পাগলপন্থী বিদ্রোহ (প্রথম পর্ব ১৮২৫ - ২৭ খ্রিস্টাব্দে)

Submitted by avimanyu pramanik on Mon, 12/28/2020 - 17:55

পাগলপন্থী বিদ্রোহ (Pagal Panthi Revolt) : ঊনিশ শতকে বাংলায় যেসব কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেগুলির মধ্যে 'পাগলপন্থী' বিদ্রোহ বিশেষ উল্লেখযোগ্য ছিল । ঔপনিবেশিক শাসনকালে অবিভক্ত বাংলায় ময়মনসিং জেলার শেরপুর পরগনার পাহাড়ি এলাকায় গারো ও হাজং উপজাতির মানুষরা বসবাস করত । করম শাহ নামে জনৈক ফকির ও সুফি সাধক এই উপজাতির গোষ্ঠীর মধ্যে 'পাগলপন্থী' বা 'বাউল ধর্ম' নামে এক নতুন ধর্মমত প্রচার করেন । এই ধর্মের মূলকথা ছিল—সাম্য, সৌভ্রাতৃত্ব ও সত্যনিষ্ঠ ।

ময়মনসিংহ এলাকায় বসবাসকারী গারো ও হাজং উপজাতির লোকেরা দীর্ঘদিন ধরে সেখানকার জমিদারদের হাতে অত্যাচারিত হয় । জমিদাররা এদের কাছ থেকে বেআইনিভাবে কর আদায় করত । ১৮২৪-২৬ খ্রিস্টাব্দে সংঘটিত ইঙ্গ-ব্রহ্ম (Anglo-Burmese) যুদ্ধে যে বিপুল পরিমাণ অর্থব্যয় হয়েছিল তা পূরণ করার জন্য ব্রিটিশ সরকার ময়মনসিংহ জেলার কৃষকদের ওপর খাজনার পরিমাণ বৃদ্ধি করে দেয় । ব্রিটিশদের সহযোগী জমিদারেরাও কৃষকদের ওপর তীব্র শোষণ চালাতে শুরু করে । ব্রিটিশ শাসন ময়মনসিংহ জেলার চিরাচরিত গ্রামীন কাঠামো ভেঙ্গে দেয় । এইসব অপশাসনের বিরুদ্ধে করম শাহ -এর নেতৃত্বে এরা প্রথম জমিদারদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হয় । করম শাহ এই বিদ্রোহ শুরু করলেও তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র টিপু শাহর নেতৃত্বে এই বিদ্রোহ শক্তিশালী হয়ে ওঠে । টিপু শাহর নেতৃত্বে বিদ্রোহীরা শেরপুরের জমিদারের কাছারি আক্রমণ করে ও থানায় আগুন লাগিয়ে দেয়, শহরে লুঠপাট চালায় এবং ময়মনসিংহের জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে ।

বিদ্রোহীরা ঘোষণা করে যে —

(১) তারা আর জমিদারদের আধিপত্য স্বীকার করবে না ।

(২) সামরিক রাস্তা তৈরির কাজ করবে না বা এই ধরনের কোনো কাজে কোনোরকম সাহায্য করবে না ।

(৩) ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কোনোরকম সম্পর্ক আর রাখবে না বলে জানিয়ে দেয় ।  

শেষপর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হলেও তা জমিদার ও ব্রিটিশ-বিরোধী বিদ্রোহের স্বীকৃতি পায় । অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরির মতে, পাগলপন্থীদের আন্দোলন জমিদার ও ব্রিটিশবিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল ।

****

Comments

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]