বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

Submitted by avimanyu pramanik on Sun, 03/21/2021 - 18:16

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. একা আন্দোলনের নেতা ছিলেন—     [মাধ্যমিক-২০১৭]

    (ক) মাদারি পাসি      (খ) ডঃ আম্বেদকর       (গ) মহাত্মা গান্ধি      (ঘ) বাবা রামচন্দ্র

২. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল —       [মাধ্যমিক-২০১৭]

    (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে      (খ) ১৯২০ খ্রিস্টাব্দে      (গ) ১৯২৭ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

৩. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল—       [মাধ্যমিক-২০১৭]

     (ক) বোম্বাই -এ      (খ) পাঞ্জাবে      (গ) মাদ্রাজে       (ঘ) গুজরাটে

৪. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল—       [মাধ্যমিক-২০১৮]

    (ক) বাংলার কৃষক শ্রেণি      (খ) মধ্যবিত্ত শ্রেণি      (গ) জমিদার শ্রেণি      (ঘ) ছাত্র সমাজ

৫. বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন—       [মাধ্যমিক-২০১৮]

    (ক) বিহারে      (খ) যুক্তপ্রদেশে       (গ) রাজস্থানে      (ঘ) মহারাষ্ট্রে

৬. রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় —        [মাধ্যমিক-২০১৮]

     (ক) মালাবার অঞ্চলে     (খ) কোঙ্কণ উপকূলে      (গ) ওড়িশায়      (ঘ) গোদাবরী উপত্যকায়

৭. সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন—     [মাধ্যমিক-২০১৯]

     (ক) এন. জি. রঙ্গ       (খ) স্বামী সহজানন্দ       (গ) বাবা রামচন্দ্র       (ঘ) লালা লাজপত রায়

৮. কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল—        [মাধ্যমিক-২০১৯] 

      (ক) কলকাতায়       (খ) দিল্লিতে        (গ) বোম্বাইতে         (ঘ) মাদ্রাজে

৯.  'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি' যুক্ত ছিল—          [মাধ্যমিক-২০১৯]

      (ক) রাওলাট সত্যাগ্রহে      (খ) অসহযোগ আন্দোলনে       (গ) বারদৌলি সত্যাগ্রহে      (ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

***************************************************************************************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন:-

১. বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কোথা থেকে ?

    (ক) বোম্বাই থেকে    (খ) বাংলা থেকে    (গ) অযোধ্যা থেকে     (ঘ) সাতারা থেকে

২. ভুপ সিং কোন আন্দোলনের নেতা ছিলেন ?

    (ক) মোপালা বিদ্রোহ      (খ) রাজস্থান কৃষক বিদ্রোহ      (গ) বারদৌলি বিদ্রোহ      (ঘ) তেভাগা আন্দোলন

৩. রম্পা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?

     (ক) অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়    (খ) দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে    (গ) গুজরাটের সুরাট জেলায়    (ঘ) উত্তরপ্রদেশের গোরক্ষপুরে

৪. রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন ?

    (ক) শিউরাম      (খ) মইনউদ্দিন      (গ) মাদারি পাসি      (ঘ) আল্লুরি সীতারাম রাজু

৫. মাদারি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?

    (ক) রেল শ্রমিক আন্দোলন     (খ) বারদৌলি আন্দোলন     (গ) একা আন্দোলন      (ঘ) চটশিল্প আন্দোলন

৬. একা আন্দোলনে 'একা' শব্দের অর্থ কি ?

     (ক) একলা      (খ) একতা      (গ) একশো       (ঘ) এক-একজন

৭. একা আন্দোলন ঘটেছিল কোন আন্দোলনের সময়ে ?

    (ক) বঙ্গভঙ্গ আন্দোলন     (খ) আইন অমান্য আন্দোলন      (গ) অসহযোগ আন্দোলন     (ঘ) ভারত ছাড়ো আন্দোলন

৮. একা আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল ?

     (ক) পাঞ্জাবে     (খ) বাংলায়      (গ) রাজস্থানে      (ঘ) অযোধ্যায়

৯. 'বারদৌলি সত্যাগ্রহ' কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?

