নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা

Submitted by arpita pramanik on Sat, 03/09/2013 - 12:15

নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা :

একটি টেস্ট-টিউবে নাইট্রিক অ্যাসিড কিংবা নাইট্রেট লবণের জলীয় দ্রবণ নিয়ে ওর সঙ্গে সদ্য প্রস্তুত FeSO4 দ্রবণ যোগ করা হল । এইবার টেস্ট-টিউবের গা-বেয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) ধীরে ধীরে দ্রবণের সঙ্গে যোগ করা হল । গাঢ় সালফিউরিক অ্যাসিড ভারী বলে তলায় চলে যায় এবং নীচের স্তর গঠন করে । এর ওপরে দ্রবণের স্তর থাকে । এই দুই তরলের সংযোগস্থলে একটা বাদামী বলয় গঠিত হয় । এই পরীক্ষাকে বলয় পরীক্ষা (Ring Test) বলা হয় । নাইট্রিক অ্যাসিড (HNO3) এবং নাইট্রেট লবণের শনাক্তকরণে এই পরীক্ষা করা হয় ।

বিক্রিয়া : গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে FeSO4 দ্রবণের সঙ্গে HNO3 -এর বিক্রিয়ায় NO উৎপন্ন হয় । উৎপন্ন NO অবিকৃত FeSO4 -এর সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোসোফেরাস সালফেট Fe(NO)SO4 উৎপন্ন করে । এর রং বাদামী— এটি হল বাদামী বলয় ।

    6FeSO4 + 3H2SO4 + 2HNO3 = 3Fe2(SO4)3 + 2NO + 4H2O

বর্তমান মতে উৎপন্ন NO, অবশিষ্ট FeSO4 -এর সঙ্গে যুক্ত হয়ে বাদামী বর্ণের [FeNO(H2O)5]SO4 যৌগ উৎপন্ন করে । FeSO4 + 6H2O = [Fe(H2O)6]SO4

     [Fe(H2O)6]SO4 + NO = [Fe(NO)(H2O)5]SO4 + H2O

নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন আছে  - প্রমাণ কর ।

[i] একটি ফ্লাস্কে ঝামা পাথর রেখে লোহিত-তপ্ত করে ওর ওপর ফোঁটা ফোঁটা গাঢ় নাইট্রিক অ্যাসিড (HNO3) ফেলা হল । উৎপন্ন গ্যাসকে প্রথমে বরফে রাখা U-টিউবের মধ্য দিয়ে, পরে হিমমিশ্রে রাখা U-টিউবের মধ্য দিয়ে চালনা করা হল । এর ফলে শেষ U-টিউবের নির্গম-নল দিয়ে একটি বর্ণহীন গ্যাস নির্গত হতে দেখা যায় । এর মধ্যে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরলে তীব্রভাবে জ্বলে ওঠে এবং ওই গ্যাস ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণে শোষিত হয় । সুতরাং, গ্যাসটি O2 । এই অক্সিজেন (O2) নাইট্রিক অ্যাসিড (HNO3) থেকে আসে ।

[ii] বরফে রাখা U-টিউবের মধ্যে বর্ণহীন তরল জমা হয় যা অনার্দ্র CuSO4 -কে নীল করে ।  সুতরাং, বর্ণহীন তরলটি হল জল । জলে H2 আছে, এই H2 নাইট্রিক অ্যাসিড থেকে আসে । 

    4HNO3 = 2H2O + 4NO2 + O2

[iii] উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে বর্ণহীন, গন্ধহীন একটি গ্যাস উৎপন্ন হয় । ওই গ্যাস জ্বলন্ত পাটকাঠিকে নিভিয়ে দেয় । ওই গ্যাসের মধ্যে জ্বলন্ত Mg জ্বলতে থাকে এবং বিক্রিয়া করে একটি সাদা পদার্থ উৎপন্ন করে যা ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়ায় ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া উৎপন্ন করে । সুতরাং সাদা যৌগটি নাইট্রাইড যৌগ যা N2 -এর সঙ্গে Mg -এর বিক্রিয়ায় উৎপন্ন হয় । তাই, বর্ণহীন গ্যাসটি নাইট্রোজেন । এই N2 নাইট্রিক অ্যাসিড থেকে আসে । 

    5Cu + 2HNO3 = 5CuO + N2 ↑ + H2

 3Mg + N2 = Mg3N2,  Mg3N2 + 6H2O = 3Mg(OH)2 + 2NH3

নাইট্রিক অ্যাসিডের ব্যবহার :

[i] রসায়নগারে বিকারক হিসাবে যেমন— অ্যাসিডরূপে, জারক পদার্থরূপে নাইট্রিক অ্যাসিড (HNO3) ব্যবহৃত হয় ।

[ii] বিস্ফোরক পদার্থ যেমন— নাইট্রো গ্লিসারিন যা ডিনামাইট তৈরিতে কাজে লাগে, ট্রাই-নাইট্রোটলুইন, পিকরিক অ্যাসিড প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় ।

[iii] সার উৎপাদনে এবং নাইট্রেট লবণ তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় ।

[iv] সেলুলয়েড, ওষুধ, সুগন্ধী নাইলন, প্লাস্টিক, রেয়ন, কৃত্রিম রং, কৃত্রিম সিল্ক তৈরিতে HNO3 ব্যবহৃত হয় ।

[v] অম্লরাজ (Aqua regia) প্রস্তুতিতে এবং বিভিন্ন ধাতু ও ধাতু সংকর দ্রবীভূত করতে নাইট্রিক অ্যাসিড (HNO3) ব্যবহৃত হয় ।

[vi] ইলেকট্রোপ্লেটিং ও তড়িৎকোশে নাইট্রিক অ্যাসিড (HNO3) ব্যবহৃত হয় ।

[vii] তামা ও পিতলের ওপর দাগ কেটে নক্সা করতে, রকেটের জ্বালানির জারক পদার্থ হিসাবে নাইট্রিক অ্যাসিড (HNO3) ব্যবহৃত হয় ।

*****

Related Items

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল ...

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা - হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ । নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...