ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ

Submitted by arpita pramanik on Mon, 11/12/2012 - 12:23

ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ (Oxidation and Reduction)

প্রশ্ন:-  একটি জারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি জারক গ্যাসের নাম হল অক্সিজেন (O2) ।

 

প্রশ্ন:-  একটি বিজারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি বিজারক গ্যাসের নাম হল হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  জারক এবং বিজারক দুই হিসেবে কাজ করে এমন দুটি পদার্থের নাম কী ?

উত্তর:-  জারক এবং বিজারক উভয় রূপে কাজ সালফার ডাই-অক্সাইড (SO2) এবং হাইড্রোজেন পারক্সাইড (H2O2) ।

 

প্রশ্ন:-  জারণ ও বিজারণে আয়নের যোজ্যতার কী পরিবর্তন ঘটে ?

উত্তর:-  জারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা বাড়ে এবং  বিজারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা কমে

 

প্রশ্ন:-  একটি তরল জারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল জারক পদার্থের নাম হল ব্রোমিন (Br2)  ।

 

প্রশ্ন:- একটি তরল বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল বিজারক পদার্থের নাম হল হাইড্রোব্রোমিক অ্যাসিড (HBr) ।

 

প্রশ্ন:-  A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:- A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় B জারক এবং A বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম কী ? 

উত্তর:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম হল ক্লোরিন (Cl2) ।

 

প্রশ্ন:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম হল সোডিয়াম (Na) ।

 

প্রশ্ন:-  Fe+2 → Fe+3 একটি জারণ না বিজারণ বিক্রিয়া ?

উত্তর:-  এখানে  Fe+2 - e → Fe+3 অর্থাৎ এটি একটি জারণ প্রক্রিয়া ।

 

প্রশ্ন:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে কোনটি জারিত এবং কোনটি বিজরিত হয়েছে ?

উত্তর:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে H2S জারিত এবং Cl2 বিজরিত হয়েছে ।

 

প্রশ্ন:-  দুটি জারক দ্রব্যের নাম লেখো  ?

উত্তর:-  দুটি জারক দ্রব্যের নাম হল নাইট্রিক অ্যাসিড (HNO3) এবং ব্রোমিন (Br2) ।

 

প্রশ্ন:-  দুটি বিজারক দ্রব্যের নাম লেখো ?

উত্তর:-  দুটি বিজারক দ্রব্যের নাম হল কার্বন (C) এবং হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে HNO3 জারক এবং HI বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম লেখো ।

উত্তর:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম হল কার্বন (C) ।

 

প্রশ্ন:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম কি ?

উত্তর:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম হল ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড (MnO2) ।

 

প্রশ্ন:-  CO এবং CO2 মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  CO এবং CO2 মধ্যে CO2 জারক এবং CO বিজারক  ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর জারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর জারণের (এক বা একাধিক ইলেকট্রন বর্জনের ) ফলে উত্পন্ন হয়, ক্যাটায়ন

যথা:  Na – e → Na+ (জারণ ) ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর বিজারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর বিজারণের (এক বা একাধিক ইলেকট্রন গ্রহনের ) ফলে উত্পন্ন হয়,  অ্যানায়ন

যথা:  Cl + e → Cl-  (বিজারণ) ।

*****

Related Items

পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা

কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক তড়িতের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু-ক্রমাঙ্ক বলে । যেহেতু, প্রত্যেক প্রোটনে ধনাত্মক তড়িতের পরিমাণ এক একক ; সুতরাং, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনগুলির মোট সংখ্যাই হল ...

পরমাণুর ইলেক্ট্রনের বন্টন

ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ...

সৌর জগৎ ও পরমাণুর গঠন

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ...

মৌলের ইলেকট্রন বিন্যাস

হাইড্রোজেন, হিলিয়াম (নিষ্ক্রিয়), লিথিয়াম, বেরিলিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন (নিষ্ক্রিয়), সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন (নিষ্ক্রিয়), পটাশিয়াম, ক্যালশিয়াম ...

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই । নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন [nucleon] বলা হয় । ...