    (ক) ১৯২০ খ্রিস্টাব্দে     (খ) ১৯২২ খ্রিস্টাব্দে     (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

১০. বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন ?

      (ক) বল্লভভাই প্যাটেল     (ক) মনিবেন প্যাটেল      (গ) মিঠুবেন প্যাটেল     (ঘ) দয়ালজি মেহতা

১১. 'বারদৌলি সত্যাগ্রহ' আন্দোলনের মূল নিয়ন্ত্রণকারী কে ছিলেন ?

      (ক) নেতাজি     (খ) গান্ধিজি      (গ) রাজাজি      (ঘ) স্বামীজি

১২. গান্ধিজি বারদৌলি সত্যাগ্রহের প্রচারকার্য চালিয়েছিলেন যে দুটি পত্রিকায়, সেগুলি হল—

      (ক) ইয়ং ইন্ডিয়া ও নবজীবন    (খ) বেঙ্গলি ও বন্দেমাতরম    (গ) হরিজন ও বন্দেমাতরম    (ঘ) মারাঠা ও কেশরী

১৩. 'পতিদার যুবক মন্ডল' গড়ে উঠেছিল কোথায় ?

       (ক) বারদৌলিতে      (খ) সিতাপুরে       (গ) মির্জাপুরে      (ঘ) বারাবাকিতে

১৪. ভারতের জাতীয় কংগ্রেস 'আইন অমান্য আন্দোলন' -এর সূচনা করে কত খ্রিস্টাব্দে ?

      (ক) ১৯২৫ খ্রিস্টাব্দে     (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে     (গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

১৫. 'আইন অমান্য আন্দোলন' -এর নেতৃত্ব দেন কে ?

       (ক) নেতাজি     (খ) গান্ধিজি      (গ) রাজাজি      (ঘ) স্বামীজি

১৬. 'অন্ধ্র রায়ত সমিতি' কে গঠন করেছিলেন ?

       (ক) কানাডা ভেঙ্কটাপ্পাইয়া      (খ) এন জি রঙ্গা      (গ) সীতারাম রাজু      (ঘ) বাবা রামচন্দ্র

১৭.  বিহার প্রাদেশিক কিষান সভা কে প্রতিষ্ঠা করেন ?

       (ক) স্বামী সহজানন্দ সরস্বতী     (খ) বাবা রামচন্দ্র     (গ) জওহরলাল নেহরু      (ঘ) গান্ধিজি

১৮. বখস্ত আন্দোলনের নেতা কে ছিলেন ?

       (ক) বীরেন্দ্রনাথ শাসমল      (খ) স্বামী সহজানন্দ সরস্বতী      (গ) বল্লভভাই প্যাটেল      (ঘ) কল্যাণজি মেহতা

১৯. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

      (ক) ফজলুল হক      (খ) বাবা রামচন্দ্র      (গ) স্বামী সহজানন্দ সরস্বতী     (ঘ) এন জি রঙ্গা

২০.'অযোধ্যা কিষান সভা' প্রতিষ্ঠা করেন কে ?

      (ক) বাবা রামচন্দ্র     (খ) মদনমোহন মালব্য     (গ) মাদারি পাসি     (ঘ) স্বামী বিদ্যানন্দ

২১. স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে লখনউতে ' সর্বভারতীয় কিষান সভা' কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল ?

       (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে       (খ) ১৯৩১ খ্রিস্টাব্দে     (গ) ১৯৩২ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

২২. কংগ্রেস সোস্যালিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

      (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে      (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে      (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

২৩. 'রেলওয়ে মেনস ইউনিয়ন' নামে শ্রমিক সংগঠন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে      (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে      (গ) ১৯১১ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে

২৪. মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

       (ক) বাল গঙ্গাধর তিলক     (খ) বিপিনচন্দ্র পাল     (গ) প্রমথনাথ মিত্র     (ঘ) চিত্তরঞ্জন দাশ 

২৫. 'প্রিন্স অব ওয়েলস' কত খ্রিস্টাব্দে ভারতে আসে ?

       (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে     (খ) ১৯১১ খ্রিস্টাব্দে      (গ) ১৯২১ খ্রিস্টাব্দে     (ক) ১৯৩১ খ্রিস্টাব্দে

২৬. 'নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস' (AITUC) প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯১৯ খ্রিস্টাব্দে      (খ) ১৯২০ খ্রিস্টাব্দে      (গ) ১৯২১ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে

২৭. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

       (ক) গান্ধিজি      (খ) এস এ ডাঙ্গে      (গ) পি সি যোশী      (ঘ) লালা লাজপত রায়

২৮. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) -এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?

       (ক) লালা লাজপত রায়     (খ) দেওয়ান চমনলাল      (গ) চিত্তরঞ্জন দাশ      (ঘ) জোসেফ ব্যাপ্তিস্তা

২৯. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৯২০ খ্রিস্টাব্দে     (খ) ১৯২৫ খ্রিস্টাব্দে      (গ) ১৯২৭ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে

৩০. 'লাঙল' পত্রিকা কোন দলের মুখপত্র ছিল ?

      (ক) স্বরাজ্য দলের     (খ) যুগান্তর দলের     (গ) বাংলার শ্রমিক-কৃষক দলের     (ঘ) ভারতের কমিউনিস্ট দলের

৩১. 'লাঙল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

      (ক) কাজী নজরুল ইসলাম     (খ) মুজফফর আহমেদ     (গ) আচার্য নরেন্দ্র দেব     (ঘ) এস এ ডাঙ্গে

৩২. 'গণবাণী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

      (ক) কাজী নজরুল ইসলাম    (খ) মুজফফর আহমেদ     (গ) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার      (ঘ) এস এ ডাঙ্গে

৩৩. 'গণবাণী' পত্রিকার পূর্বের নাম কি ছিল ?

      (ক) যুগান্তর      (খ) লাঙল     (গ) ক্রান্তি      (ঘ) ইয়ং ইন্ডিয়া

৩৪. সারা ভারত ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন কে ?

      (ক) আর এস নিম্বকার     (খ) বল্লভভাই প্যাটেল      (গ) গান্ধিজি       (ঘ) মাদারি পাসি

৩৫. বেঙ্গল ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টির নেতা কে ছিলেন ?

      (ক) বাবা রামচন্দ্র     (খ) মদনমোহন মালব্য      (গ) নরেশচন্দ্র সেনগুপ্ত      (ঘ) জওহরলাল নেহেরু

৩৬. ব্রিটিশ সরকার 'শিল্পবিরোধ বিল' ও 'জননিরাপত্তা বিল' (Public Safety Bill) কত খ্রিস্টাব্দে পাস করে ?

       (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে      (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে      (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

৩৭. ভারতের জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করে কত খ্রিস্টাব্দে ?

      (ক) ২৬শে জানুয়ারি, ১৯২৭ খ্রি.  (খ) ২৬শে জানুয়ারি, ১৯২৮ খ্রি.  (গ) ২৬শে জানুয়ারি, ১৯২৯ খ্রি.  (ঘ) ২৬শে জানুয়ারি, ১৯৩০ খ্রি.

৩৮. মহাত্মা গান্ধির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল কোনটি ?

      (ক) লবণ সত্যাগ্রহ     (খ) চম্পারন সত্যাগ্রহ      (গ) খেদা আন্দোলন      (ঘ) আমেদাবাদ আন্দোলন

৩৯. 'সারা ভারত কিষান কংগ্রেস' প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

      (ক) ১৯২০ খ্রিস্টাব্দে     (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে     (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে

৪০. ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি ?

       (ক) মজদুর সভা     (খ) শ্রমজীবী সমিতি      (গ) মাদ্রাজ লেবার পার্টি     (ঘ) কলকাতা লেবার ইউনিয়ন

৪১. দেশপ্রাণ আখ্যা কাকে দেওয়া হয়েছিল ?

       (ক) বীরেন্দ্রনাথ শাসমল     (খ) চিত্তরঞ্জন দাশ      (গ) শ্যামাপ্রসাদ মুখার্জী      (ঘ) সুভাষচন্দ্র বসু

৪২. কোন রাজ্যের কৃষকদের 'কুনবি' বলা হত ?

      (ক) উত্তরপ্রদেশের কৃষকদের      (খ) পাঞ্জাবের কৃষকদের      (গ) বাংলার কৃষকদের      (ঘ) গুজরাটের কৃষকদের

৪৩. পুন্নাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল কোথায় ?

