ওজন-ওজন সংক্রান্ত গণনা

Submitted by arpita pramanik on Sat, 01/12/2013 - 20:30

ওজন-ওজন সংক্রান্ত গণনা :

গ্রাম-আণবিক ভর এবং গ্রাম-আণবিক আয়তনের ব্যবহারিক প্রয়োগ (Practical application of Gram-molecular mass and Gram-molecular volume) :

[A] ওজন-ওজন সংক্রান্ত গণনা (Calculation involving weight and weight) : পদার্থের পারমাণবিক ভর ও আণবিক ভর জানা থাকলে রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ায় সংশ্লিষ্ট বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির ভর জানা যায় ।  

গাণিতিক উদাহরণ :

1. 10 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন ?

[ K = 39,    Cl = 35.5,   O = 16 ]

Ans :  বিক্রিয়ার সমীকরণটি হল :  2KClO3 = 2KCl + 3O2

[tex]2[39 + 35.5 + 3 \times 16 = 245][/tex]   [tex]3[2 \times 16]=96[/tex]

দেখা যাচ্ছে যে, 96 গ্রাম O2 প্রস্তুত করতে 245 গ্রাম KClO3 প্রয়োজন

অতএব 10 গ্রাম O2 প্রস্তুত করতে [tex]{{245} \over {96}} \times 10 = 25.52[/tex] গ্রাম (প্রায়) KClO3 প্রয়োজন ।

*****

Related Items

Class X Physical Science Study Reference (Old Syllabus)

ভৌত বিজ্ঞান, দশম শ্রেণির জন্য, পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর প্রকল্প, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, তাপ, আলো : লেন্স ও বিচ্ছুরণ, প্রবাহী তড়িৎবিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, তড়িৎ চুম্বকত্ব, পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, আয়নীয় যোজ্যতা, সমযোজ্যতা ...