ছোটো প্রশ্ন ও উত্তর : কার্য ক্ষমতা ও শক্তি

Submitted by arpita pramanik on Wed, 03/20/2019 - 10:29

ছোটো প্রশ্ন ও উত্তর : কার্য ক্ষমতা ও শক্তি (Work, Power and Energy)

1. কার্য বলতে কী বোঝায় ?

2. বলের বিরুদ্ধে কার্যের একটি উদাহরণ দাও ।

3. কার্য কাকে বলে ?

4. কিভাবে কার্যের পরিমাপ করা হয় ?

5. কার্যের সংজ্ঞা লেখ ?

6. CGS এবং SI পদ্ধতিতে কার্যের একক কি ?

7. বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য এই দুইয়ের মধ্যে পার্থক্য কি ?

8. উদাহরণসহ বুঝিয়ে দাও ক্ষমতা বলতে কি বোঝো ?

9. কিভাবে ক্ষমতা পরিমাপ করা হয় ?

10. ক্ষমতা এবং কার্যের মধ্যে সম্পর্ক কি ?

11. কার্য ও ক্ষমতা বলতে কি বোঝো ?

12. SI এবং CGS পদ্ধতিতে কার্য ও ক্ষমতার ব্যবহারিক একক কি ? এই দুই পদ্ধতিতে এককের এর মধ্যে সম্পর্ক কি ?

13. কার্য ও শক্তির সংজ্ঞা লেখ ? SI এবং CGS পদ্ধতিতে এই ভৌত রাশির একক কি কি ?

14.  শক্তি ও ক্ষমতার মধ্যে তফাৎ কি ? SI এবং CGS পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক গুলি কি ?

15. কার্য বলতে কী বোঝায় ? এর সংজ্ঞা লেখ । একটি ভেক্টর না স্কেলার রাশি ?

16. প্রযুক্ত বলের দ্বারা কি সর্বক্ষেত্রে কার্য হয় ? সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ফলে কার্য হয় কিনা যুক্তিসহ উত্তর দাও ।

17. ক্ষমতার সংজ্ঞা লেখ । অশ্ব ক্ষমতা এবং ওয়াট বলতে কি বোঝো ? এদের সম্পর্ক নির্ণয় করো ।

*****

Comments

Related Items

প্রেসার কুকার (Pressure Cooker)

প্রেসার কুকার যন্ত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে 100°C এর বেশি উষ্ণতায় জলকে ফোটানো হয় । ফলে বেশি উষ্ণতায় খাদ্যদ্রব্য অল্পসময়ের মধ্যে সুসিদ্ধ হয় । অ্যালুমিনিয়াম বা স্টিলের সংকর ধাতু দিয়ে তৈরি শক্ত একটি পাত্র প্রেসার কুকার তৈরীর জন্য ব্যবহার করা হয় যাতে 2 বায়ুমন্ডল চাপের

অ্যাসিড, ক্ষারক ও লবণ

সালফিউরিক অ্যাসিড (H2SO4), নাইট্রিক অ্যাসিড (HNO3), হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL), সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH), পটাশিয়াম হাইড্রক্সাইড (KOH), ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4), সোডিয়াম ক্লোরাইড (NaCl)

দ্রবণ (Solution)

যে পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রাব বলে এবং যার মধ্যে দ্রাব দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রাবক । দ্রাব এবং দ্রাবক এর সমসত্ব মিশ্রণ হল দ্রবণ । দ্রবণের দুটি অংশে থাকে --- দ্রাব (Solute) এবং দ্রাবক (Solvent) । অর্থাৎ দ্রবণ = দ্রাব + দ্রাবক

শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়

শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছলে মস্তিষ্কে এক রকম অনুভূতি সৃষ্টি করে । তখন আমরা শব্দ শুনতে পাই । বায়ু মাধ্যম না থাকলে শব্দ আমাদের কানে পৌঁছতে পারত না । ফলে আমরা শব্দ শুনতে পেতাম না । কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তার ...

পদার্থের অবস্থার পরিবর্তন

পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থায় থাকতে পারে । তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় । তাপ প্রয়োগে কঠিন পদার্থ প্রথমে তরল এবং পরে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় আবার তাপ নিষ্কাশনে গ্যাসীয় পদার্থ প্রথমে তরল এবং পরে কঠিন অবস্থায় রূপান্তরিত হয় ।