      (ক) গুজরাটে     (খ) অন্ধ্রপ্রদেশে      (গ) ত্রিবাঙ্কুরে      (ঘ) পাঞ্জাবে

৪৪. কার নেতৃত্বে ভারতে প্রথম মে-দিবস পালিত হয় ?

      (ক) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার      (খ) পি সি যোশী     (গ) মানবেন্দ্রনাথ রায়     (ঘ) গান্ধিজি

৪৫. মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের কে নেতৃত্ব দিয়েছিলেন ?

       (ক) সতীশ সামন্ত       (খ) সুশীল ধাড়া      (গ) বীরেন্দ্রনাথ শাসমল      (ঘ) অশ্বিনীকুমার দত্ত

৪৬. তেভাগা আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল ?

      (ক) হায়দ্রাবাদে     (খ) উত্তরপ্রদেশে     (গ) মাদ্রাজে      (ঘ) বাংলায়

৪৭. বঙ্গভঙ্গ রদ হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে     (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে     (গ) ১৯০৯ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

৪৮. জাতীয় কংগ্রেসের মধ্যে বামপন্থী চিন্তাধারার অন্যতম নেতা কে ছিলেন ?

       (ক) মহাত্মা গান্ধি     (খ) এস এ ডাঙ্গে      (গ) মুজফফর আহমেদ     (ঘ) সুভাষচন্দ্র বসু

৪৯. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়েছিল ?

       (ক) কলকাতা     (খ) মাদ্রাজ      (গ) লাহোর     (ঘ) বোম্বাই

৫০. ভারতে প্রথম মে দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯২০ খ্রিস্টাব্দে     (খ) ১৯২১ খ্রিস্টাব্দে     (গ) ১৯২২ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে

৫১. কংগ্রেস সোস্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?

       (ক) আচার্য নরেন্দ্র দেব     (খ) জয়প্রকাশ নারায়ণ     (গ) রাম মনোহর লোহিয়া     (ঘ) অচ্যুত পট্টবর্ধন

৫২. 'শের-ই-বাংলা' নামে কে পরিচিত ছিলেন ?

       (ক) মানবেন্দ্রনাথ রায়     (খ) ফজলুল হক      (গ) কাজী নজরুল ইসলাম     (ঘ) মুজফফর আহমেদ

৫৩. ভারত শ্রমজীবী পত্রিকার প্রকাশনা কে করেন ?

       (ক) নারায়ণজি মেঘাজি লোখান্ডে     (খ) জ্যোতিবা ফুলে     (গ) শশীপদ ব্যানার্জি      (ঘ) অশ্বিনীকুমার ব্যানার্জি

৫৪. মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিবাদ জানান কে ?

       (ক) স্টালিন      (খ) রোমা রোলাঁ      (গ) গান্ধিজি      (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৫৫. 'ইন্ডিয়া ইন ট্রানজিশন' গ্রন্থটি কে লিখেছিলেন ?

       (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়      (খ) জয়প্রকাশ নারায়ণ      (গ) মানবেন্দ্রনাথ রায়      (ঘ) আনন্দমোহন বসু

৫৬. গুজরাটের জমিদার শ্রেণি কি নামে পরিচিত ছিল ?

      (ক) সাহুকার      (খ) পাতিদার      (গ) তালুকদার     (ঘ) জমিদার

৫৭. 'লাঙল যার জমি তার' — এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ?

       (ক) তেভাগা আন্দোলন     (খ) তেলেঙ্গানা আন্দোলন      (গ) একা আন্দোলন      (ঘ) পুন্নাপ্রা ভায়লার আন্দোলন

৫৮. তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল কোথায় ?

       (ক) বাংলায়     (খ) মহারাষ্ট্রে     (গ) বিহারে     (ঘ) অন্ধপ্রদেশে 

৫৯. ভারতসভার কোন নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন ?

      (ক) শিবনাথ শাস্ত্রী     (খ) লালমোহন ঘোষ     (গ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়     (ঘ) কৃষ্ণদাস পাল

৬০. 'বোম্বাই মিলস্ অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন কে ?

