কতকগুলি ধাতুর উৎস ও ধর্ম এবং ব্যবহার

Submitted by arpita pramanik on Tue, 10/09/2012 - 09:09

কতকগুলি ধাতুর উৎস ও ধর্ম এবং ব্যবহার (Sources, Properties and Uses of Some Metals) :

প্রকৃতিতে কতগুলি ধাতু কম সক্রিয় বলে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় । যেমন— সোনা রূপা তামা মার্কারি প্লাটিনাম প্রভৃতি । এছাড়া অন্যান্য ধাতুগুলো প্রকৃতিতে ওদের বিভিন্ন যৌগরূপে পাওয়া যায় । এইসব প্রকৃতিজাত ও অজৈব পদার্থ গুলিকে খনিজ বলে । প্রকৃতির মধ্যে ভূগর্ভের নীচে বা ভূপৃষ্ঠের উপরে পাথরের মত কঠিন অবস্থায় থাকা বিভিন্ন ধাতুর যৌগ খনিজরূপে পাওয়া যায় । যেমন রেড হেমাটাইট (Fe2O3) হল লোহার একটি খনিজ, বক্সাইট (Al2O3, 2H2O) পাথর অ্যালুমিনিয়ামের একটি খনিজ । আবার  সকল  খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় না । যে সকল  খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে ।  যেমন বক্সাইট থেকে সহজে ও সুলভে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় তাই বক্সাইট কি অ্যালুমিনিয়ামের আকরিক । কিন্তু ফেসলপার (K2O, Al2O3, 6SiO2) থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না , তাই ফেসলপার অ্যালুমিনিয়ামের একটি খনিজ হলেও একে আকরিক বলা যায় না ।

তাই বলা হয় সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ।

আকরিক থেকে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে ধাতু প্রস্তুত করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে

অ্যালুমিনিয়াম (Aluminium) :-       

• অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলি :-

• রাসায়নিক ধর্ম :-

• ব্যবহার :-

☼ ম্যাগনেসিয়াম (Magnesium):-

• ম্যাগনেসিয়ামের প্রধান আকরিকগুলি :-

• রাসায়নিক ধর্ম :-

• ব্যবহার :-

☼ দস্তা বা জিঙ্ক (Zinc):- 

• জিঙ্কের প্রধান আকরিকগুলি :-

• রাসায়নিক ধর্ম :-

• ব্যবহার :-

☼ লোহা বা আয়রন (Iron):-

• আয়রনের প্রধান আকরিকগুলি :-

• রাসায়নিক ধর্ম :-

• ব্যবহার :-

☼ তামা বা কপার (Copper):-

• কপারের প্রধান আকরিকগুলি :-

• রাসায়নিক ধর্ম :-

• ব্যবহার :-

☼ ধাতু সংকর (Alloys):-

•  সংকর ধাতুর বৈশিষ্ট্য :- 

•  ধাতু-সংকর প্রস্তুতি :-

•  ধাতু-সংকরের উপযোগিতা :- 

☼ কয়েকটি বিশিষ্ট ধাতু-সংকরের নাম, উপাদান, এবং ব্যবহার

*****

Comments

Related Items

ব্লিচিং পাউডার বা বিরঞ্জক চূর্ণ

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট । ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় । ব্লিচিং পাউডার জলীয় বাষ্প শোষণ করে, জলের সঙ্গে আংশিক বিক্রিয়া করে ক্যালশিয়াম ক্লোরাইড ও ক্যালশিয়াম হাইপো-ক্লোরাইট উত্পন্ন করে । ...

সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা

সোডিয়াম কার্বনেট হল নর্মাল লবণ ও অজৈব যৌগ । সোডিয়াম কার্বনেট, কঠিন, গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার পদার্থ । সোডিয়াম কার্বনেট -এর গলাঙ্ক হল 786°C । সোডিয়াম কার্বনেট কেলাস উদ্ত্যাগী পদার্থ, জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকে সোডিয়াম কার্বনেটের ...

দূষণ, বায়ুদূষণ, অ্যাসিড বৃষ্টি

গোল্ডস্মিথ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে সোনার মধ্যে মিশে থাকা ক্ষারকীয় ধাতুগুলিকে দ্রবীভূত করে সোনার পরিশোধন করে । ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় । এই গ্যাসটিকে বায়ুতে নির্গত করলে পারিপার্শ্বিক অঞ্চল দূষিত হবে । আবার যদি জলে ...

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কে সনাক্ত করার জন্য বিভিন্ন বিকারক দ্রবণে দ্রবীভূত করলে যে যে ঘটনা গুলি দেখা যায় সেই গুলো পর্যবেক্ষণ করলে অ্যাসিড গুলিকে শনাক্ত করা যায় ...

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার

সালফিউরিক অ্যাসিডকে জারক, বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয় । অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে, পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড তৈরি করতে, স্টোরেজ ব্যাটারিতে, বিস্ফোরক দ্রব্য, গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে ...