ছোটো প্রশ্ন ও উত্তর : স্বাধীন ভারতের সংবিধান

Submitted by avimanyu pramanik on Fri, 03/02/2012 - 11:57

ছোটো প্রশ্ন ও উত্তর : স্বাধীন ভারতের সংবিধান

প্রশ্ন:- গণপরিষদের প্রথম সভাপতি কে ?

উত্তর :- গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন:- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং

প্রশ্ন:- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন

প্রশ্ন:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

প্রশ্ন:- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী ।

প্রশ্ন:- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ।

প্রশ্ন:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর

প্রশ্ন:- ভারতের  সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর:- ভারতের  সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর

প্রশ্ন:- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?

উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন:- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর:-  ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয় ।

প্রশ্ন:-  স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু

প্রশ্ন:- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ।

প্রশ্ন:- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ।

প্রশ্ন:- লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ? 

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ।

প্রশ্ন:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে ।

প্রশ্ন:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি  ।

প্রশ্ন:- ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ।

প্রশ্ন:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তর:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট

প্রশ্ন:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন ।

প্রশ্ন:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?

উত্তর:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি

প্রশ্ন:- কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?

উত্তর:- অর্থ বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ।

প্রশ্ন:- ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?

উত্তর:- ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ

প্রশ্ন:- ভারতের কেন্দ্রীয় সরকারে ক'ধরণের মন্ত্রী দেখা যায় ?

উত্তর:- ভারতের কেন্দ্রীয় সরকারে তিন ধরণের মন্ত্রী দেখা যায়—(১) ক্যাবিনেট মন্ত্রী  (২) রাষ্ট্রমন্ত্রী  (৩) উপমন্ত্রী ।

প্রশ্ন:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?

উত্তর:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা

প্রশ্ন:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?

উত্তর:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হল লোকসভা

প্রশ্ন:- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?

উত্তর:- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন ।

প্রশ্ন:- রাজ্যসভার চেয়ারম্যান কাকে কারা হয় ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার চেয়ারম্যান কারা হয় ।

প্রশ্ন:- রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি

প্রশ্ন:- ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন ।

প্রশ্ন:- কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ? 

উত্তর:- অর্থ বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ।

প্রশ্ন:- ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর ?

উত্তর:- ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত ৫ বছর

প্রশ্ন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন ?

উত্তর:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নির্বাচিত করেন রাজ্যপাল

প্রশ্ন:- ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার যে কোন একটি গুরুত্বপূর্ণ প্রবণতা উল্লেখ করুন ? 

উত্তর:- ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল জোট রাজনীতি

প্রশ্ন:- লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ?

উত্তর:- লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স ২৫ বছর

প্রশ্ন:- কারা লোকসভার স্পিকার নির্বাচন করেন ?

উত্তর:- লোকসভার নির্বাচিত সদস্যরা লোকসভার স্পিকার নির্বাচন করেন ।

প্রশ্ন:- লোকসভায় সভাপতিত্ব কে করেন ?

উত্তর:- লোকসভার স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন ।

প্রশ্ন:- রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে ?

উত্তর:- রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী হল রাজ্যপাল

প্রশ্ন:- কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ? 

উত্তর:- রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ।

প্রশ্ন:- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে ?

উত্তর:- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক হল মুখ্যমন্ত্রী

প্রশ্ন:- বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন ?

উত্তর:- রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা বিধানসভার স্পিকার নির্বাচিত হন ।

প্রশ্ন:- কোন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ?

উত্তর:- রাজ্য বিধানসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে পাশ হলে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ।

প্রশ্ন:- কোনো বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতির প্রয়োজন ?

উত্তর:- কোনো বিল আইনে পরিণত করতে হলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ।

প্রশ্ন:- কবে এবং কোন দল ভারতের প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করে ?

উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে ।

প্রশ্ন:- স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি ছিলেন আচার্য জে. বি. কৃপালিনী

প্রশ্ন:- কবে এবং কোন রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় ?

উত্তর:- ১৯৫৭ খ্রিস্টাব্দে কেরল রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় ।

প্রশ্ন:- কে এবং কবে জনসংঘ দল প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ১৯৫১ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ দলের প্রতিষ্ঠা করেন ।

প্রশ্ন:- ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে গিয়ে কবে এবং কোন কোন দুটি দলে বিভক্ত হয়ে যায় ?

উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে গিয়ে সি.পি.আই  এবং  সি.পি.আই.এম এই দুটি দলে বিভক্ত হয়ে যায় ।

প্রশ্ন:- জওহরলাল নেহরুর মৃত্যু কবে হয় ?

উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দের মে মাসে জওহরলাল নেহরুর মৃত্যু হয় ।

প্রশ্ন:- জওহরলাল নেহরুর মৃত্যুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন ?

উত্তর:- জওহরলাল নেহরুর মৃত্যুর পর লালবাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হন ।

প্রশ্ন:- পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম কী ?

উত্তর:- পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম হল - প্রফুল্ল চন্দ্র ঘোষ

প্রশ্ন:- কোন দলের এবং কে পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন ?

উত্তর:- বাংলা কংগ্রেসের অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন ।

প্রশ্ন:- কোন খ্রিস্টাব্দে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায় ?

উত্তর:- ১৯৬৯ খ্রিস্টাব্দে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায় ।

প্রশ্ন:- কবে সারা ভারতে জরুরি অবস্থা ঘোষিত হয় ?

উত্তর:- ১৯৭৫ খ্রিস্টাব্দের ২৫শে জুন সারা ভারতে জরুরি অবস্থা ঘোষিত হয় ।

প্রশ্ন:- অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে কবে থেকে কবে পর্যন্ত কোন সরকার ক্ষমতাসীন ছিল ?

উত্তর:- ১৯৯৮ খ্রিস্টাব্দ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় গণতান্ত্রিক মোর্চা সরকার অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার ক্ষমতাসীন ছিল ।

প্রশ্ন:- ২০০৪ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে কোন সরকার ক্ষমতায় আসে ? এই সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ? 

উত্তর:- ২০০৪ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (UPA) সরকার বামপন্থী দলগুলির সমর্থনে ক্ষমতায় আসে । এই সরকারের প্রধানমন্ত্রীর ছিলেন - মনমোহন সিং

প্রশ্ন : ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী ? এই সভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর :- ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হল রাজ্যসভা । আর এই রাজ্যসভার সভাপতিত্ব করেন উপ-রাষ্ট্রপতি

প্রশ্ন : সংবিধান সভার প্রথম অধিবেশন কবে এবং কোথায় বসেছিল ?

উত্তর :- ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর নতুন দিল্লীর ‘কনস্টিটিউশন হলে’  ড: রাজেন্দ্রপ্রাসাদের সভাপতিত্বে সংবিধান সভার প্রথম অধিবেশন বসে ।

প্রশ্ন : রাজ্যসভার সভাপতিত্ব করেন কে ?

উত্তর:  রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি

প্রশ্ন : রাজ্যসভার সদস্য সংখ্যা কত ?

উত্তর : রাজ্যসভার সদস্য সংখ্যা হল ২৫০ জন ।

প্রশ্ন : ভারতে মোট কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তর:- ভারতে মোট ২৮টি অঙ্গরাজ্য আছে ।  (২০২১ সাল পর্যন্ত) 

প্রশ্ন : প্রতিটি অঙ্গরাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তর : রাষ্ট্রপতি প্রতিটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন ।

প্রশ্ন : ভারতের সর্বোচ্চ আদালত কোনটি ?

উত্তর : সুপ্রিমকোর্ট হল ভারতের সর্বোচ্চ আদালত ।

প্রশ্ন : বর্তমানে সুপ্রিমকোর্ট কত জন বিচারপতি নিয়ে গঠিত ?

বর্তমানে সুপ্রিমকোর্ট একজন প্রধান বিচারপতি ও ২৫ জন বিচারপতি নিয়ে গঠিত ।

*****

Related Items

শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রনী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল ?

প্রশ্ন : শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রনী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল ?

উঃ- ১৮০০ খ্রিস্টাব্দ থেকে ১৮৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩৮ বছর বাংলা মুদ্রণ ও প্রকাশনায় শ্রীরামপুর মিশনের অবদান খুবই গুরুত্বপূর্ণ ।

বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?

প্রশ্ন : বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?

১৮৫৭ -এর মহাবিদ্রোহকে কি সামন্ত-শ্রেণির বিদ্রোহ বলা যায় ?

প্রশ্ন : ১৮৫৭ -এর মহাবিদ্রোহকে কি সামন্ত-শ্রেণির বিদ্রোহ বলা যায় ?

উঃ- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় থেকেই এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে বিভিন্ন ধারার ইতিহাসচর্চার নানা ধরনের গবেষণালব্দ মতামত পাওয়া যায় ।

কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ?

প্রশ্ন : কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ?

এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল ?

প্রশ্ন : এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল ?