বাংলার বাইরে বিপ্লবী আন্দোলন

Submitted by avimanyu pramanik on Sun, 08/04/2013 - 22:00

বাংলার বাইরে বিপ্লবী আন্দোলন (Revolutionary movements in Outside of Bengal):

বাংলা দেশের বাইরে বিহার, যুক্তপ্রদেশ, রাজস্থান, বোম্বাই এবং মাদ্রাজে সন্ত্রাসবাদী বিপ্লবী কার্যকলাপ পরিচালিত হয়েছিল । বাংলার বাইরে সন্ত্রাসবাদীদের যে সকল সংস্থা গড়ে উঠেছিল তার মধ্যে উত্তরপ্রদেশে গঠিত 'হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন' সর্বাপেক্ষা উল্লেখযোগ্য । চন্দ্রশেখর আজাদ ছিলেন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন -এর প্রতিষ্টাতা । সশস্ত্র বিপ্লবের দ্বারা ভারতে একটি স্বাধীন প্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করাই ছিল এই 'হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন' -এর লক্ষ । ১৯২৩ খ্রিস্টাব্দে ভগৎ সিং এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেন । ১৯২৫ খ্রিস্টাব্দে ভগৎ সিং নিজেও 'নওজওয়ান ভারত সভা' নামে একটি জঙ্গি যুবসংগঠন গড়ে তুলেছিলেন । এই সংস্থার অন্যতম সদস্য রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে বিপ্লবী দল কাকোরির কাছে ট্রেনে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে । ১৯২৫ খ্রিস্টাব্দের ৮ই আগস্ট রেল ডাকাতিকে কেন্দ্র করে 'কাকোরি ষড়যন্ত্র মামলা' শুরু হয় । অভিযুক্তদের মধ্যে প্রধান ছিলেন রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, রাজেন লাহিড়ি, শচীন সান্যাল, মন্মথ গুপ্ত, প্রণবেশ ভট্টাচার্য, আসফাকউল্লা প্রমুখ । বিচারে এঁদের অধিকাংশের যাবজ্জীবন, দ্বীপান্তর অথবা সশ্রম কারাদন্ড হয় । রামপ্রসাদ বিসমিল ও অপর তিন সহযোগীর ফাঁসি হয় । এই মামলায় ভগৎ সিং অভিযুক্ত হন নি, যদিও তিনি ছিলেন অন্যতম পরামর্শদাতা ।

১৯২৮ খ্রিস্টাব্দে ভগৎ সিং হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন -এর নেতৃত্ব গ্রহণ করেন । রুশ বিপ্লবের সমাজতান্ত্রিক আদর্শে তিনি এই দলের নতুন নামকরণ করেন 'হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন' । পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে এই দলের সক্রিয় ভূমিকা ছিল । সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে ১৯২৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর লালা লাজপত রায়ের মৃত্যু হয় । এর প্রতিশোধ নিতে ১৯২৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর নির্ভীক ভগৎ সিং লাহোরের পুলিশ সুপারিন্টেডেন্ট মিঃ স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন । ১৯২৯ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল ভগৎ সিং ও দলের অপর একজন সদস্য বটুকেশ্বর দত্ত দিল্লির আইন পরিষদে বোমা নিক্ষেপ করেন । ওই সময় আইন পরিষদে বিপ্লবী তৎপরতার বিরুদ্ধে দমন মূলক ব্যবস্থা হিসেবে ট্রেড ডিসপিউট বিলের আলোচনা চলছিল । এই ঘটনার সূত্র ধরে পুলিশ লাহোরে ও সাহারানপুরে দুটি বোমা তৈরির কারখানার সন্ধান পায় । এ দুটির সঙ্গে যুক্ত বিপ্লবীদের গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে ১৯২৯ খ্রিস্টাব্দে ঐতিহাসিক 'লাহোর ষড়যন্ত্র মামলা' শুরু হয় । মামলা চলাকালে জেলে বন্দি বিপ্লবীদের ওপর পুলিশি নির্যাতন, কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ এবং অবর্ণনীয় দুঃখকষ্টের প্রতিবাদে বিপ্লবীগণ অনশন শুরু করেন । অন্যান্য বন্দিরা পরে অনশন ভঙ্গ করেন । কিন্তু যতীন দাস ৬৩ দিন অনশন চালিয়ে লাহোর জেলে ১৯২৯ খ্রিস্টাব্দের ১৩ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন । লাহোর ষড়যন্ত্র মামলার বিচারের রায়ে ১৯৩১ খ্রিস্টাব্দের ২৩শে মার্চ ভগৎ সিং, সুখদেব থাপার, শিবরাম রাজগুরু, বটুকেশ্বর দত্ত সহ কয়েকজন বিপ্লবীর ফাঁসি হয় । অন্যান্য অনেকের দীর্ঘমেয়াদি কারাদন্ড হয় । ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ভগৎ সিং জোর গলায় বলেছিলেন 'ইনকিলাব জিন্দাবাদ' অর্থাৎ 'বিপ্লব দীর্ঘজীবী হোক' ।

*****

 

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]