বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা

Submitted by arpita pramanik on Sat, 01/26/2013 - 22:25

বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা বা হাউস-ওয়ারিং ব্যবস্থা (House-hold circuits) :

বৈদ্যুতিক ফিউজ (Electric fuse) : কোনো কারণে বাড়িতে বিদ্যুৎ লাইনে নিরাপদ সীমার অতিরিক্ত তড়িৎপ্রবাহ চালু হলে আগুন লেগে বিপদ ঘটতে পারে । বাড়িতে তড়িৎ বর্তনীর লাইনে নিরাপত্তার জন্য কম গলনাঙ্ক বিশিষ্ট কোনোও সংকর ধাতুর তৈরি এবং বেশি রোধের যে সরু তার শ্রেণি সমবায়ে লাইন তারের সঙ্গে সংযুক্ত করা হয়, যা নির্দিষ্ট সীমার বেশি তড়িৎ প্রবাহিত হলে উত্তপ্ত হয়ে নিজে থেকে গলে যায় এবং তড়িৎ-বর্তনীকে ছিন্ন করে দেয়, তাকে বৈদ্যুতিক ফিউজ বলে ।  

সাধারণত টিন ও সিসার (সিসা 75% এবং নিকেল 25%) এক রকম সংকর ধাতুর তৈরি সরু তার ফিউজ হিসাবে ব্যবহৃত হয় । চীনামাটির ছোটো আবরণের মধ্যে ফিউজ তারকে রাখা হয় । ফিউজ তারকে স্ক্রু -এর সাহায্যে আটকে নিয়ে আবরণটিকে মূল বর্তনীতে রাখা হোল্ডারের মধ্যে চেপে বসিয়ে দিয়ে বিদ্যুতের মেইন-লাইনের সঙ্গে যুক্ত করা হয় ।

হাউস-ওয়ারিং ব্যবস্থা উপরের রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে । মূল রাস্তার দুটি লাইন থেকে দুটি তার এসে চিত্রের মতো মিটার বাক্সের মধ্য দিয়ে মেইন সুইচে ঢোকে । বাড়িতে আলো, পাখা ইত্যাদি শাখা লাইনের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে ।

টু-পিন প্লাগ (Two-pin plug) : যে প্লাগে দুটো পিনের ব্যবস্থা থাকে, তাকে টু-পিন প্লাগ বলে ।  

থ্রি-পিন প্লাগ (Three-pin plug) : যে প্লাগে তিনটি পিনের ব্যবস্থা থাকে, তাকে থ্রি-পিন প্লাগ বলে । থ্রি-পিন প্লাগে দুটো সরু পিন দিয়ে তড়িৎপ্রবাহ যায়-আসে, আর অপেক্ষাকৃত মোটা তৃতীয়টির সঙ্গে আর্থের সংযোগ করা থাকে ।  

আর্থিং এবং তারের কালার কোডিং (Earthing and colour coding of wires) : থ্রি-পিন প্লাগের সঙ্গে যে ফ্লেক্সিবল-কর্ড লাগানো হয় তাতে তিনগাছা তার থাকে । এদের মধ্যে দুটো তার লাইনের সঙ্গে সমান্তরাল যুক্ত করা হয় - লাল রং -এর প্লাস্টিকের ইনসুলেশন তারটি লাইনের তারের সঙ্গে এবং কালো রং -এর তারটি নিউট্রাল তার -এর সঙ্গে যুক্ত করা হয় । আর তৃতীয় সবুজ রং -এর তারের একটি প্রান্ত প্লাগের আর্থ পিন -এর সঙ্গে লাগিয়ে অন্য প্রান্ত হিটার, ইস্ত্রি, টেবিল পাখা প্রভৃতি ধাতুর খোলওয়ালা বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের আবরণের সঙ্গে লাগাতে হয় । বর্তমানে আন্তর্জাতিক নিয়মে লাইভ তার -কে বাদামি, নিউট্রাল তারকে হালকা নীল এবং আর্থ তারকে সবুজ বা হলুদ রং -এর অন্তরিত করা হয় । লাইনের খোলা লাইভ তারের সঙ্গে যন্ত্রপাতির ধাতু নির্মিত বহিরাবরণের সংযোগ কখনো ঘটে যেতে পারে । এই অবস্থায় বহিরাবরণের সঙ্গে সংস্পর্শে যাতে কোনো রকম বিপদ না ঘটে, সেজন্য বহিরাবরণের সঙ্গে উপযুক্ত পরিবাহীর দ্বারা আর্থের সংযোগ ঘটালে তবেই নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় । আর্থ পিন অপেক্ষাকৃত মোটা করা হয় যাতে ভুল করে এটিকে লাইভ বা নিউট্রাল ছিদ্রে প্রবেশ করানোর চেষ্টা না করা হয় । 

*****

Comments

Related Items

গাণিতিক উদাহরণ : প্রবাহী তড়িৎবিজ্ঞান

প্রবাহী তড়িৎবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন গাণিতিক প্রশ্নের উত্তর ও আলোচনা, বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের গাণিতিক উদাহরণ আলোচনা করা হলো ।

অ্যাম্মিটার এবং ভোল্টমিটারের ব্যবহার

কোনো বর্তনীতে তড়িৎপ্রবাহ হচ্ছে কিনা, কিংবা হলে তার মান নির্ণয় করতে যে যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রকে গ্যালভানোমিটার বলে । ইটালির বিজ্ঞানী লুইগি গ্যালভানির নামে এই যন্ত্রের নামকরণ হয়েছে । তড়িৎপ্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া এই মূল নীতির ওপর ...

তড়িৎ চুম্বকত্ব (Electromagnetism)

কোনো চৌম্বক পদার্থের গায়ের ওপর অন্তরিত পরিবাহী তার জড়িয়ে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের সাহায্যে চৌম্বক পদার্থকে অস্থায়ী চুম্বকে পরিণত করা হলে, সেই চুম্বককে তড়িৎচুম্বক বলে । তড়িৎপ্রবাহ বন্ধ করলে চৌম্বক পদার্থের চুম্বকত্ব লোপ পায় । বেশি শক্তিশালী তড়িৎচুম্বক ...

বৈদ্যুতিক মোটর (Electric Motor)

বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করার যন্ত্রের মধ্যে একটি হল মোটর । বৈদ্যুতিক মোটর দু'রকম - পরবর্তী প্রবাহের জন্য মোটর (A.C. Motor) এবং সমপ্রবাহের জন্য মোটর (D.C. Motor) । এখানে সমপ্রবাহের মোটর বা D.C. Motor বিষয়ে আলোচনা করা হল ।

তড়িৎপ্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া

তড়িৎপ্রবাহ যেমন চুম্বকের ওপর ক্রিয়া করে চুম্বক-মেরুকে বিক্ষিপ্ত করার সময় ওর ওপর একটি বল প্রয়োগ করে, সেই রকম চুম্বক- মেরুও তড়িৎপ্রবাহের ওপর ক্রিয়া করে । এর ফলে চুম্বক-মেরু তড়িদ্বাহী পরিবাহীর ওপর একটি বল প্রয়োগ করে, ফলে পরিবাহী ...