হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ

Submitted by arpita pramanik on Sun, 02/24/2013 - 23:57

হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) শনাক্তকরণ :

সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে HCl -এর বিক্রিয়ায় অদ্রাব্য সিলভার ক্লোরাইডের থকথকে সাদা অধঃক্ষেপ পাওয়া যায় । এই অধঃক্ষেপ HNO3 -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH -এ দ্রাব্য ।

     AgNO3 + HCl = AgCl ↓ + HNO3  ।

হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন এবং H2 আছে

প্রমাণ :-

[i] একটি টেস্টটিউবে গাঢ় HCl -এর সঙ্গে MnO2 মিশিয়ে উত্তপ্ত করলে ব্লিচিং পাউডারের গন্ধবিশিষ্ট সবুজাভ হলুদ বর্ণের গ্যাস নির্গত হয় । এই গ্যাসের মধ্যে স্টার্চ-পটাশিয়াম আয়োডাইড দ্রবণে সিক্ত ব্লিচিং পেপার ধরলে নীল হয়ে যায় । সুতরাং প্রমাণিত হয় যে, গ্যাসটি Cl2, এই ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসে ।

    MnO2 + 4HCl = MnCl2 + Cl2 ↑ + 2H2O,   2KI + Cl2 = 2KCl + I2,   স্টার্চ + I2 → নীলবর্ণ ধারণ করে ।

[ii] একটি টেস্টটিউবে সামান্য জল নিয়ে ওর মধ্যে জিঙ্কের ছিবড়া যোগ করলে দেখা যাবে কোনো গ্যাস নির্গত হচ্ছে না । এইবার ওর মধ্যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হল । দেখা যাবে অ্যাসিড যোগ করার সঙ্গে সঙ্গে একটি বর্ণহীন গ্যাস নির্গত হচ্ছে— যা দহনের সহায়ক নয় কিন্তু নিজে নীল শিখায় জ্বলে । এর দ্বারা প্রমাণিত হয় যে, নির্গত গ্যাসটি হাইড্রোজেন ; এই  হাইড্রোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) থেকে আসে । 

হাইড্রোজেন ক্লোরাইড (HCl) সমযোজী যৌগ কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে—  এর কারণ HCl সমযোজী যৌগ হলেও জলে দ্রবীভূত হলে HCl -এর H পরমাণু সমযোজী বন্ধন ছিন্ন করে H2O অণুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রক্সোনিয়াম (H3O)+ আয়নে পরিণত হয় এবং Cl পরমাণুটি Cl- আয়নে পরিণত হয় । এইভাবে HCl জলীয় দ্রবণে আয়নিত হয় বলে তড়িৎ পরিবহণ করে ।

    HCl + H2O → (H3O+) + Cl-

Zn -এর সঙ্গে HCl -এর বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় কিন্তু Cu -এর সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় না—  এর কারণ হল তড়িৎ রাসায়নিক শ্রেণিতে যে ধাতুগুলি হাইড্রোজেনের ওপরে আছে সেই ধাতুগুলিই HCl -এর H পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, যে ধাতুগুলি H -এর নীচে আছে তারা পারে না । তড়িৎ রাসায়নিক শ্রেণিতে Zn -এর স্থান H -এর উপরে এবং Cu -এর স্থান H -এর নীচে, তাই Zn -এর সঙ্গে HCl -এর বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় কিন্তু Cu -এর সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় না ।

HCl গ্যাস জলে খুব দ্রাব্য এবং জলীয় দ্রবণ অ্যাসিডধর্মী :-

ঝরনা পরীক্ষা :- একটি শুষ্ক গোলতল ফ্লাস্কের মধ্যে শুষ্ক HCl গ্যাস ভর্তি করে ফ্লাস্কের মুখটি কর্ক দিয়ে বন্ধ করা হল । কর্কের মধ্য দিয়ে একটি কাচ নল ফ্লাস্কের ভিতরে প্রবেশ করানো হল । এইবার ফ্লাস্কটিকে উল্টে কাচ নলের খোলা প্রান্তটিকে নীল লিটমাস দ্রবণপূর্ণ একটি পাত্রের মধ্যে ডুবিয়ে, ফ্লাস্কটিকে একটি ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে আটকে দেওয়া হল । এইবার ফ্লাস্কের মাথায় বরফ চেপে ধরা হল । এর ফলে ঠান্ডায় ভিতরের HCl গ্যাস সংকুচিত হবে, ফলে পাত্রের নীল বর্ণের জল ওপরে উঠে আসবে । এক ফোঁটা জল ফ্লাস্কের মধ্যে ঢুকলেই ফ্লাস্কের মধ্যের সব HCl গ্যাস ওই জলে দ্রবীভূত হয়ে যাবে, ফলে ভিতরে শূন্যতার সৃষ্টি হবে ; তখন নীচের পাত্রের নীল জল ফোয়ারার মত তীব্রবেগে ফ্লাস্কটির মধ্যে ঢুকতে থাকবে এবং ফ্লাস্কের মধ্যে এসে লাল বর্ণে পরিণত হবে । এর দ্বারা প্রমাণিত হয়, HCl জলে খুব দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ অ্যাসিড ।

*****

Related Items

ব্লিচিং পাউডার বা বিরঞ্জক চূর্ণ

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট । ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় । ব্লিচিং পাউডার জলীয় বাষ্প শোষণ করে, জলের সঙ্গে আংশিক বিক্রিয়া করে ক্যালশিয়াম ক্লোরাইড ও ক্যালশিয়াম হাইপো-ক্লোরাইট উত্পন্ন করে । ...

সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা

সোডিয়াম কার্বনেট হল নর্মাল লবণ ও অজৈব যৌগ । সোডিয়াম কার্বনেট, কঠিন, গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার পদার্থ । সোডিয়াম কার্বনেট -এর গলাঙ্ক হল 786°C । সোডিয়াম কার্বনেট কেলাস উদ্ত্যাগী পদার্থ, জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকে সোডিয়াম কার্বনেটের ...

দূষণ, বায়ুদূষণ, অ্যাসিড বৃষ্টি

গোল্ডস্মিথ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে সোনার মধ্যে মিশে থাকা ক্ষারকীয় ধাতুগুলিকে দ্রবীভূত করে সোনার পরিশোধন করে । ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় । এই গ্যাসটিকে বায়ুতে নির্গত করলে পারিপার্শ্বিক অঞ্চল দূষিত হবে । আবার যদি জলে ...

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কে সনাক্ত করার জন্য বিভিন্ন বিকারক দ্রবণে দ্রবীভূত করলে যে যে ঘটনা গুলি দেখা যায় সেই গুলো পর্যবেক্ষণ করলে অ্যাসিড গুলিকে শনাক্ত করা যায় ...

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার

সালফিউরিক অ্যাসিডকে জারক, বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয় । অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে, পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড তৈরি করতে, স্টোরেজ ব্যাটারিতে, বিস্ফোরক দ্রব্য, গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে ...