নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

Submitted by arpita pramanik on Sun, 01/06/2013 - 20:02

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল (Structure of Atomic Nucleus and Nuclear force)

নিউক্লিয়াসের গঠন (Structure of Nucleus)

[i] সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই ছোটো । পরমাণুকে একটি গোলক কল্পনা করলে এর ব্যাসার্ধ প্রায় 10-10 মিটার, যেখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10-14; অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধের প্রায় 1/1000.00 ভাগ ।

[ii] নিউট্রন কণা আবিষ্কারের পর জানা যায় যে, পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত । নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না ।

[iii] নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই ।

[iv] নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন (nucleon) বলা হয় ।

[v] প্রোটন ও নিউট্রনের মোট ভর হল ওই নিউক্লিয়াসের ভর । আবার ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় নগণ্য হওয়ায় নিউক্লিয়াসের ভরই প্রকৃতপক্ষে সমগ্র পরমাণুটির ভরের সমান ।

[vi] নিউক্লিয়াসের ভর সামান্য হলেও এর আয়তন খুব ছোটো হওয়ায় নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি ।

[vii] নিউক্লিয়াসের প্রোটনগুলির মোট ধনাত্মক আধানই হল নিউক্লিয়াসের আধান ।

[viii] নিউক্লিয়াস হল পরমাণুর সবচেয়ে সুস্থিত (stable) অংশ ।

নিউক্লীয় বল (Nuclear force)

পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি দৃঢ়ভাবে জোটবদ্ধ অবস্থায় থাকে । কিন্তু সমজাতীয় ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলি পরস্পর বিকর্ষিত না হয়ে এক জায়গায় রয়েছে । এটা ব্যাখ্যা করতে ধরা হয় যে, নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মধ্যে প্রতিনিয়ত পারস্পরিক রূপান্তর ঘটছে । এই রূপান্তরের ফলে তাদের মধ্যে স্বল্পপাল্লার (দুরত্ব = 10-12 সেমি. প্রায়) বিশেষ এক তীব্র আকর্ষণ জনিত বলের উদ্ভব হয় । এই আকর্ষণ বলের নাম নিউক্লীয় বল । এই আকর্ষণ বলের প্রভাবেই সমধর্মী প্রোটন কণা এবং নিস্তড়িৎ নিউট্রন কণা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে জোট বেঁধে থাকতে পারে এবং নিউক্লিয়াস স্থায়ী এবং সুস্থিত হয় ।

নিউক্লীয় বলের প্রকৃতি:- 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী য়ুকাওয়া (Yukawa) নিউক্লীয় বলের প্রকৃতি নির্ধারণে মেসন তত্ত্বের (Meson theory) উদ্ভাবন করেন । এই তত্ত্ব অনুসারে, প্রোটন ও নিউট্রনের নিজ নিজ সত্বা স্থায়ী নয় । নিউক্লিয়াসের ভিতরে প্রোটন-নিউট্রনের মধ্যে আধানযুক্ত মেসন কণার (π+ ও π-) ভর ইলেকট্রনের ভরের 273 গুণ, পারস্পরিক আদান-প্রদানের ফলে সর্বদা নিউট্রন → প্রোটনে এবং প্রোটন → নিউট্রনে রূপান্তরিত হয় (নিউট্রন → প্রোটন + π- এবং প্রোটন → নিউট্রন + π+) এবং এর ফলে উদ্ভুত তীব্র আকর্ষণ বলের প্রভাবে প্রোটন ও নিউট্রন একজোটে আবদ্ধ থাকে । আবার প্রোটন → প্রোটনকে কিংবা নিউট্রন → নিউট্রনকে আবদ্ধ করার জন্য দায়ী নিস্তড়িৎ মেসন কণার (πo) বিনিময় (প্রোটন → প্রোটন + πo এবং নিউট্রন → নিউট্রন + πo) । 1943 খ্রিস্টাব্দে পরীক্ষায় এইসব মেসন কণার অস্তিত্ব স্বীকৃত হয়েছে ।

ভর, আধান, ব্যাসার্ধ এবং অবস্থানের পরিপেক্ষিতে পরমাণুর মূল তিনটি কণার মধ্যে তুলনা:-

কণার নামও চিহ্ন

ভর

(গ্রাম)

আধানের প্রকৃতি

আধানের পরিমাণ

ব্যাসার্ধ (সেমি.)

অবস্থান

ইলেকট্রন

(e বা 1e0)

9.11 x 10-28

ঋণাত্মক

আধানযুক্ত

4.8 x 10-10 e.s.u. বা

1.602 x 10-19 কুলম্ব

2.8 x 10-13

নিউক্লিয়াসের বাইরে

বিভিন্ন কক্ষে

প্রোটন

(p বা 1H1)

1.6725 x 10-24

ধনাত্মক

আধানযুক্ত

4.8 x 10-10 e.s.u. বা

1.602 x 10-19 কুলম্ব

1.2 x 10-13

পরমাণুর কেন্দ্রে

অর্থাৎ নিউক্লিয়াসে

নিউট্রন

(n বা 0n1)

1.675 x 10-24 নিস্তড়িৎ  0 (শুন্য) 1.2 x 10-13

পরমাণুর কেন্দ্রে

অর্থাৎ নিউক্লিয়াসে

*****

Related Items

কৃত্রিম পলিমার ব্যবহারের সমস্যা ও নিয়ন্ত্রণ

কৃত্রিম পলিমার থেকে প্রস্তুত বস্তুসামগ্রীর ব্যবহার যথেচ্ছভাবে দ্রুতগতিতে বেড়ে চলেছে । পলিথিন ও টেফলন থেকে তৈরি ব্যাগ ও প্লাস্টিকের থলি এবং অন্যান্য সামগ্রী আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে । প্লাস্টিক এমন একটি দূষক যা প্রকৃতিতে দীর্ঘদিন অবিকৃত থাকে ...

পলিমেরাইজেশন ও কয়েকটি সাধারণ পলিমার

যে বিক্রিয়ায় বহুসংখ্যক ক্ষুদ্র ও সরল অণুর পারস্পরিক সংযোগের ফলে ভিন্ন ধর্ম ও উচ্চ আণবিক ভরবিশিষ্ট (20000 - 250000) অতিবৃহৎ-অণু গঠিত হয় সেই বিক্রিয়াকে বহুলীভবন বা পলিমেরাইজেশন বিক্রিয়া বলে । ওই বিক্রিয়ায় উত্পন্ন বৃহৎ-অণুকে পলিমার বলে । আবার যে সরল...

অ্যালকাইন (Alkyne)

যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন থাকে, তাদের অ্যালকাইন বলে। এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে । এই শ্রেণির যৌগগুলির ...

অ্যালকিন (Alkene)

যে সব হাইড্রোকার্বনে কম পক্ষে একটি কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকে, তাদের অ্যালকিন বলে । এই যৌগগুলি হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যালকেন উত্পন্ন করে । কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগে সর্বোচ্চ যতগুলি হাইড্রোজেন পরমাণু থাকতে পারে তার থেকে ...

অ্যালকেন (Alkane)

যে সব হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদের অ্যালকেন বলে । এদের গঠনে শুধু কার্বন-কার্বন একবন্ধন এবং কার্বন-হাইড্রোজেন একবন্ধন থাকে । অ্যালকেনগুলি কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগ ও এর অ্যালকেন ...