ভারতীয় সিভিল সার্ভিস কী ? ভারতীয় সিভিল সার্ভিসের গুরুত্ব কী ছিল ?

Submitted by avimanyu pramanik on Thu, 01/06/2022 - 16:24

প্রশ্ন:- ভারতীয় সিভিল সার্ভিস কী ? ভারতীয় সিভিল সার্ভিসের গুরুত্ব কী ছিল ?

ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কোম্পানির কর্মচারীরা ব্যাক্তিগত ব্যাবসা করা এবং ঘুষ ও ভেট নেওয়া প্রভৃতি নানান দুর্নীতিমূলক কাজে জড়িয়ে পড়ে । লর্ড কর্নওয়ালিসের আমল থেকে শাসনকার্যে নিযুক্ত সাধারণ রাজকর্মচারীদের দুর্নীতিমুক্ত করে ভারতীয় শাসন ব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্যে একদল শিক্ষিত, বুদ্ধিমান ও সূদক্ষ উচ্চপদস্থ রাজকর্মচারী নিয়োগ করার যে প্রথা চালু হয়, তা ভারতীয় সিভিল সার্ভিস নামে পরিচিত । লর্ড কর্নওয়ালিস ছিলেন ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক ।

ভারতীয় সিভিল সার্ভিসের গুরুত্ব :

প্রথম দিকে ইংল্যান্ডের অভিজাত পরিবারের সন্তানরাই ভারতের সমস্ত উচ্চপদে নিযুক্ত হতেন । কিন্তু ১৮৫৩ সালের সনদ আইন অনুসারে, ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস -এর কর্মচারী নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এই প্রথার মাধ্যমে ব্রিটিশ-ভারতে এক শ্রেণির দক্ষ ও পরিশ্রমী কর্মচারীর উদ্ভব ঘটে, যাদের আন্তরিক প্রচেষ্টায় এদেশে ব্রিটিশ শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় । এই জন্য ভারতীয় সিভিল সার্ভিসকে ব্রিটিশ রাজত্বের প্রধান স্তম্ভ বলা হত । তবে এই শাসন ব্যবস্থায় ভারতীয়দের কোনো উন্নতি হয়নি, কারণ ভারতীয় সিভিল সার্ভিসের প্রধান লক্ষ্য ছিল ইংল্যান্ডের স্বার্থরক্ষা করা ।

*****

Comments

Related Items

সম্পদ নির্গমন বলতে কী বোঝ ? বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার সুফলগুলি কী ছিল ?

প্রশ্ন:-  সম্পদ নির্গমন বলতে কী বোঝ ? বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার সুফলগুলি কী ছিল ?

উনিশ শতকে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা কর এবং এই অবক্ষয়ের অর্থনৈতিক ফলাফল কী হয় ?

প্রশ্ন:- উনিশ শতকে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা কর এবং এই অবক্ষয়ের অর্থনৈতিক ফলাফল কী হয় ?

উনিশ শতকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের বাণিজ্যের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে ? এই পরিবর্তনের দুটি কারণ দেখাও । পরিবর্তনের ফলাফল কী হয়ে ছিল ?

প্রশ্ন:- উনিশ শতকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের বাণিজ্যের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে ? এই পরিবর্তনের দুটি কারণ দেখাও । পরিবর্তনের ফলাফল কী হয়ে ছিল ?

লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কারসমূহ উল্লেখ কর ।

প্রশ্ন:- লর্ড কর্ণওয়ালিসের প্রশাসনিক সংস্কারসমূহ উল্লেখ কর ।

লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার :

বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

প্রশ্ন:- বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার দ্বৈতশাসনের অবসান ঘটে ।