 BaSO4 -এর সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HCl বা HNO3 -তে অদ্রাব্য ।  BaCl2 + H2SO4 = BaSO4↓ + 2HCl
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।

(2) AgNO3

দ্রবণে

HCl AgCl -এর সাদা থকথকে অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HNO3 -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH -এ দ্রাব্য । AgNO3 + HCl = AgCl↓ + HNO3  AgCl + 2NH3 = [Ag (NH3)2Cl] (জলে দ্রাব্য) ।
H2SO4 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
(3) বলয় পরীক্ষা HCl দুই তরলের সংযোগস্থলে কোন বাদামি বলয় উৎপন্ন হয় না ।
H2SO4 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় না ।
HNO3 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় ।
(4) Cu ছিব্ড়ার সঙ্গে  উত্তপ্ত করলে HCl বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
H2SO4 বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
HNO3 বাদামি বর্ণের গ্যাস (NO2) নির্গত হয় ।  Cu + 4HNO3 = Cu (NO3)2 + 2NO2↑ + 2H2O

 

HCl, HNO3 এবং H2SO4 - এর গঠন সংকেত :

 

*****

Related Items

পরমাণুর ইলেক্ট্রনের বন্টন

ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ...

সৌর জগৎ ও পরমাণুর গঠন

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ...

মৌলের ইলেকট্রন বিন্যাস

হাইড্রোজেন, হিলিয়াম (নিষ্ক্রিয়), লিথিয়াম, বেরিলিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন (নিষ্ক্রিয়), সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন (নিষ্ক্রিয়), পটাশিয়াম, ক্যালশিয়াম ...

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই । নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন [nucleon] বলা হয় । ...

পরমাণুর ধারণা ও পরমাণুর গঠন

1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডালটন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বটি ডালটনের পরমাণুবাদ (Dalton's Atomic Theory) নামে খ্যাত । পরমাণুবাদের মূল কথাগুলি হল : ...