গ্যাসের আচরণ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 22:56

গ্যাসের আচরণ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

1. চার্লসের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর    B. গ্যাসের চাপ          C. গ্যাসের আয়তন    D. A এবং B উভয়ই

2. বয়েলের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর       B. গ্যাসের উষ্ণতা     C. গ্যাসের চাপ        D. A এবং B উভয়ই

3. শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---

A. ভারী    B. হালকা   C. কখনো ভারী আবার কখনো হালকা        D.ভারীও নয় আবার হালকাও নয়

4. STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---

A. 22.4 L   B. 2.24 L     C. 22.2 L    D.  22.4 cm3

5. পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---

A. 0           B. 273         C. 2.24 L    D. 22.4 L

6. গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---

A. বাড়বে       B. কমবে       C.  অপরিবর্তিত থাকবে         D. প্রথমে বাড়বে, পরে কমবে

7. নিচের কোনটি চাপের SI একক ?

A. Nm2      B. Nm-2     C. Nm       D. N

8. একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 ; নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ?

A. 8       B.   16       C. 32       D.  64

 

 

অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

 

1. চাপের SI একক এর নাম লেখ

2. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত

3. 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300k এর মধ্যে কোন উষ্ণতায় বেশি

4. চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে

5. চার্লসের সূত্রের ধ্রুবক কি কি

6. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে

7. বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

8. ভি বনাম টি এবং ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

9. পরম শূন্য কে পরম বলার কারণ কি

10. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখ

 

 

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (নিচের প্রশ্নগুলির 2-3 বাক্যে উত্তর দাও)

1. বয়েলের সূত্রটি বিবৃত করো

2. চার্লসের সূত্রটি বিবৃত করো

3. বয়েলের সূত্র অনুসারে pv বনাম  p লেখচিত্র অঙ্কন করো

4. -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় -- ব্যাখ্যা করো

5. সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় করো

7. বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুত হয় ?

8. গ্যাসের ব্যাপন কাকে বলে ?

9. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3  হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?

10. 4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300k উষ্ণতায় 8 g H2 গ্যাসের ( H = 1) আয়তন কত হবে ? ( R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1 )

11. উষ্ণতার পরম স্কেল কি?

 

 

 

 

Comments

Related Items

রাসায়নিক বন্ধনী

দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগে যৌগ গঠিত হয় । রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলিই অংশগ্রহণ করে । সকল যৌগের রাসায়নিক সংস্থিতি সুনির্দিষ্ট এবং এতে বিভিন্ন মৌলের পরমাণুগুলি সরল অনুপাতে যুক্ত থাকে । অপর মৌলের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠনের ...

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি

IUPAC - এর সুপারিশ অনুযায়ী উপশ্রেণি A এবং উপশ্রেণি B -এর অবস্থান নিয়ে পূর্বে যে মতবাদ ছিল তা দূর করে দীর্ঘ পর্যায়-সারণির আধুনিক রূপটি প্রকাশ করা হয়েছে । আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলিকে মোট 7টি ...

মেন্ডেলিফের পর্যায়-সারণিতে কতকগুলি মৌলের অবস্থান

মেন্ডেলিফের পর্যায়-সারণি ত্রুটি মুক্ত নয় । তবুও এর অবদান অনেক । মেন্ডেলিফের পর্যায়-সারণিতে H2 -এর স্থান সুনির্দিষ্ট নয় । হাইড্রোজেন একযোজী এবং একদিকে যেমন IA -শ্রেণির অন্তর্ভুক্ত Li, Na, K....ইত্যাদি ক্ষার ধাতুগুলির মতো ব্যবহার করে, আবার অন্যদিকে VIIB-শ্রেণির অন্তর্ভুক্ত ...

পর্যায় এবং শ্রেণিতে মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা এবং তাদের পরিবর্তনশীলতা

পর্যায় এবং শ্রেণিতে মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা এবং তাদের পরিবর্তনশীলতা

Periodic properties and their variation inPeriods and Groups

পর্যায়-সারণিতে একই শ্রেণির একই উপশ্রেণিভুক্ত মৌলদের ধর্মের মিল এবং অমিল দেখা যায় যেমন— হাইড্রোজেন ছাড়া উপশ্রেণি IA -এর সব মৌলগুলির উচ্চ পরা-তড়

পর্যায় সারণির বর্ণনা

বিভিন্ন মৌলগুলিকে বিভিন্ন পর্যায়ে কীভাবে সাজানো যায় তার সংক্ষিপ্ত পরিচয় নীচে দেওয়া হল । প্রথম পর্যায়- এই পর্যায়ে মাত্র দুটি মৌল H এবং He জায়গা পেয়েছে । সাধারণ উষ্ণতায় দুটি মৌলই গ্যাসীয় । এই পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলে । দ্বিতীয় পর্যায়- এই পর্যায়ে মোট আটটি মৌল আছে ...