বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা

Submitted by arpita pramanik on Sat, 01/26/2013 - 22:25

বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা বা হাউস-ওয়ারিং ব্যবস্থা (House-hold circuits) :

বৈদ্যুতিক ফিউজ (Electric fuse) : কোনো কারণে বাড়িতে বিদ্যুৎ লাইনে নিরাপদ সীমার অতিরিক্ত তড়িৎপ্রবাহ চালু হলে আগুন লেগে বিপদ ঘটতে পারে । বাড়িতে তড়িৎ বর্তনীর লাইনে নিরাপত্তার জন্য কম গলনাঙ্ক বিশিষ্ট কোনোও সংকর ধাতুর তৈরি এবং বেশি রোধের যে সরু তার শ্রেণি সমবায়ে লাইন তারের সঙ্গে সংযুক্ত করা হয়, যা নির্দিষ্ট সীমার বেশি তড়িৎ প্রবাহিত হলে উত্তপ্ত হয়ে নিজে থেকে গলে যায় এবং তড়িৎ-বর্তনীকে ছিন্ন করে দেয়, তাকে বৈদ্যুতিক ফিউজ বলে ।  

সাধারণত টিন ও সিসার (সিসা 75% এবং নিকেল 25%) এক রকম সংকর ধাতুর তৈরি সরু তার ফিউজ হিসাবে ব্যবহৃত হয় । চীনামাটির ছোটো আবরণের মধ্যে ফিউজ তারকে রাখা হয় । ফিউজ তারকে স্ক্রু -এর সাহায্যে আটকে নিয়ে আবরণটিকে মূল বর্তনীতে রাখা হোল্ডারের মধ্যে চেপে বসিয়ে দিয়ে বিদ্যুতের মেইন-লাইনের সঙ্গে যুক্ত করা হয় ।

হাউস-ওয়ারিং ব্যবস্থা উপরের রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে । মূল রাস্তার দুটি লাইন থেকে দুটি তার এসে চিত্রের মতো মিটার বাক্সের মধ্য দিয়ে মেইন সুইচে ঢোকে । বাড়িতে আলো, পাখা ইত্যাদি শাখা লাইনের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে ।

টু-পিন প্লাগ (Two-pin plug) : যে প্লাগে দুটো পিনের ব্যবস্থা থাকে, তাকে টু-পিন প্লাগ বলে ।  

থ্রি-পিন প্লাগ (Three-pin plug) : যে প্লাগে তিনটি পিনের ব্যবস্থা থাকে, তাকে থ্রি-পিন প্লাগ বলে । থ্রি-পিন প্লাগে দুটো সরু পিন দিয়ে তড়িৎপ্রবাহ যায়-আসে, আর অপেক্ষাকৃত মোটা তৃতীয়টির সঙ্গে আর্থের সংযোগ করা থাকে ।  

আর্থিং এবং তারের কালার কোডিং (Earthing and colour coding of wires) : থ্রি-পিন প্লাগের সঙ্গে যে ফ্লেক্সিবল-কর্ড লাগানো হয় তাতে তিনগাছা তার থাকে । এদের মধ্যে দুটো তার লাইনের সঙ্গে সমান্তরাল যুক্ত করা হয় - লাল রং -এর প্লাস্টিকের ইনসুলেশন তারটি লাইনের তারের সঙ্গে এবং কালো রং -এর তারটি নিউট্রাল তার -এর সঙ্গে যুক্ত করা হয় । আর তৃতীয় সবুজ রং -এর তারের একটি প্রান্ত প্লাগের আর্থ পিন -এর সঙ্গে লাগিয়ে অন্য প্রান্ত হিটার, ইস্ত্রি, টেবিল পাখা প্রভৃতি ধাতুর খোলওয়ালা বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের আবরণের সঙ্গে লাগাতে হয় । বর্তমানে আন্তর্জাতিক নিয়মে লাইভ তার -কে বাদামি, নিউট্রাল তারকে হালকা নীল এবং আর্থ তারকে সবুজ বা হলুদ রং -এর অন্তরিত করা হয় । লাইনের খোলা লাইভ তারের সঙ্গে যন্ত্রপাতির ধাতু নির্মিত বহিরাবরণের সংযোগ কখনো ঘটে যেতে পারে । এই অবস্থায় বহিরাবরণের সঙ্গে সংস্পর্শে যাতে কোনো রকম বিপদ না ঘটে, সেজন্য বহিরাবরণের সঙ্গে উপযুক্ত পরিবাহীর দ্বারা আর্থের সংযোগ ঘটালে তবেই নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় । আর্থ পিন অপেক্ষাকৃত মোটা করা হয় যাতে ভুল করে এটিকে লাইভ বা নিউট্রাল ছিদ্রে প্রবেশ করানোর চেষ্টা না করা হয় । 

*****

Comments

Related Items

কৃত্রিম পলিমার ব্যবহারের সমস্যা ও নিয়ন্ত্রণ

কৃত্রিম পলিমার থেকে প্রস্তুত বস্তুসামগ্রীর ব্যবহার যথেচ্ছভাবে দ্রুতগতিতে বেড়ে চলেছে । পলিথিন ও টেফলন থেকে তৈরি ব্যাগ ও প্লাস্টিকের থলি এবং অন্যান্য সামগ্রী আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে । প্লাস্টিক এমন একটি দূষক যা প্রকৃতিতে দীর্ঘদিন অবিকৃত থাকে ...

পলিমেরাইজেশন ও কয়েকটি সাধারণ পলিমার

যে বিক্রিয়ায় বহুসংখ্যক ক্ষুদ্র ও সরল অণুর পারস্পরিক সংযোগের ফলে ভিন্ন ধর্ম ও উচ্চ আণবিক ভরবিশিষ্ট (20000 - 250000) অতিবৃহৎ-অণু গঠিত হয় সেই বিক্রিয়াকে বহুলীভবন বা পলিমেরাইজেশন বিক্রিয়া বলে । ওই বিক্রিয়ায় উত্পন্ন বৃহৎ-অণুকে পলিমার বলে । আবার যে সরল...

অ্যালকাইন (Alkyne)

যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন থাকে, তাদের অ্যালকাইন বলে। এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে । এই শ্রেণির যৌগগুলির ...

অ্যালকিন (Alkene)

যে সব হাইড্রোকার্বনে কম পক্ষে একটি কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকে, তাদের অ্যালকিন বলে । এই যৌগগুলি হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যালকেন উত্পন্ন করে । কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগে সর্বোচ্চ যতগুলি হাইড্রোজেন পরমাণু থাকতে পারে তার থেকে ...

অ্যালকেন (Alkane)

যে সব হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদের অ্যালকেন বলে । এদের গঠনে শুধু কার্বন-কার্বন একবন্ধন এবং কার্বন-হাইড্রোজেন একবন্ধন থাকে । অ্যালকেনগুলি কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগ ও এর অ্যালকেন ...