গ্যাসের আচরণ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 22:56

গ্যাসের আচরণ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

1. চার্লসের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর    B. গ্যাসের চাপ          C. গ্যাসের আয়তন    D. A এবং B উভয়ই

2. বয়েলের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর       B. গ্যাসের উষ্ণতা     C. গ্যাসের চাপ        D. A এবং B উভয়ই

3. শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---

A. ভারী    B. হালকা   C. কখনো ভারী আবার কখনো হালকা        D.ভারীও নয় আবার হালকাও নয়

4. STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---

A. 22.4 L   B. 2.24 L     C. 22.2 L    D.  22.4 cm3

5. পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---

A. 0           B. 273         C. 2.24 L    D. 22.4 L

6. গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---

A. বাড়বে       B. কমবে       C.  অপরিবর্তিত থাকবে         D. প্রথমে বাড়বে, পরে কমবে

7. নিচের কোনটি চাপের SI একক ?

A. Nm2      B. Nm-2     C. Nm       D. N

8. একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 ; নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ?

A. 8       B.   16       C. 32       D.  64

 

 

অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

 

1. চাপের SI একক এর নাম লেখ

2. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত

3. 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300k এর মধ্যে কোন উষ্ণতায় বেশি

4. চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে

5. চার্লসের সূত্রের ধ্রুবক কি কি

6. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে

7. বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

8. ভি বনাম টি এবং ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

9. পরম শূন্য কে পরম বলার কারণ কি

10. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখ

 

 

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (নিচের প্রশ্নগুলির 2-3 বাক্যে উত্তর দাও)

1. বয়েলের সূত্রটি বিবৃত করো

2. চার্লসের সূত্রটি বিবৃত করো

3. বয়েলের সূত্র অনুসারে pv বনাম  p লেখচিত্র অঙ্কন করো

4. -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় -- ব্যাখ্যা করো

5. সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় করো

7. বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুত হয় ?

8. গ্যাসের ব্যাপন কাকে বলে ?

9. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3  হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?

10. 4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300k উষ্ণতায় 8 g H2 গ্যাসের ( H = 1) আয়তন কত হবে ? ( R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1 )

11. উষ্ণতার পরম স্কেল কি?

 

 

 

 

Comments

Related Items

বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা

কোনো কারণে বাড়িতে বিদ্যুৎ লাইনে নিরাপদ সীমার অতিরিক্ত তড়িৎপ্রবাহ চালু হলে আগুন লেগে বিপদ ঘটতে পারে । বাড়িতে তড়িৎ বর্তনীর লাইনে নিরাপত্তার জন্য কম গলনাঙ্ক বিশিষ্ট কোনোও সংকর ধাতুর তৈরি এবং বেশি রোধের যে সরু তার শ্রেণি সমবায়ে লাইন তারের সঙ্গে সংযুক্ত করা ...

তড়িৎ-ক্ষমতা এবং শক্তি

কার্য করবার হারকে ক্ষমতা বলে । তড়িৎ-ক্ষমতা বলতে তড়িৎপ্রবাহের কার্য করবার হার-কে বোঝায় । বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা ওয়াট [watt] নামক এককে প্রকাশ করা হয় । যে বৈদ্যুতিক যন্ত্র এক সেকেন্ডে [second] এক জুল [joule] কার্য করতে পারে, তার ক্ষমতাকে 1 ওয়াট [watt] বলা হয় । ...

তড়িৎপ্রবাহের তাপীয় ফল ও তার প্রয়োগ

1841 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল সর্বপ্রথম পরিবাহীতে তড়িৎপ্রবাহের ফলে তাপের সৃষ্টি সম্পর্কে তিনটি সূত্র প্রকাশ করেন, এই সূত্রগুলিকে জুলের সূত্র বলা হয় । কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে পরিবাহী উত্তপ্ত হয়ে ওঠে— একেই তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলে ...

রোধের সমবায় এবং তুল্যাঙ্ক রোধ

ব্যবহারিক ক্ষেত্রে একাধিক রোধকে একত্রে যুক্ত করে মোট রোধের মান বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় । একে রোধের সমবায় বলা হয় । কোনো তড়িৎ-বর্তনীর দুই প্রান্তে একাধিক রোধ যুক্ত থাকলে বর্তনীতে যে প্রবাহ হয়, রোধগুলির পরিবর্তে ওই দুই প্রান্তের সঙ্গে একটি মাত্র রোধ যোগ ...

রোধাঙ্ক (Resistivity)

একই প্রস্থচ্ছে এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের উপাদানের ওপর নির্ভর করে । যেমন, একই প্রস্থচ্ছেদ এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট তামার ও রুপোর তারের রোধ কম । কোনো পদার্থের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদবিশিষ্ট তারের রোধকে রোধাঙ্ক বলে । আবার একক প্রস্থচ্ছেদ ...