ছোটো প্রশ্নোত্তর : অ্যাসিড, ক্ষারক ও লবণ

Submitted by arpita pramanik on Tue, 12/18/2018 - 21:12

ছোটো প্রশ্ন ও উত্তর : অ্যাসিড, ক্ষারক ও লবণ

1. অ্যাসিড, ক্ষারক ও লবণ এর সংজ্ঞা লেখ এবং ওদের উদাহরণ দাও ।

2. অ্যাসিডের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ।

3. অ্যাসিড কাকে বলে ? কয়েকটি জৈব ও অজৈব অ্যাসিড এর নাম করো ?

4. তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড বলতে কী বোঝো ?

5. অ্যাসিডের ক্ষার গ্রহীতা বলতে কী বোঝায় ?

6. H2SO4 এবং HCL এর ক্ষার গ্রহীতা কত ?

7. একটি জলীয় দ্রবণ আম্লিক না ক্ষারীয় তা কিভাবে বুঝবো ?

8. ক্ষারক এবং ক্ষার কাকে বলে ? ক্ষারক এবং ক্ষারের মধ্যে পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দাও ।

9. 'ক্ষার মাত্রই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়' - কথাটির তাৎপর্য উদাহরণসহ বুঝিয়ে দাও ।

10. ক্ষারকের প্রধান ধর্ম গুলি উল্লেখ করো ? ক্ষারকের অম্ল গ্রহীতা বলতে কী বোঝো ?

11. Ca(OH)2 এবং Al(OH)3 অম্ল গ্রহীতা কত ?

12. তীব্র ক্ষার এবং মৃদু ক্ষার বলতে কী বোঝো ?

13. 'NaOH একটি তীব্র ক্ষার কিন্তু NH4OH একটি মৃদু ক্ষার' -- কারন সহ বুঝিয়ে দাও ।

14. লবণ কাকে বলে ? লবণ কয় প্রকার ও কি কি ? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও ?

15. অ্যাসিড লবণ এবং ক্ষারীয় লবণ কাকে বলে ?

16. সংকেতসহ অ্যাসিড ও ক্ষারীয় লবণ এর নাম লেখ ।

17. নর্মাল লবন এর সংজ্ঞা দাও ।

18. দুটি পরীক্ষা নলের মধ্যে একটিতে লঘু H2SO4  দ্রবণ এবং অপরটিতে কস্টিক সোডা (KOH) দ্রবণ আছে । কোনটিতে কি আছে তা কিভাবে শনাক্ত করবে ?

19. প্রশমন প্রক্রিয়া কাকে বলে ?

20. সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ফেনলপথ্যালিন দিলে রং কিরূপ হয় ?

*****

Comments

Related Items

পদার্থ ও শক্তি (Matter and Energy)

প্রকৃতিতে দুটি ভিন্ন বিষয় অস্তিত্ব আমরা বুঝতে পারি একটি জড় বা পদার্থ (matter) এবং অন্যটি হলো শক্তি (energy)। পদার্থের নির্দিষ্ট পরিমাণকে বস্তু বলে । যেমন প্লাস্টিক দিয়ে জলের বালতি, মগ তৈরি করা হয় সুতরাং জলের বালতি, মগ হলো বস্তু কিন্তু এগুলির উপাদান প্লাস্টিক হলো

কার্য, ক্ষমতা ও শক্তি

বাইরে থেকে কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর অবস্থানের বিবর্তন হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয় । কিন্তু বল প্রয়োগ করলেও যদি বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে সে ক্ষেত্রে প্রযুক্ত বল কোন কার্য করেছে বলে ধরা হয় না । বল এবং সরণ ভেক্টর রাশি হলেও কার্য একটি স্কেলার রাশি কার্যের মান আছে ...

গতি সংক্রান্ত কয়েকটি রাশি

যদি কোন বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে সেই পরিবর্তনকে বস্তুটির সরণ বলে । অর্থাৎ নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন কে স্মরণ বলে । বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান একটি সরলরেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় তাই হলো সরণের পরিমাপ ।

শ্বসন (Respiration)

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু (শ্বসন বস্তু) মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উৎসেচকের সহায়তায় জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড, জল (কখনো ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড) উৎপন্ন করে এবং খাদ্যে আবদ্ধ স্থৈতিক শক্তি গতি শক্তি বা তাপশক্তিতে ...

চাপ ও ঘাত (Pressure and Thrust)

চাপ (pressure): কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কে চাপ বলে । ঘাত (Thrust): কোন প্রবাহী তার সংলগ্ন কোন তলের উপর যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে ।