ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ

Submitted by arpita pramanik on Mon, 11/12/2012 - 12:23

ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ (Oxidation and Reduction)

প্রশ্ন:-  একটি জারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি জারক গ্যাসের নাম হল অক্সিজেন (O2) ।

 

প্রশ্ন:-  একটি বিজারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি বিজারক গ্যাসের নাম হল হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  জারক এবং বিজারক দুই হিসেবে কাজ করে এমন দুটি পদার্থের নাম কী ?

উত্তর:-  জারক এবং বিজারক উভয় রূপে কাজ সালফার ডাই-অক্সাইড (SO2) এবং হাইড্রোজেন পারক্সাইড (H2O2) ।

 

প্রশ্ন:-  জারণ ও বিজারণে আয়নের যোজ্যতার কী পরিবর্তন ঘটে ?

উত্তর:-  জারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা বাড়ে এবং  বিজারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা কমে

 

প্রশ্ন:-  একটি তরল জারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল জারক পদার্থের নাম হল ব্রোমিন (Br2)  ।

 

প্রশ্ন:- একটি তরল বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল বিজারক পদার্থের নাম হল হাইড্রোব্রোমিক অ্যাসিড (HBr) ।

 

প্রশ্ন:-  A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:- A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় B জারক এবং A বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম কী ? 

উত্তর:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম হল ক্লোরিন (Cl2) ।

 

প্রশ্ন:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম হল সোডিয়াম (Na) ।

 

প্রশ্ন:-  Fe+2 → Fe+3 একটি জারণ না বিজারণ বিক্রিয়া ?

উত্তর:-  এখানে  Fe+2 - e → Fe+3 অর্থাৎ এটি একটি জারণ প্রক্রিয়া ।

 

প্রশ্ন:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে কোনটি জারিত এবং কোনটি বিজরিত হয়েছে ?

উত্তর:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে H2S জারিত এবং Cl2 বিজরিত হয়েছে ।

 

প্রশ্ন:-  দুটি জারক দ্রব্যের নাম লেখো  ?

উত্তর:-  দুটি জারক দ্রব্যের নাম হল নাইট্রিক অ্যাসিড (HNO3) এবং ব্রোমিন (Br2) ।

 

প্রশ্ন:-  দুটি বিজারক দ্রব্যের নাম লেখো ?

উত্তর:-  দুটি বিজারক দ্রব্যের নাম হল কার্বন (C) এবং হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে HNO3 জারক এবং HI বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম লেখো ।

উত্তর:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম হল কার্বন (C) ।

 

প্রশ্ন:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম কি ?

উত্তর:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম হল ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড (MnO2) ।

 

প্রশ্ন:-  CO এবং CO2 মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  CO এবং CO2 মধ্যে CO2 জারক এবং CO বিজারক  ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর জারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর জারণের (এক বা একাধিক ইলেকট্রন বর্জনের ) ফলে উত্পন্ন হয়, ক্যাটায়ন

যথা:  Na – e → Na+ (জারণ ) ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর বিজারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর বিজারণের (এক বা একাধিক ইলেকট্রন গ্রহনের ) ফলে উত্পন্ন হয়,  অ্যানায়ন

যথা:  Cl + e → Cl-  (বিজারণ) ।

*****

Related Items

লোহা বা আয়রন (Iron)

আয়রনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না । পৃথিবীতে বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে আয়রনের আকরিক পাওয়া যায়। ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে লোহার আকরিক পাওয়া যায় । ভূ-ত্বকে আয়রনের পরিমাণ 4.12 শতাংশ। ...

দস্তা বা জিঙ্ক (Zinc)

জিঙ্ক ধাতুকে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না । জিঙ্কের প্রধান আকরিকগুলি জিঙ্কাইট ক্যালামাইন , জিঙ্কব্লেন্ড। জিঙ্কব্লেন্ড জিঙ্কের প্রধান আকরিক । ভারতের রাজস্থান, বিহার, পাঞ্জাব ও তামিলনাড়ুতে জিঙ্কব্লেন্ড পাওয়া যায় । ...

ম্যাগনেসিয়াম (Magnesium)

ম্যাগনেসিয়ামকে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না । এর নানা রকম যৌগ প্রচুর পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায় । ম্যাগনেসিয়ামের সংকেত-Mg পারমাণবিক সংখ্যা- 12 পারমাণবিক ভর- 24.3 যোজ্যতা- 2 । এর প্রধান আকরিকগুলি হল ..

অ্যালুমিনিয়াম (Aluminium)

অ্যালুমিনিয়াম ধাতুকে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না । যৌগরূপে এই ধাতুকে প্রকৃতির মধ্যে প্রচুর পাওয়া যায় । ভু-পৃষ্ঠের সব ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। বিমান ও মোটর গাড়ির কাঠামো প্রস্তুতিতে, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার তৈরিতে অ্যালুমিনিয়াম ...

খনিজ ও আকরিক

যেসব খনিজ থেকে সহজে ও সুলভে প্রয়োজনীয় ধাতু নিষ্কাশন করা যায়, তাদের ওই ধাতুর আকরিক বলে । কোনো ধাতুর সব খনিজই খরচ ও সহজ লভ্যতার প্রেক্ষিতে ধাতু নিষ্কাশনের উপযুক্ত নাও হতে পারে । যে কারণে বলা হয়— কোনো ধাতুর আকরিকগুলি এর খনিজ, কিন্তু যেকোনো খনিজই ...