       (ক) নারায়ণ লোখান্ডে      (খ) রানাডে     (গ) বালগঙ্গাধর তিলক     (ঘ) এস এ ডাঙ্গে

৬১. 'ভারত ছাড়ো আন্দোলন' -এর সূচনা হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে     (খ) ১৯৪০ খ্রিস্টাব্দে      (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

৬২. 'ভারত ছাড়ো আন্দোলন' বাংলার কোন জেলায় বিশেষ জঙ্গি রূপ ধারণ করেছিল ?

      (ক) উত্তর ২৪ পরগনা      (খ) হাওড়া      (গ) হুগলি     (ঘ) মেদিনীপুর

৬৩. তেলেঙ্গানা বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ?

      (ক) অযোধ্যায়     (খ) রাজস্থানে     (গ) মহারাষ্ট্রে     (ঘ) হায়দ্রাবাদে

৬৪. বয়কট আন্দোলনের ডাক প্রথম কে দিয়েছিলেন ?

      (ক) কৃষ্ণকুমার মিত্র      (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়     (গ) শচীন্দ্রপ্রসাদ বসু     (ঘ) প্রমথনাথ মিত্র

৬৫. বঙ্গভঙ্গ কার্যকরী করেন কে ?

       (ক) লর্ড কার্জন     (খ) লর্ড ডালহৌসি     (গ) লর্ড ওয়েলেসলি     (ঘ) লর্ড মিন্টো 

৬৬. 'হিন্দ স্বরাজ' গ্রন্থটি কে রচনা করেন ?

      (ক) গান্ধিজি      (খ) জওহরলাল নেহরু     (গ) মহাদেব দেশাই     (ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল

৬৭. চম্পারন সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন ?

      (ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জি     (খ) উমেশচন্দ্র ব্যানার্জি      (গ) মহাত্মা গান্ধি     (ঘ) বল্লভভাই প্যাটেল

৬৮. 'মাদ্রাজ লেবার ইউনিয়ন' কে গঠন করেন ?

      (ক) ব্যোমকেশ চক্রবর্তী     (খ) বি পি ওয়াদিয়া      (গ) মুজফফর আহমেদ     (ঘ) এন এম যোশী

৬৯. বাবা রামচন্দ্র কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন ?

       (ক) বোম্বাই      (খ) বাংলা      (গ) অযোধ্যা      (ঘ) সাতারা

৭০. গান্ধিজির নেতৃত্বে 'ডান্ডি অভিযান' কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?

       (ক) ১২ই মার্চ, ১৯৩০ খ্রি.    (খ) ১৫ই মার্চ, ১৯৩১     (গ) ২১ই মার্চ, ১৯৩২ খ্রি.    (ঘ) ২৯ই মার্চ, ১৯৩৫ খ্রি.

৭১. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন ?

       (ক) রাম মনোহর লোহিয়া      (খ) ফিলিপ স্প্র্যাট      (গ) বি পি ওয়াদিয়া     (ঘ) ব্র্যাডলি

৭২. মাদ্রাজ লেবার ইউনিয়ন কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

       (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে     (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে     (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে

৭৩. 'উত্তরপ্রদেশ কিষান সভা' কে গড়ে তোলেন ?

        (ক) জওহরলাল নেহরু      (খ) বাবা রামচন্দ্র     (গ) সর্দার বল্লভভাই প্যাটেল      (ঘ) মহাত্মা গান্ধি

৭৪. পুন্নাপ্রা ভায়লার গণসংগ্রাম কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ?

       (ক) ১৯৪২ খ্রিস্টাব্দে      (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে      (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৭৫. ভারতে বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন ?

       (ক) লালা লাজপত রায়     (খ) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার     (গ) রাসবিহারী বসু     (ঘ) মানবেন্দ্রনাথ রায়

৭৬. 'গিরনি কামগার ইউনিয়ন' কাদের সংগঠন ছিল ?

       (ক) পাটশিল্প শ্রমিকদের     (খ) রেলওয়ে শ্রমিকদের      (গ) কৃষকদের      (ঘ) বস্ত্রশিল্প শ্রমিকদের

৭৭. 'গিরনি কামগার ইউনিয়ন' কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?

