ছোটো প্রশ্নোত্তর : অ্যাসিড, ক্ষারক ও লবণ

Submitted by arpita pramanik on Tue, 12/18/2018 - 21:12

ছোটো প্রশ্ন ও উত্তর : অ্যাসিড, ক্ষারক ও লবণ

1. অ্যাসিড, ক্ষারক ও লবণ এর সংজ্ঞা লেখ এবং ওদের উদাহরণ দাও ।

2. অ্যাসিডের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ।

3. অ্যাসিড কাকে বলে ? কয়েকটি জৈব ও অজৈব অ্যাসিড এর নাম করো ?

4. তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড বলতে কী বোঝো ?

5. অ্যাসিডের ক্ষার গ্রহীতা বলতে কী বোঝায় ?

6. H2SO4 এবং HCL এর ক্ষার গ্রহীতা কত ?

7. একটি জলীয় দ্রবণ আম্লিক না ক্ষারীয় তা কিভাবে বুঝবো ?

8. ক্ষারক এবং ক্ষার কাকে বলে ? ক্ষারক এবং ক্ষারের মধ্যে পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দাও ।

9. 'ক্ষার মাত্রই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়' - কথাটির তাৎপর্য উদাহরণসহ বুঝিয়ে দাও ।

10. ক্ষারকের প্রধান ধর্ম গুলি উল্লেখ করো ? ক্ষারকের অম্ল গ্রহীতা বলতে কী বোঝো ?

11. Ca(OH)2 এবং Al(OH)3 অম্ল গ্রহীতা কত ?

12. তীব্র ক্ষার এবং মৃদু ক্ষার বলতে কী বোঝো ?

13. 'NaOH একটি তীব্র ক্ষার কিন্তু NH4OH একটি মৃদু ক্ষার' -- কারন সহ বুঝিয়ে দাও ।

14. লবণ কাকে বলে ? লবণ কয় প্রকার ও কি কি ? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও ?

15. অ্যাসিড লবণ এবং ক্ষারীয় লবণ কাকে বলে ?

16. সংকেতসহ অ্যাসিড ও ক্ষারীয় লবণ এর নাম লেখ ।

17. নর্মাল লবন এর সংজ্ঞা দাও ।

18. দুটি পরীক্ষা নলের মধ্যে একটিতে লঘু H2SO4  দ্রবণ এবং অপরটিতে কস্টিক সোডা (KOH) দ্রবণ আছে । কোনটিতে কি আছে তা কিভাবে শনাক্ত করবে ?

19. প্রশমন প্রক্রিয়া কাকে বলে ?

20. সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ফেনলপথ্যালিন দিলে রং কিরূপ হয় ?

*****

Comments

Related Items

পদার্থ : গঠন ও ধর্ম

চাপ ও ঘাত, আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাসান ও নিমজ্জন, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্ণৌলির নীতি, স্থিতিস্থাপকতা

শব্দদূষণ (Sound Poullution)

জলদুষণ, বায়ুদূষণের মত শব্দদূষণও আমাদের পরিবেশকে দূষিত করে । মূলত শব্দের প্রাবল্য তথা তীব্রতার কারণে শব্দদূষণ ঘটে । শব্দের প্রাবল্য যত বেশি হয় মানুষের কানের পক্ষে তা তত বেশি পীড়াদায়ক হয় । শব্দের তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় ‘বেল’ এককে । ব্যবহারিক ক্ষেত্রে এককটি বড়ো হওয়ায় তার 1/10 অংশ অর্থাৎ, ‘ডেসিবেল’ ...

শব্দ (Sound)

শব্দ কথাটি আমাদের সকলেরই পরিচিত । সারাদিন আমরা বিভিন্ন ধরণের শব্দ শুনে থাকি যেমন পাখির কলরবের শব্দ , রাস্তায় গাড়ির শব্দ, সাউন্ড সিস্টেমের শব্দ, কল থেকে জল পড়ার শব্দ

ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

শব্দ সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্নোত্তর : পদার্থের অবস্থার পরিবর্তন

পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।