ছোটো প্রশ্ন ও উত্তর : অ্যাভোগাড্রোর সূত্র

Submitted by arpita pramanik on Wed, 10/24/2012 - 18:58

ছোটো প্রশ্ন ও উত্তর : অ্যাভোগাড্রোর সূত্র

প্রশ্ন:-  কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর ধারণা দেন ?

উত্তর:-  ইতালীয় বিজ্ঞানী অ্যামিদিও অ্যাভোগাড্রো সর্বপ্রথম অণুর ধারণা দেন ।

 

প্রশ্ন:-  STP তে কোনো গ্যাসের আয়তন কত ?

উত্তর:-  STP তে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার ।

 

প্রশ্ন:-  [tex]3.0115 \times {10^{23}}[/tex] সংখ্যক ইলেকট্রন কত মোল ইলেক্ট্রনের সমান ?

উত্তর:- [tex]6.023 \times {10^{23}}[/tex] সংখ্যক ইলেকট্রন = 1 মোল ইলেক্ট্রন ।

অতএব [tex]3.0115 \times {10^{23}}[/tex] সংখ্যক ইলেকট্রন = [tex]\frac{{3.0115 \times {{10}^{23}}}}{{6.023 \times {{10}^{23}}}}[/tex] মোল ইলেক্ট্রন । = 0.5 মোল ইলেকট্রন ।

 

প্রশ্ন:-  অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে ? এর মান কত ?

উত্তর:-  এক গ্রাম-অণু পরিমাণ যে-কোনো পদার্থে সমান সংখ্যক অণু থাকে । এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে । অ্যাভোগাড্রো সংখ্যার মান : 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত ?

উত্তর:-  32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা = 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত ? (N = 14)

উত্তর:- নাইট্রোজেনের আণবিক গুরুত্ব = 14 x 2 = 28  ।  নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন = 28 গ্রাম ।

 

প্রশ্ন:- 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত ?

উত্তর:- 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা = 6.023 x 1023

 

প্রশ্ন:- 1 গ্রাম-পরমাণু অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত  ?

উত্তর:- 1 গ্রাম-পরমাণু অক্সিজেনে পরমাণুর সংখ্যা = 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  মৌলের পারমাণবিকতা বলতে কী বোঝায় ?  

উত্তর:-  কোনো মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে ।

 

প্রশ্ন:- ওজন গ্যাসের পারমাণবিকতা কত ?

উত্তর:- ওজন গ্যাসের (O3) পারমাণবিকতা = 3 ।

 

প্রশ্ন:- আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ?

উত্তর:-  আর্গন গ্যাসের পারমাণবিকতা = 1 ।

 

প্রশ্ন:-  একটি গ্যাসীয় মৌলের নাম লেখো যার অণু ও পরমাণু সমার্থক ?

উত্তর:-  গ্যাসীয় মৌলটির নাম হিলিয়াম । হিলিয়ামের একটি অণুতে একটি মাত্র পরমাণু থাকে  ।

 

প্রশ্ন:- আণব আয়তন কাকে বলে ?  N.T.P. তে এর মান কত ?

উত্তর:- প্রমাণ উষ্ণতা ও চাপে এক গ্রাম-অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে আণব আয়তন বলে ।  N.T.P. তে আণব আয়তনে মান = 22.4 লিটার ।

 

প্রশ্ন:-  একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5, ওই গ্যাসের আণবিক গুরুত্ব কত ?

উত্তর:-  গ্যাসের আণবিক গুরুত্ব = 2 x  গ্যাসের বাষ্প ঘনত্ব = 2 x 8.5 = 17 ।

 

প্রশ্ন:-  পরমাণুবাদের জনক কে ?  

উত্তর:- পরমাণুবাদের জনক হলেন স্যার জন ডালটন

 

প্রশ্ন:-  0.5 মোল জলের ভর কত ?

উত্তর:-  জলের আণবিক ভর = 18; অতএব, 1 মোল জল = 18 গ্রাম ।

           সুতরাং 0.5 মোল জল = (18 x 0.5) গ্রাম জল = 9 গ্রাম জল ।

 

প্রশ্ন:- N.T.P. -তে 5.6 লিটার NH3 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত ?

উত্তর:-  1 গ্রাম-অণু অ্যামোনিয়া = 17 গ্রাম NH3 ≡ 22.4 লিটার NH3 (NTP -তে)

            অতএব N.T.P. -তে  22.4 লিটার অ্যামোনিয়ায় অণুর সংখ্যা  6.023 x 1023

            অতএব N.T.P. -তে 5.6 লিটার অ্যামোনিয়ায় অণুর সংখ্যা = [tex]\frac{{6.023 \times {{10}^{23}}}}{{22.4}} \times 5.6 = 1.5057 \times {10^{23}}[/tex] ।

 

প্রশ্ন:-  S.T.P.  -তে N লিটার হাইড্রোজেন গ্যাসে অণুসংখ্যা 6.023 x 1023  হলে STP তে 2V লিটার কার্বন ডাই-অক্সাইড গ্যাসে অণুসংখ্যা কত  ?

উত্তর:- যেহেতু H2 গ্যাসে অণুসংখ্যা = 6.023 x 1023

অতএব 1 গ্রাম অণু H2 নেওয়া হয়েছিল ।

অতএব V লিটার H2  এ অণুসংখ্যা =  6.023 x 1023

অতএব  2V লিটার কার্বন ডাই-অক্সাইডে অণুসংখ্যা = 2 x 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  কোনো যৌগের একটি অণুর ভর 5.65 x 10-23 গ্রাম । যৌগটির আণবিক ভর কত  ?

উত্তর:-  যৌগটির 1 -টি অণুর ভর = 5.65 x 10-23 গ্রাম ।

অতএব যৌগটির 6.023 x 1023 -টি অণুর ভর =  6.023 x 1023 x 5.65 x 10-23  গ্রাম = 34.03 গ্রাম (প্রায়)  ।

সুতরাং যৌগটির আণবিক ভর = 34.03  ।

 

প্রশ্ন:-  একই উষ্ণতা ও চাপে V লিটার অক্সিজেন এবং [tex]\frac{V}{2}[/tex] লিটার সালফার ডাই-অক্সাইড গ্যাস সংগ্রহ করা হল । সংগৃহিত অক্সিজেনের ভর 32 গ্রাম হলে [tex]\frac{V}{2}[/tex] লিটার সালফার ডাই-অক্সাইডে অণুর সংখ্যা কত ?   (O = 16)

উত্তর:-  1 গ্রাম-অণু অক্সিজেন = 32 গ্রাম অক্সিজেন ।

অতএব V লিটার অক্সিজেনে অণুর সংখ্যা =  6.023 x 1023

সুতরাং [tex]\frac{V}{2}[/tex] সালফার ডাই-অক্সাইডে অণুর সংখ্যা = [tex]\frac{1}{2} \times 6.023 \times {10^{23}} = 3.0115 \times {10^{23}}[/tex]

*****

Comments

Related Items

রাসায়নিক বন্ধন, আয়নীয় যোজ্যতা, সমযোজ্যতা

দুই বা ততোধিক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন গুলির সুনির্দিষ্ট সমাবেশের ফলে পরমাণু গুলির মধ্যে যে মিলনের বা বন্ধনের সৃষ্টি হয় সেই বন্ধনকে রাসায়নিক বন্ধন বলে । রাসায়নিক বন্ধন এ অংশগ্রহণকারী প্রত্যেকটি পরমাণুর সর্বশেষ কক্ষের ইলেকট্রন গুলির ...

পর্যায় সারণি (Periodic table)

রয়ী সূত্র, অকটেড ব অষ্টক সূত্র , মেন্ডেলিফের পর্যায়সূত্র, পর্যায় সূত্র, পর্যায় সারণি, পরমাণু-ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা ও পর্যায়-সারণি, আধুনিক পর্যায়সূত্র, পর্যায়, শ্রেণি ও উপশ্রেণি, পর্যায়-সারণির বর্ণনা, পর্যায় এবং শ্রেণিতে মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা এবং তাদের পরিবর্তনশীলতা ...

আধুনিক পদার্থ বিজ্ঞান (Modern Physics)

তাপীয় আয়ন নিঃসরণ, তপ্ত ক্যাথোড-রশ্মি নল, দুই তড়িদ্দ্বারবিশিষ্ট তাপীয় আয়ন ভালভ বা ডায়োড ভালভ, এক্স-রশ্মি উত্পাদনের নীতি, গ্যাস ভর্তি এক্স-রশ্মি নল, কুলীজ নল, এক্স-রশ্মির ধর্ম, এক্স-রশ্মির ব্যবহার, এক্স-রশ্মির এবং সাধারণ আলোক-রশ্মির তুলনা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ...

প্রবাহী তড়িৎবিজ্ঞান (Current Electricity)

তড়িৎ-চুম্বকত্ব, প্রবাহী তড়িৎ-বিজ্ঞান ও তড়িৎ-চুম্বকত্ব, তড়িতাধানের প্রবাহ —তড়িৎপ্রবাহ, তড়িৎ-বিভব এবং বিভব-প্রভেদ, তড়িৎ-বিভব, তড়িৎ-বিভবের পরিমাপ, তড়িৎ-বিভবের একক, বিভব-প্রভেদ, বিভব-প্রভেদের একক, তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ, তড়িচ্চালক বল ...

আলো : লেন্স ও বিচ্ছুরণ

দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রাতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে । তল দুটির উভয়েই গোলীয় বা একটি গোলীয় এবং অপরটি সমতল হাতে পারে । লেন্স দুই প্রকারের আছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অবতল লেন্স বা অপসারি লেন্স ...