       (ক) ১৯২৬ খ্রিস্টাব্দে      (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে     (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে    (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে

৭৮. কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গঠিত হয়েছিল ?

        (ক) কানপুরে     (খ) দিল্লিতে      (গ) বোম্বাইতে      (ঘ) কলকাতায়

৭৯.  হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে ?

        (ক) জওহরলাল নেহরু      (খ) সুভাষচন্দ্র বসু      (গ) বিপিনচন্দ্র পাল      (ঘ) পট্টভি সীতারামাইয়া

৮০. মুসলিম লিগের প্রতিষ্ঠাতা ছিলেন কে ?

        (ক) ঢাকার নবাব সলিমউল্লাহ      (খ) সিরাজ উদদৌলা      (গ) মহম্মদ আলি জিন্নাহ     (ঘ) আবুল কালাম আজাদ

৮১. বেট্টি কথার অর্থ কি ?

       (ক) বেগার শ্রমদান      (খ) কন্যা      (গ) মেয়েরা      (ঘ) কৃষিজীবী

৮২. অযোধ্যায় কিষান সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯১৮ খ্রিস্টাব্দে      (খ) ১৯২০ খ্রিস্টাব্দে      (গ) ১৯২১ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে

৮৩. অসহযোগ আন্দোলনে বীরভূমের কৃষক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?

       (ক) বীরেন্দ্রনাথ শাসমল     (খ) সোমেশ্বর চৌধুরি      (গ) স্বামী বিদ্যানন্দ     (ঘ) জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়

৮৪. বড়লাট লর্ড আরউইনকে ১১ দফা দাবি সহ চরমপত্র প্রেরণ করেন কে ?

       (ক) গান্ধিজি      (খ) সর্দার বল্লভভাই প্যাটেল     (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়      (ঘ) অরবিন্দ ঘোষ

৮৫. বাংলার শ্রমিক কল্যাণে সর্বপ্রথম অগ্রসর হন কে ?

       (ক) কৃষ্ণকুমার মিত্র      (খ) শশীপদ বন্দ্যোপাধ্যায়      (গ) রামতনু লাহিড়ি      (ঘ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৮৬. 'ভারতীয় কমিউনিজম বলশেভিক নয়' — উক্তিটি কে করেছিলেন ?

       (ক) অবনী মুখার্জি      (খ) মহম্মদ আলি      (গ) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার      (ঘ) সুভাষচন্দ্র বসু

৮৭. ভারতে গান্ধিজির তৃতীয় সত্যাগ্রহ ছিল কোনটি ?

       (ক) চম্পারন সত্যাগ্রহ    (খ) বারদৌলি সত্যাগ্রহ     (গ) খেদা সত্যাগ্রহ      (ঘ) আমেদাবাদ সত্যাগ্রহ

৮৮. ইনকিলাব পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

       (ক) এস এ ডাঙ্গে      (খ) পি সি যোশী      (গ) গোলাম হোসেন       (ঘ) অবনী মুখার্জি

৮৯. পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল ?

       (ক) রাসবিহারী বসু      (খ) সুভাষচন্দ্র বসু      (গ) মানবেন্দ্রনাথ রায়      (ঘ) অরবিন্দ ঘোষ

৯০. অসহযোগ আন্দোলনের সময় বিহারের কৃষকদের ঐক্যবদ্ধ করেছিলেন কে ?

        (ক) বল্লভভাই প্যাটেল     (খ) গান্ধিজি      (গ) স্বামী বিদ্যানন্দ      (ঘ) বাবা রামচন্দ্র

৯১. খাজনা বন্ধ আন্দোলনের নেতা ছিলেন কে ?

        (ক) মাদারি পাসি      (খ) গান্ধিজি       (গ) বাবা রামচন্দ্র       (ঘ) অরুণা আসফ আলি

৯২. কলকাতা পৌরসভার প্রথম মুসলিম মেয়র কে ছিলেন ?

        (ক) ইয়াকুব হোসেন     (খ) লিয়াকৎ আলি      (গ) আবুল কাশেম ফজলুল হক      (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ

৯৩. অরণ্য সত্যাগ্রহ গড়ে ওঠে কোথায় ?

