নব্য বঙ্গ আন্দোলন (Young Bengal Movement)

Submitted by avimanyu pramanik on Sun, 04/22/2012 - 22:50

নব্য বঙ্গ আন্দোলন (Young Bengal Movement) :

উনিশ শতকের প্রথম ভাগে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পরিচালিত নব্যবঙ্গ আন্দোলনের অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় । স্বাধীন চিন্তা ও যুক্তিবাদে বিশ্বাসী ডিরোজিও তাঁর ছাত্রদের সততা, ন্যায়, সত্যানুসন্ধিৎসা, দেশপ্রেম ও পরহিতৈষণার আদর্শে উদ্বুদ্ধ হতে শিক্ষা দিতেন । ডিরোজিও তাঁর ছাত্রদের সবকিছু বিচার বিশ্লেষণ করে গ্রহণ করতে বলতেন । ১৮২৮ খ্রিস্টাব্দে তিনি তাঁর এন্টালির বাসভবনে প্লেটোর 'ডেমট্রেজ' সভার আদলে 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' (Academic Association) নামে একটি সমিতি গঠন করেছিলেন । এই সভায় বিভিন্ন বিষয়ের আলোচনা ও বিতর্ক হত । 'জ্ঞানান্বেষণ' (Jnananneswan), 'পার্থেনন' (Parthenon), 'দ্য এনকোয়ার' (The Enquire) ছিল এই সমিতির মুখপত্র । নবলব্ধ শিক্ষার প্রভাব ও তারুণ্যের উত্তেজনায় তাঁদের আচার-ব্যবহার ও কথাবার্তায় উচ্ছ্বাস ও উন্মাদনার আধিক্য পরিলক্ষিত হত । হিন্দুধর্ম ও সমাজকে ধ্বংস করাই যেন তাদের লক্ষ বলে অনেকে অভিমত পোষণ করতেন । আমূল সংস্কার আন্দোলন উগ্ররূপ ধারণ করায় প্রতিক্রিয়া দেখা দেয় । 'ওরিয়েন্টাল ম্যাগাজিন' ও 'সমাচার চন্দ্রিকা' পত্রিকাতে ইয়ং বেঙ্গল আন্দোলনের ঘোর বিরোধিতা করা হয় । অভিজাত ও সম্ভ্রান্ত হিন্দুরা এই আন্দোলনকে সমর্থন করেন নি । এই পরিস্থিতির জন্য আতঙ্কিত ও উদ্বিগ্ন নেতাগণ ডিরোজিওকে দায়ী করেন । অভিভাবকগণ তাঁদের পুত্রদের হিন্দু কলেজ ত্যাগ করতে বাধ্য করেন । অবশেষে কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে পদচ্যুত করেন । কিন্তু বাঙালি যুব সমাজের মনে স্বাধীন চিন্তা করবার ক্ষমতা, দেশপ্রেম ও স্বাধীনতা স্পৃহার যে বীজ তিনি বপন করেছিলেন, তাঁর মূল্য ছিল অপরিসীম ।

*****

Related Items

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্বন্ধে

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্বন্ধে (Relation Between the Printed Text and Dissemination of Knowledge) :-

মুদ্রণশিল্পের প্রসার সারা বিশ্বের জ্ঞানচর্চাকে উচ্চশ্রেণীর সীমাবদ্ধ ক্ষেত্র থেকে মুক্ত করে সাধারণ মানুষের মধ্যে প্রসারিত করে । ভার

বাংলায় ছাপাখানার বিকাশ

বাংলায় ছাপাখানার বিকাশ (development of Printing Press in Bengal):-

১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধী

বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ - বিশ শতকের প্রথম ভাগ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

বিকল্প চিন্তা ও উদ্যোগ (Alternative Ideas and Initiatives) - উনিশ শতকের মধ্যভাগ - বিশ শতকের প্রথম ভাগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা :

বঙ্গদেশে আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে হাতে লেখা পুঁথিপত্রের সাহায্যে শিক্ষা গ্রহণের কাজ চলত । এইসব পুঁথিপত্রে

ভারতমাতা চিত্র (Bharatmata)

ভারতমাতা চিত্র  ভারতমাতা চিত্র