ভাইয়াচারি ব্যবস্থা
১৮২৪ খ্রিস্টাব্দে এলফিনস্টোন ও ম্যাকেনজির চেষ্টায় পাঞ্জাবে কয়েকটি মহল বা গ্রাম নিয়ে যৌথভাবে এই ব্যবস্থা চালু হয় । জনসংখ্যা কম থাকায় এই ধরণের ভূমিরাজস্ব নীতি এই অঞ্চলে কার্যকর হয় । এতে প্রত্যেক চাষির সঙ্গে জমির বন্দোবস্ত ও রাজস্বের হার নির্ধারিত হত । রাজস্ব আদায়ের ভার ন্যস্ত হত গ্রামের এক প্রজার ওপর । সব ধরণের ভূমি রাজস্ব ব্যবস্থাই ছিল প্রজাদের পক্ষে ক্ষতিকর । কোনো ব্যবস্থাতেই জমির উপর প্রজার স্বার্থ সুরক্ষিত ছিল না । ফলে তারা সতত ছিল শোষণ, বঞ্চনা ও অত্যাচারের শিকার ।
*****
- 5798 views