        (ক) উত্তরপ্রদেশে      (খ) অন্ধ্রপ্রদেশে     (গ) কেরালায়      (ঘ) মহারাষ্ট্রে

৯৪. ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট করেছিল কারা ?

        (ক) আমেদাবাদের কাপড়ের মিলের শ্রমিকরা

        (খ) হাওড়া রেল শ্রমিকরা

        (গ) হাওড়া চটকল শ্রমিকরা

        (ঘ) রানিগঞ্জের খনি শ্রমিকরা

৯৫. চম্পারন কৃষি আইন প্রণীত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

         (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে      (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে      (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে

৯৬. বিহারের গয়া জেলায় কিষান সভা সংগঠিত করেন কে ?

         (ক) যদুনন্দন শর্মা      (খ) দেওনারায়ণ পাণ্ডে     (গ) মাদারি পাসি     (ঘ) গৌরীশংকর মিশ্র

৯৭. তিন কাঠিয়া প্রথার অবসান ঘটে কত খ্রিস্টাব্দে ?

         (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে      (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে      (গ) ১৯২১ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে

৯৮. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন কে ?

         (ক) অরবিন্দ ঘোষ     (খ) বালগঙ্গাধর তিলক     (গ) মহাত্মা গান্ধি     (ঘ) জওহরলাল নেহরু

৯৯. 'ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

        (ক) ১৯২৫ খ্রিস্টাব্দে      (খ) ১৯২৭ খ্রিস্টাব্দে     (গ) ১৯২৯ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে

১০০. ১৯৪২ খ্রিস্টাব্দে 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ' কে প্রতিষ্ঠা করেছিলেন ?

         (ক) চিত্তরঞ্জন দাশ      (খ) বীরেন্দ্রনাথ শাসমল      (গ) রাসবিহারী বসু      (ঘ) বঙ্কিম মুখার্জি

১০১. ভারত ছাড়ো আন্দোলনের সময় 'চাষি-মল্লা রাজ' কোথায় গঠিত হয় ?

        (ক) বালেশ্বর      (খ) তালচের       (গ) কটক       (ঘ) কোরাপুট

১০২. ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?

        (ক) চম্পারন      (খ) তেভাগা       (গ) তেলেঙ্গানা      (ঘ) কুফা

১০৩. বাংলা ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন ?

         (ক) সতীশচন্দ্র সামন্ত     (খ) বীরেন্দ্রনাথ শাসমল      (গ) সুভাষচন্দ্র বসু      (ঘ) হেমন্তকুমার সরকার

১০৪. তিন কাঠিয়া প্রথা অর্থ হল—

        (ক) বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীল চাষ করা

        (খ) কৃষকদের তিন কাঠা জমির মালিক হওয়া

        (গ) বিঘা প্রতি তিন কাঠা জমি পতিত রাখা

        (ঘ) কাঠা প্রতি তিন পয়সা কর দেওয়া

১০৫. ভারতীয় কারখানা আইন কত খ্রিস্টাব্দে পাস হয়েছিল ?

        (ক) ১৮৮১ খ্রিস্টাব্দ      (খ) ১৯২৭ খ্রিস্টাব্দে      (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

১০৬. তিলক স্বরাজ তহবিল কে গঠন করেন ?

        (ক) বাল গঙ্গাধর তিলক     (খ) সুভাষচন্দ্র বসু      (গ) লালা লাজপত রায়      (ঘ) গান্ধিজি

১০৭. ভারতের কমিউনিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

        (ক) ১৯২০ খ্রিস্টাব্দে     (খ) ১৯২৫ খ্রিস্টাব্দে      (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

১০৮. ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় ?

         (ক) বার্লিনে     (খ) লন্ডনে      (গ) তাসখন্দে      (ঘ) প্যারিসে

১০৯. ভারতে কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?

        (ক) আমেদাবাদে      (খ) মহারাষ্ট্রে      (গ) বাংলায়     (ঘ) কানপুরে

১১০. কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

        (ক) ১৯২০ খ্রিস্টাব্দে      (খ) ১৯২৪ খ্রিস্টাব্দে     (গ) ১৯২৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

১১১. তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

         (ক) লেলিন     (খ) স্তালিন      (গ) মানবেন্দ্রনাথ রায়      (ঘ) সুচেতা কৃপালিনী

১১২. মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ?

