অ্যাভোগাড্রোর সূত্র
গাণিতিক উদাহরণ :
1. 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত ?
Ans : জলের (H2O) আণবিক ভর = 2×1+16=18;
সুতরাং, জলের গ্রাম আণবিক ভর = 18 গ্রাম ।
তাহলে, 18 গ্রাম জলে অণুর সংখ্যা = 6.023×1023;
তাহলে 9 গ্রাম জলে অণুর সংখ্যা = 6.023×102318×9 = 3.0115×1023
*****