        (ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য     (খ) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়    (গ) নরেন্দ্রনাথ রায়     (ঘ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

১১৩. ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে ?

        (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে      (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে       (গ) ১৯৩৯ খ্রিষ্টাব্দে      (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

১১৪. তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন—

        (ক) জাতীয় কংগ্রেস      (খ) হিন্দু মহাসভা      (গ) মুসলিম লিগ     (ঘ) কমিউনিস্ট পার্টি

১১৫. ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন ?

        (ক) লালা লাজপত রায়     (খ) পি সি যোশী      (গ) মুজফফর আহমেদ      (ঘ) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার

১১৬. সি মার্টিন কার ছদ্মনাম ছিল ?

        (ক) এস এ ডাঙ্গে      (খ) মানবেন্দ্রনাথ রায়      (গ) সুভাষচন্দ্র বসু      (ঘ) রাসবিহারী বসু

১১৭. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হল—

        (ক) নিউ এজ      (খ) ইনকিলাব      (গ) ক্রান্তি      (ঘ) দি সোশ্যালিস্ট

১১৮. তেলেঙ্গানায় 'চিকটি ডোবালু' কাদের বলা হয় ?

         (ক) নাৎসিদের     (খ) ফ্যাসিবাদীদের      (গ) কংগ্রেসিদের      (ঘ) কমিউনিস্ট নেতাদের

১১৯. কমিউনিস্ট পার্টির মুখপত্র ছিল কোনটি ?

        (ক) নবযুগ      (খ) নিউ এজ       (গ) লাঙল      (ঘ) ধুমকেতু

১২০. কোন যুদ্ধকে ভারতের কমিউনিস্টরা জনযুদ্ধ আখ্যা দিয়েছিলেন ?

         (ক) প্রথম বিশ্বযুদ্ধ      (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ      (গ) বলশেভিক বিপ্লব      (ঘ) চিন-ভারত যুদ্ধ 

১২১. গান্ধিজির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয় ?

         (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে    (খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে     (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

১২২. 'রশিদ আলি দিবস' কবে উদযাপন করা হয় ?

         (ক) ১২ই ফেব্রুয়ারি, ১৯৩০ খ্রি.   (খ) ১২ই ফেব্রুয়ারি, ১৯৩৫ খ্রি.    (গ) ১২ই ফেব্রুয়ারি, ১৯৪২ খ্রি.    (ঘ) ১২ই ফেব্রুয়ারি, ১৯৪৬ খ্রি.

১২৩. মানবেন্দ্রনাথ রায়কে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে কত খ্রিস্টাব্দে বহিস্কার করা হয় ?

         (ক) ১৯২৫ খ্রিস্টাব্দে      (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে      (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

১২৪. 'র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি' কে গঠন করেছিলেন ?

         (ক) সুভাষচন্দ্র বসু      (খ) জহরলাল নেহেরু      (গ) মানবেন্দ্রনাথ রায়     (ঘ) মুজফফর আহমেদ

১২৫. 'র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

         (ক) ১৯২৫ খ্রিস্টাব্দে      (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে      (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

*******

Comments

Related Items

সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ কর ।

প্রশ্ন : সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ কর ।

শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর ।

প্রশ্ন : শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর ।

নিরাপত্তা পরিষদের কার্যাবলী কী ? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ কর ।

প্রশ্ন : নিরাপত্তা পরিষদের কার্যাবলী কী ? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ কর ।

নিরাপত্তা পরিষদের কাজ :

বান্দুং সন্মেলন কবে অনুষ্ঠিত হয় ? এই সন্মেলনের গুরুত্ব নির্ণয় কর । বান্দুং সম্মেলনের নেতৃত্বদানকারী দেশের নাম লেখ ।

প্রশ্ন : বান্দুং সন্মেলন কবে অনুষ্ঠিত হয় ? এই সন্মেলনের গুরুত্ব নির্ণয় কর । বান্দুং সম্মেলনের নেতৃত্বদানকারী দেশের নাম লেখ ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের কারণগুলি কী ?

প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের কারণগুলি কী ?